হাসবো আমি,
হাসাও তুমি,
দেখবে ঠোঁটের দু তিলখানি।
অভেদ্য এক পর্দা রবে,
নোনতা পানি তার অন্তরালে!
চোখটা তোমার বড়ই খারাপ,
বুঝবে না তাই হাসির তফাৎ।
পর্দাও যে ভীষণ গাঢ়,
সুক্ষ্ম ভীষণ, স্বভাব রূঢ় ;
দুরত্বটাও খানিক বড়!
রবি দাদার দেখা পেলেও,
এর দেখা তো পাবে নাকো!
মৃত মানুষের শখ থাকা পাপ,
বদ্ধ থাকাই এর অভিশাপ!
অভিশপ্ত জীবন নিয়ে,
সুখে থেকো হত্যা করে!
😡 :haturi: :haturi: :haturi:
এমন কেন? 🙁
জানি না, বুবু! সবাই কেমন যেন করে … 🙁
‘ওষ্ঠ ঠোঁটের অত্যাচারে’
মন ঠিক রাখা ভার। 🙁
এমনি করে, কলম চললে পরে
রইবে মনে সবার। 🙂
ইমোটিকন কনফিউশন!! 🙁 😀
ভালো লাগল। লেখার হাত ভালো তোমার আপুনি… :love:
😀 থ্যাংকু, আপু!!
আপনার কোন লেখা বুঝি না নবাগত লেখিকা। 🙁
🙁
হাসবো আমি,
হাসাও তুমি,
দেখবে ঠোঁটের দু তিলখানি।
অভেদ্য এক পর্দা রবে,
নোনতা পানি তার অন্তরালে! বাহ … বেশ ভাল লাগলো 😀
😀