ডানাবাঁধা নীল পাখিটা

এক…দুই…তিন…চার…ছয়!!
না না নাহ্! মাঝে কিছু একটা বাদ পড়েছে।
আবার গুনছে সে…
এক…দুই…তিন…চার…ছয়!!
নাহ্! এবারও কেমন জানি খাপছাড়া।

বেশ কিছুদিন হল, পাখিটাকে গুনতে শিখিয়েছে মানুষটা। দশ পর্যন্তই সে শিখিয়েছে, তবে অংকসংখ্যা ৯! মাঝখানের ৫ অংকটা বাদে!!
পাখিটা সারাদিন বসে বসে তাকে ঘিরে থাকা ঘুরে রাখা লোহার শিকগুলো গুনতে থাকে আর কেমন করে যেন বুঝতে পারে, মাঝের একটা অংক আসলে নেই এবং সে এটাও জানে, যেদিন সে এটা খুঁজে পাবে, সেদিনই তার মুক্তি মিলবে মুক্ত আকাশে।
পাখিটা এমন ছিল না। দিব্যি হাসতো, গাইতো, খেলতো, সন্ধ্যাকাশে ডানা ঝাপটিয়ে দাপটের সাথে উড়ে বেড়াতো, কোন ভয় তার ছিলো না। কিন্তু একদিন হঠাৎ কি জানি হলো তার বাবা মায়ের! প্রকাণ্ড একটা ঝড় আসলো তার উপর। সে কোনোভাবেই যাবে না। তাকে জোর করা হলো না, তবে একেবারে খুন করে ফেললো সবাই মিলে!! সেই মৃত পাখিটিকেই খাঁচায় বন্দী করা হলো। সে আর এখন উড়ে না, বের হতে ছটফটও করে না, গায়ও না!
শুধু গুনতে থাকে আর তার কাছ থেকে লুকিয়ে রাখা অংকটাকে খুঁজতে থাকে …..
সে যে পাখি!!
ডানাগুলো আকুলিবিকুলি করে……!!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

11 Responses to ডানাবাঁধা নীল পাখিটা

  1. সামিরা বলেছেনঃ

    বুঝলাম না কিছু। 🙁

  2. ইয়ে… :thinking: বোঝার চেষ্টা করছি…

  3. অনুজ বলেছেনঃ

    বিশ্বাস রেখো বুকের ভেতর,
    একদিন তুমি উড়তে পারবে, পারবে হারিয়ে যাওয়া অঙ্কটিকে খুঁজে পেতে…
    বিশ্বাস রেখো!
    আর জেনো রেখো,
    সাদা ডানা ভাঙ্গা পাখিটা তোমার সাথে থাকবে!
    :love:

  4. হৃদয় বলেছেনঃ

    সৃজনশীল প্রশ্নের মত সরবেও ‘অনুধাবনমূলক’ নামে একটা বিভাগ রাখা দরকার! :thinking: … 😛

    আপু, তোমার আগের কয়েকটা লেখাতেও দেখলাম- তোমার সব লেখা-ই ‘বিবিধ’ বিভাগে! তুমি হয়তো বিভাগ পোস্ট করার সময় বিভাগ নির্বাচন করতে ভুলে 😛 যাও…প্রথম দিকে এমনটা আমারও খুব হত 😀

    ১৫০-২০০ শব্দবিশিষ্ট লেখা লেখাটার ভেতরেটা ১৫০০-২০০০ শব্দের কম হবে না! :clappinghands: 🙂

  5. ইকু বলেছেনঃ

    আমি ও কিছু বুঝিনাই 😛

  6. স্রোতস্বিনী বলেছেনঃ

    মিল না পাওয়া অঙ্কের সাথে স্বাধীনতার সম্পর্কটা ঠিক বুঝতে পারছি না… 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।