দূরে কাছে…

কাছের জনে মন পোড়ালো
দূরের মানুষ জানলোনা
দূরের জনে কাছে এলো
কাছের মানুষ মানলোনা

এখন মনে দুইখানা জন
বাহাস করে আমার সাথে
আমি হলাম কাচা মরিচ
দফা-রফা শিল-পাটাতে

তাই আমি আর কইনা কথা
চুপ করে রই নিজ গুনে
মনের খেলা কঠিন খেলা
মনের জ্বালাও গনগনে।

রুহশান আহমেদ সম্পর্কে

ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত। যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া... পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে- ভীড় জমালো শৈশবেরা-  রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to দূরে কাছে…

  1. হৃদয় বলেছেনঃ

    পুরা কবিতায় মাত্র একটা ‘পূর্ণচ্ছেদ’! 😀
    এই ধরণের কবিতাগুলা আরেকটু লম্বা হলে পাঠকদের জন্য কিছুটা আরামের হয় বোধ করি। প্রত্যেক 2n তম লাইনান্তে তাল-ছন্দ দারুণ লেগেছে। শিল-পাটার দফা-রফায় আরও চমৎকার সব ছড়া-কবিতার প্রসব ঘটুক…
    :love:

  2. রুহশান আহমেদ বলেছেনঃ

    এইটা নিয়ে কাহিনী আছে…
    কবে সাবমিট করছিলাম মনে নাই, কিন্তু এতদিন পরে পাবলিশ হইলো।

    আমার কবিতা মানেই সময় নষ্ট, তাই পাঠকের বেশি সময় নষ্ট করতে চাইনাই।

  3. তুসিন বলেছেনঃ

    আমি হলাম কাচা মরিচ
    দফা-রফা শিল-পাটাতে।

    লাইনটি ভাল লাগলো (Y)। কিন্তু মানে বুঝি নাই :/ 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।