হবেনা, সব কাজ সবাইরে দিয়ে হয়না…………পোলারে ঘুম পাড়ানো আমারে দিয়ে হবেনা !!!

নরমালি ছেলেকে ঘুম লাগানোর দায়িত্ব ছেলের মায়ের, ঘুমের সময় হলে ছেলে আর আমারে চিনেনা , মায়ের কাছে গিয়ে হাজির হয়। ছেলের মায়ের অনুরোধে সেদিন তাকে ঘুম পাড়ানোর চেস্টা করছিলাম।

ভাবলাম ছেলের নিয়ে ছাদে হাঁটাহাঁটি করি, একসাথে দুই কাজ হবে, হাঁটা ও হল, ছেলেও ঘুমালো। ছেলেকে কাঁধে নিয়ে ঘোরার কিছুক্ষনের মাঝেই ছাদের উপর দিয়ে উড়ে গেল বিশাল এক বিমান, সেটা দেখে ছেলে মাথা সোজা করে বিমানকে ডাকা শুরু করে দিল। ছাদের এ মাথা ও মাথা হেঁটে বেড়াচ্ছি, কতক্ষন পর ছেলে গাই গাই করে চিল্লানো শুরু করল, খেয়াল করলাম দূরে কূড়িল ফ্লাই ওভারের উপর গাড়ির আসা যাওয়ার আলো দেখা যাচ্ছে……..

কতক্ষন পর ছেলে নিজে থেকেই ঘরে যাবার জন্য দেখিয়ে দিল, ভাবলাম ঘরে গিয়ে ছেলেকে ছড়া শোনাতে শোনাতে ঘুম পাড়াই । যথারীতি এই রুম থেকে ঐ রুমে হেঁটে হেঁটে ছড়া শোনানো শুরু করলাম-

 

খোকন খোকন ডাক পাড়ি

খোকন গেল কার বাড়ি

আয়রে খোকন ঘরে আয়

দুধ মাখা ভাত কাকে খায় । ।

 

আয় ছেলেরা আয় মেয়েরা

ফুল তুলিতে যায়

ফুলের মালা গলায় দিয়ে

মামা বাড়ি যায়।

মামা এল লাঠি নিয়ে দৌড়ে পালায় ।

ছেলের চোখে মুখে ঘুমানোর কোন লক্ষনই নেই, এইবার শুরু করলাম ইংরেজী রাইম ।

Twinkle twinkle little star

How I wonder

What u are.

Up above the world

So high, like a diamond

In the sky.

 

Humpty dumpty sat on a wall……..পরে কি ছিল ভুলে গেছিল।

 

Jack and jill

Went to the hill ………এইটাও একই দশা । ।

খুজতে খুজতে কিছু আর না পেয়ে শুরু করলাম-

[sb]ভোর হল দোড় খোল , খুকুমনি উঠোরে

ঐ ডাকে জুঁই শাখে , ফুলখুকি ছোটরে !!![/sb]

হঠাত করে মনে পড়ল একি, পোলারে ঘুম পাড়াতে এনে ঘুম থেকে তোলার গান শুরু করে দিয়েছি দেখি ??হবেনা, সব কাজ সবাইরে দিয়ে হয়না…………পোলারে ঘুম পাড়ানো আমারে দিয়ে হবেনা, এই কথা পোলার মারে বোঝানো গেলনা । ।

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to হবেনা, সব কাজ সবাইরে দিয়ে হয়না…………পোলারে ঘুম পাড়ানো আমারে দিয়ে হবেনা !!!

  1. শারমিন বলেছেনঃ

    মজা পেলুম 😀

  2. স্রোতস্বিনী বলেছেনঃ

    ছড়া ভুলভাল বলছেন দেইখাই বাবু ঘুমায় নাই… আর হাঁটা কি হাঁটাই মানে মর্নিং ওয়াক নাকি?? :thinking:

    আমার দুলাভাই সেইম কাম করে কিনা, মাইয়ারে ঘুম পাড়াইতে গিয়া এতো জোরে হাঁটে মাইয়া ভয়েই কাইন্দা দেয়… 🙄

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    হাহা!

    btw ভাইয়া আপনাকে তো বলাই হয় নাই, সিলেটে ঘুরতে গিয়ে আপনার কথা মনে পড়ছে আমার আর আমার বউ এর!
    সেই পোস্ট এর কথা!

  4. সামিরা বলেছেনঃ

    হাহা। মজা পেলাম। 😀
    আই সেকেন্ড জামাই। কিন্তু বর্ষায় না গিয়ে রাতারগুলের সৌন্দর্য পুরোই মিস করলাম মনে হয়। 🙁

  5. হাসান বলেছেনঃ

    সব কাজ সবাইরে দিয়ে আসলেই হয়না…
    কেন গেছিলেন খালি খালি ???

    অনেক মজা পেলাম…… :happy:

  6. রুহশান আহমেদ বলেছেনঃ

    লেখাটি বেশ মজার।
    ওয়াও! আপনি এতগুলো ছড়া পারেন!

  7. মাধবীলতা বলেছেনঃ

    বেশ মজা পেলুম ! :happy: বুঝেন তাইলে ভাইয়া, মা কী জিনিস… 🙂

  8. তুসিন বলেছেনঃ

    মজা পেলুম :happy:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।