মার্গারিট

সুনিলের ছবির দেশে কবিতার দেশে নেড়েচেড়ে দেখার সুযোগ হয়েছিলো বহুবার। পুরোটা পড়া হয়নি একবারে কখনো। কোন এক কারণে বৈরাগ্য ভর করত। বহুদিন লেখালেখির বাইরে, বইটি শেষ করে ঝটপট লিখে ফেললাম কোন কিছু না ভেবে। মার্গারিট-সুনিলের সম্পর্কটা ভাল লেগেছিল, ফরাসী দেশের প্রতি আকর্ষণ অন্নদাশঙ্কর থেকেই। তাই মার্গারিট আসে বারবার। এরকম সরল মনের মানুষের সাহচর্য মন্দ লাগার কথা না।

 

 

তুমি খুঁজে নেয়া ফুল-উন্মুক্ত পারসিয়েন

ফরাসী দেশের উন্মাতাল মুষল-গন্ধ বীজ

চন্দ্রালোকের পাশে নিয়ন তুমি-

ঘুরে দাঁড়াও

অন্ধকারে কিন্নর-সুর বাজায় বীণ

ভেবে নেই পংকিলতা ললাটে-

যখন বিন্দু হয়ে জন্ম নেয়

কেমন করে ফেরাও তুমি

আমার পাপী-অনাচার?

পান্ডুর স্বপ্ন তোমার

কবিত্ব অনুরাগ

স্যূরিয়াল শত্রুরা এসে ব্যবচ্ছেদ করে

খড়গ হাতে নেমে আসে অসূরের দল

মার্গারিট আমি তোমাকে প্রেমের আগে

তোমার প্রেম কে ভালবাসি

 

 

শেষের দুই চরণ রেনে দি কাগু (Sully Prudhomme) থেকে ধার করা। একটা গান ও হয়েছে সুনিলের অনুবাদে। মেঘদল ব্যান্ড এর সম্ভবত।

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to মার্গারিট

  1. সামিরা বলেছেনঃ

    এখনো পড়া হয় নি সবার পড়ে ফেলা এই বইটা। 🙁

  2. রুহশান আহমেদ বলেছেনঃ

    ভালো লাগলো লাইনগুলো।

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ লাগলো ভাইয়া।

    এই বইটা আমার দারুণ প্রিয়। আর মার্গারিট এর প্রতিও অদ্ভুত আগ্রহ ছিলো পিচ্চিকালে!

    :welcome:

    • তানজির বলেছেনঃ

      হুম্ম আমি অনেক পরে পড়েছি। আসলে ছবি আর কবিতার উপরে জ্ঞান লাভের জন্য শুরু করেছিলাম। পরে গল্পের ভেতর ঢুকে গেলাম। মার্গারিট এর কি হয়েছিলো জানতে চাই, মার্গারিট কে নিয়েও সুনীলের একটা বই আছে। দেশে আসলে কিনব নে। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।