পাখির কাছে খোলা চিঠি

পাখি, তোমার কষ্ট ভীষণ,
একটুখানি আমাকে দাও,
জানি আমি, কমবে না তা,
তবুও একটু ভাগ করে নাও!
সত্যি বলছি,
খুঁজছি আমি,
সবখানি গো কষ্ট তোমার!
কষ্ট পেলে সুখী হবো,
জীবিত আমি হবো আবার!
তুমি বড়ই মায়ার পাখি,
যাওনি কেন খাঁচা ছেড়ে?
শিকগুলো তো ভেঙেছিলোই,
দাওনি পাড়ি আসমানেতে!
যে তোমাকে পালছে, পাখি,
সে জানো খুব নিঠুর কর্তা,
তবুও তুমি তারই তরে
করছো কেন স্বপ্নহত্যা?
বলবে আমায়, পাখিটা?
আমি তো এক আগন্তুক,
তোমার মনের একটি কোণায়।
তবুও খুব কষ্ট হয়,
ভালোবাসি খুব যে তোমায়!
বুঝবে, মনিব বুঝবে তোমার
কদর হবে কতখানি!
তখন বলবে, “পাখি আমার,
যাসনে কোথাও আমায় ছাড়ি! ”
তুমি তো সেই মায়াকাননের
মায়ায় গড়া মিষ্টিপাখি,
ভালো তবু বাসবে তাকেই,
যে ভেঙেছে স্বপ্নবাড়ি!
স্বপ্ন তোমায় সত্যি হবে,
এটা যেন জেনে রাখো।
বাঁধা আসে যে কাজেতে,
বাঁধা তাকে ভেবো নাকো!
অলীক কোনো আশ্বাস নয়,
বিশ্বাসটা করতে পারো।
বাঁধা হলো বিজয়েরই,
এক প্রকারের জড় রূপ!
“নেই” এর কদর সবাই করে,
“আছে” হলে সুরক্ষা করে!
জাগ্রত হও নিজের মাঝেই,
ভীতি হয়ে যাও অন্ধকারের।
হত্যাকারী হয়ো না যেন,
নিজেই নিজের মস্তিষ্কের!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to পাখির কাছে খোলা চিঠি

  1. অনুজ বলেছেনঃ

    সদ্য ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতোই হয়ত অনেক কিছু পথের পাশে ছুঁড়ে ফেলে দেই আমরা, শহরের আলো ঝলমলে পথের পাশেই হয় তাদের আবাসস্থল। কেউ ভেবে দেখি না, জগতে কোনকিছুকেই ফেলে দিতে হয় না, তার উপযোগিতাকে ব্যবহার করতে হয় জগতের জন্যেই।
    লেখা ভাল হয়েছে। 🙂

  2. শারমিন বলেছেনঃ

    জাগ্রত হও নিজের মাঝেই,
    ভীতি হয়ে যাও অন্ধকারের।
    হত্যাকারী হয়ো না যেন,
    নিজেই নিজের মস্তিষ্কের!
    সুন্দর 🙂

  3. ইকু বলেছেনঃ

    তখন বলবে, “পাখি আমার,
    যাসনে কোথাও আমায় ছাড়ি! ”
    তুমি তো সেই মায়াকাননের
    মায়ায় গড়া মিষ্টিপাখি,
    ভালো তবু বাসবে তাকেই,
    যে ভেঙেছে স্বপ্নবাড়ি!
    দারুন লাগলো 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।