প্রবল ভারে প্রায় বুজে আসে চোখ
নিবিষ্ট ক্রান্তির রেখা ফুটে ওঠে
কপালের মাঝ বরাবর।
কালো জলে সূর্য অস্ত যায় কিনা
ভেবে ভেবে কুল ছেড়ে অকুলে।
কতটা নিখাদ কল্পনার জাল বুনলেই
তবে প্লাবিত হওয়া যায় বর্ষা মেঘে ।
আর সব কিছু ছেড়ে ছেড়ে
হঠাৎ আসা প্লাবনি হাওয়ায়
ভেবে ভেবে আমি বলি ।
আর যেওনা ওই অচিন পথে
ফিরে এসো,
ফিরে এসো এই বর্ষায় ।
একবার হারালে বৃষ্টি জল
খুজে ফিরবে সহস্র মরিচিকা
তবু আর পাবেনা ।
তাই ফিরে এসো,
ফিরে এসো এই শান্ত দুপুরে ।
একবার হারালে নগরীর ভিড়ে
খুজে ফিরবে মুখোশ ঢাকা চোখে
তবু আর পাবেনা ।
তাই ফিরে এসো,
ফিরে এসো এই মন বিহারে
এসো মুগ্ধ দু চোখে দেখি
বৃষ্টি শেষের এক চিলতে প্রথম আলো।
ইকু সম্পর্কে
নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা। মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে।
আদতে স্বপ্ন দেখা একজন মানুষ আমি, হাজার অযুত স্বপ্ন নিয়ে আমার পথ চলা। অনেক গুলো প্রিয় মানুষ নিয়ে আমি পথ চলি, খুব সহজে কাউকে আপন করে নিতে পারি। তারপরেও মাঝে মাঝে হেলাল হাফিজের মত বলতে ইচ্ছে হয়,
"কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।"
আমার নিজস্ব একটা ভাবনার জগত আছে, যেই জগতে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানেনা। জীবন ও মৃত্যু সম্পর্কে প্রায় ই একা বসে বসে ভাবি। জীবন আমার কাছে অনেকটা রহস্যের মত, যে রহস্যের সমাধান আমি আজো করতে পারিনি। তবে মৃত্যু মনে হয় একটা অসুখ, যার ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি।
আমি জ্যোৎস্না ভালোবাসি আর ভালোবাসি ভর দুপুরের সোনালী রোদ। ভালোবাসি রঙধনু আর ভালোবাসি তুমি-আমি নিয়ে লিখা সব কবিতা । ভালোবাসি কোন মেঠো পথের ধারে সবুজ মাঠে একা বসে থাকা, ভালোবাসি নীলাম্বরী শাড়ি পরা কোন এক কিশোরী আকাশ, ভালোবাসি নদীর পাড়ে বসে মাছরাঙ্গা দের উৎসব দেখা ।
ভালোবাসি সমুদ্র বালিয়াড়িতে উপলব্ধি করতে নিজের ক্ষুদ্রতা। ভালোবাসি অরণ্য, ভালোবাসি পাখি। ভালোবাসি রাত, ভালোবাসি রৌদ্র। ভালোবাসি দেশ, ভালোবাসি আমায়।
https://www.facebook.com/iqusan
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
তাই ফিরে এসো,
ফিরে এসো এই শান্ত দুপুরে ।
একবার হারালে নগরীর ভিড়ে
খুজে ফিরবে মুখোশ ঢাকা চোখে
তবু আর পাবেনা
ভাল লাগল লাইনগুলো। :love:
আপনাকে ধন্যবাদ…… :beerdrink: আপনার ভালোলাগা কেও ধন্যবাদ :love:
কালো জলে সূর্য অস্ত যায় কিনা
ভেবে ভেবে কুল ছেড়ে অকুলে।
কতটা নিখাদ কল্পনার জাল বুনলেই
তবে প্লাবিত হওয়া যায় বর্ষা মেঘে ।
ছুঁয়ে গেছে বুকের পাজরের আড়ালে বাম পাশে থাকা লাল মাংসপিণ্ডটিকে …!! 🙂
ঢিসিয়া ঢিসিয়া :fire: …… ফুটা কইরা দেয়নাই তো আবার ? 😛
ধন্যবাদ মজার কমেন্ট এর জন্য :love:
দারুণ লিখেছেন ভাইয়া 🙂
‘প্রথম আলো’, নামকরণও ভালো হয়েছে। কবিতা চলতে থাকুক 🙂
ধন্যবাদ ভাই… কষ্ট করে পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য :happy:
অতিশয় সৌন্দর্য হইয়াছে… :love:
অতিশয় ধন্যবাদ :love: