কেনো প্রতিবাদ করবেন?

 হুম, প্রতিবাদ।

কার জন্য করবো? ওরা তো জামায়াত, আওয়ামীলীগ, বিএনপি…?

উত্তরঃ ওঁরা আপনার দেশেরই মানুষ।

কেনো করবো?

উত্তরঃ কারণ, প্রথমে ওরা মানুষ।

মানুষ হলে কি হবে? ওরা ভালো লোক না।

উত্তরঃ ঠিক আছে, ধরে নিয়ে তাঁর অপরাধের বিচার করা হোক, কিন্তু বিচার না করেই গুলি করে মেরে ফেলা বর্বরতা এবং অসভ্যতা। এটা চলতে পারে না।

এই যে হত্যাকাণ্ড আর বর্বরতা শুরু হয়েছে আমাদের দেশে, আপনি কি এটা কোনো ভাবেই সমর্থন করতে পারেন? চিন্তা করে দেখুন, যাদেরকে হত্যা করা হচ্ছে তাঁরা কারো না কারো ভাই, সন্তান, বাবা কিংবা স্বামী। ধর্ষণ ও হচ্ছে। এই পরিবার গুলোর অবস্থা চিন্তা করে দেখুন একবার। বলতে পারেন, ওরা তো জামায়াত, আওয়ামীলীগ, বিএনপি… ভালো হইছে! আসলেই কি তাই? না, ভালো হয় নি। কারণ। প্রতিটি মৃত্যু হিংসা আর বিভাজন বাড়াচ্ছে। এটা আমরা দেখতেই পাচ্ছি। হত্যা হচ্ছে আবার পাল্টা হত্যা হচ্ছে।

তাহলে পরিনতি কি?

এখনই যদি আমরা প্রতিবার শুরু না করি, তাহলে তাহলে পরিনতি ভয়াবহ। আমি চিন্তাই করতে পারছি না। একটা দেশ এত হিংসা আর বিভাজন নিয়ে কিভাবে চলবে? আমাদের অর্থনীতির কথা একবার ভেবে দেখেছেন? ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছি আমরা। বিদেশীরা সুযোগ নিচ্ছে।

আমরা কি পরিমান অসভ্য হয়েছি তা চিন্তাই করা যায় না। আওয়ামীলীগের কেউ মারা গেলে একপক্ষ হাত তালি দেই, খুশি হই। বিএনপি, জামায়াত মারা গেলে আরেকপক্ষ খুশি হই, হাততালি দেই। এর চাইতে নির্মম আর জঘন্য আর কিছু হতে পারে না। আমরা পশুর চেয়েও অধম হয়ে গেছি। জঙ্গলের পশুরাও এখন আমাদের ঘৃণা করবে।

তাই প্রতিবাদ শুরু করুন।

একজন মানুষ হিসেবে প্রতিবাদ করুন। একজন বাংলাদেশী হিসেবে প্রতিবাদ করুন। যখন একটা হত্যাকাণ্ড হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দয়া করে ভুলে যান আপনি কোন দল করেন, আর যে খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, সে কোন দল করতো।

এভাবে আর চলতে পারে না, বিশ্বাস করুন, আর না।

আহমেদ সাবিত সম্পর্কে

অর্থনীতির ছাত্র। স্বপ্নের সাথে কথা বলি...হেঁটে বেড়াই... স্বপ্নের খোঁজে...
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to কেনো প্রতিবাদ করবেন?

  1. মাধবীলতা বলেছেনঃ

    এভাবে আর চলতে পারে না, কিন্তু তবু কী করে চলছে তাই ভেবে হতবাক হয়ে যাই। এইরকম একটা পোস্ট দরকার ছিল ভাইয়া, ধন্যবাদ।

  2. ইকু বলেছেনঃ

    একজন মানুষ হিসেবে প্রতিবাদ করুন। একজন বাংলাদেশী হিসেবে প্রতিবাদ করুন। যখন একটা হত্যাকাণ্ড হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দয়া করে ভুলে যান আপনি কোন দল করেন, আর যে খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, সে কোন দল করতো।

    এভাবে আর চলতে পারে না, বিশ্বাস করুন, আর না। … হুম আসলেই … এভাবে আর কত দিন … কিন্তু কি প্রতিবাদ করব … আর কিভাবে 🙁

    • আহমেদ সাবিত বলেছেনঃ

      Good question!

      এটা নিয়ে আমরা আলোচনা হতে পারে।
      লেখালেখি একটা ভালো উপায় প্রতিবাদ জানানোর। আরেকটা ব্যাপার, আমাদেরর সবার একটা “jone of influence” আছে। আমরা সেখানে কাজ করতে পারি, তাঁদের সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করতে পারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।