গল্পঃ আর্সেনিক


এক

মেয়েটির নাম রিমি, পছন্দ করত একটি ছেলেকে। সেই নবম দশম শ্রেণী থেকে একজন আরেক জনকে দেখে আসছে।

ছেলেটির জব না থাকায় মেয়েটির বাবা মা ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দেয় নি। ছেলেটি অনেক বার বলছিল, আমাদের একটি সুযোগ দিন প্লিজ। আমি গ্র্যাজুয়েশন শেষ করেই একটি চাকরি নিব। আর আমরা নিজেদের সুন্দর করে গুছিয়ে নিতে পারব।

মেয়েটির বাবা মা রাজি হয় নি। ভবিষ্যতে কে কি হবে হয়তো কেউ হয়তো তা কেয়ার করে না। সবাই বর্তমান চায়। বর্তমানে কার কি আছে তা নিয়েই বিচার করে। অথচ সবাই ভবিশ্যৎ এর দিকেই যায়।

দুই

আবিরের ছোট্ট একটি ফার্ম আছে গুলশানে। সকাল বিকাল অফিস। আর এর পর বাসায়। মাঝে মাঝে এখানে সেখানে বন্ধুদের দাওয়াতে অংশগ্রহন। এভাবেই চলছিল। মা বাবা চিন্তা করল এবার আবিরের জন্য পাত্রী খোজা দরকার।

কথার ফাঁকে আবিরের আম্মু একদিন জিজ্ঞেস করল, তোর পরিচিত কোন মেয়ে আছে? মানে তোর পছন্দের কেউ?

আবির আনমনা হয়ে গেলো। অনেক আগের সৃতি থেকে একটি মুখ বেসে উঠল। তানিয়া, তানিয়া নাম তার। তাদের সাথে একই ক্লাসে পড়ত। সেই নবম দশম শ্রেণীর সৃতি।  বই এর দিকে না তাকিয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগত। ভালো লাগত তানিয়া কি করে এসব দেখতে। চুপটি করে বসে বসে দেখতো। বন্ধুরা বুঝতে পারল আবির তানিয়াকে পছন্দ করে। আবির স্বীকার করল। বন্ধুরা শুনালো হতাশার খবর। বলল আরে, তানিয়া তো রাশেদের সাথে প্রেম করে… যদিও তখনো আবির বুঝত না আসলে প্রেম মানে কি। তবে জানল তানিয়া আর রাশেদ এক সাথে স্কুলে আসত, এক সাথে যেতো। মাঝে মাঝে বন্ধের দিনে সিনেমা দেখতেও যেতো। ঐ দিন আবিরের মন খারাপ হয়েছিল। ভীষন মন খারাপ। এর পর থেকে আবির ক্লাসে আসত, ক্লাস করে চলে যেতো। বন্ধুদের সাথেও তেমন আর মিশত না…

আবিরের আম্মু চিন্তায় ব্যাঘাত  ঘটালো। বলল, আবির…

আবির বলল না মা, নেই… তোমরা দেখো।।

আবিরের আম্মু অনেক মেয়েই দেখছে। তার মধ্যে যাদের পছন্দ হয়েছে আবিরকে তাদের ছবি দিয়ে দেখতে বলল। আবির বলল তোমাদের পছন্দ হলেই হবে… তোমরা পছন্দ কর।

তাদের পছন্দ হয়েছে যাকে তার ছবি আবির কে দিয়ে বলল দেখ, পছন্দ হয় কিনা। আবির বলল হয়।

আবির সহ একদিন মেয়েটির বাড়ি গিয়ে দেখে আসল। বিয়ের দিন ঠিক করে আসল।

তারপর বিয়ে।  খুব সুন্দর ভাবে বিয়েটি সম্পুর্ন হলো।

রাজ কন্যা ঘরে আসল। রাজ কন্যার নাম রিমি।

তিন

রাজকন্যা ঘরে এনে আবিরের আম্মু খুশি। আবিরও অখুশি নয়। অফিসে অন্যদের কাজ বুঝিয়ে দিয়ে একফাঁকে ঘুরে আসল কক্সবাজার থেকেও।

আবির অফিসে যেতে সাহায্য করা। অফিস থেকে আসলে এক সাথে বসে খাওয়া দাওয়া করা। বিকেলে বারান্দায় বসে গল্প করা, এক সাথে বসে বিকেলের চা বা কফি খাওয়া, মাঝে মাঝে এক সাথে বাহিরে শপিং করতে যাওয়া, শপিং করা শেষে কোন রেস্টুরেন্টে বসে লাঞ্চ বা ডিনার করা, সবই চলছিল সুন্দর মত।

একদিন আবিরের হাতে ছোট্ট একটা ফোসকা উঠল। রিমিকে দেখালো। রিমি অভাক হয়ে বলল, আরে ডাক্তার দেখাও না কেনো! আজই ডাক্তারের কাছে যাবে। আবির বলল, আরে কিচ্ছু হবে না। ঠিক হয়ে যাবে।

হাতে ফোসকাটা কমার পরিবর্তে বাড়তে লাগল। চারপাশে আরো কয়েকটা উঠল। পায়েও উঠতে লাগল কয়েকটা। এবার আবির ভয় পেলো। ডাক্তারের কাছে গেলো। ডাক্তার কত গুলো ঔষধের পাশাপাশি এক গাদা পরীক্ষা ধরিয়ে দিল।

পরীক্ষা গুলো করিয়ে আবির ডাক্তারের কাছে গিয়ে দেখালো। সাথে ছিল রিমি। ডাক্তার বলল রক্তে আর্সেনিক ধরা পড়েছে। আর আর্সেনিকের জন্যই এ ফোসকা গুলো উঠেছে।

আবিরের শরীরে ফোসকা গুলো বাড়ছে। আর তীব্র ব্যাথা। হাসপাতালে ভর্তি করাতে হয়ছে।

চার

আজ সৈকতের বিয়ে। সৈকত হচ্ছে ঐ ছেলেটি, যে রিমিকে প্রচন্ড ভালোবাসত। যে ছেলেটির এক বছর আগেও কিছু ছিল না আজ সে গাড়ি বাড়ি করে বিয়েও করতে যাচ্ছে। আজ তার সব কিছু আছে, শুধু রিমি নেই।

রিমি এখন আরেক জনের বউ। আর সৈকত ও আজ অন্য আরেকটি মেয়েকে ঘরে তুলতে যাচ্ছে। আচ্ছা, তার পরিনতিও কি রিমির মত?

পাঁচ

রিমি তার এক বান্ধবীর কাছ থেকে শুনল সৈকতের বিয়ে হচ্ছে। শুনে তার মনে কেমন হাহাকার করে উঠল। সব কিছু শূন্য হয়ে গেলো তার কাছে। পৃথিবীটাই শূন্য।

আবির হাসপাতালে মৃত্যু সয্যায়। তাতেও এতদিন তার খারাপ লাগে নি। উলটো ভালো লেগেছে। বিয়ের কয়েক দিন পর থেকেই রিমি আবিরের কফি বা চায়ের সাথে অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে আসছিল। বিজ্ঞানের ছাত্রী হওয়াতে সে জানল আর্সেনিক মানুষের শরীরে আস্তে আস্তে বিষের মত কাজ করে এবং যা কোন ঔষধে পুরাপুরি নিরাময় সম্ভব হয় না।

বিয়ের পর থেকেই সৈকতের সাথে যোগাযোগ করার চেষ্টা করত রিমি। সৈকত দূরে সরে থাকত। প্রথম প্রথম সৈকতের অনেক কষ্ট হয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করে শরীর কাষ্ট হয়ে গিয়েছিল। পরে সব কিছুই নিয়তি মনে করে মেনে নিয়েছিল সব কিছু। যা হয়েছে তা ভুলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছে।

আর রিমি? সৈকতের জন্য একজনকে ঠান্ডা মাথায় খুন করতে চলছে। যার ঘড়িটি ঘাড়ের উপর টিক টিক করে বেজে চলছে। যে কোন সময়ই লোকটি পৃথিবী ছেড়ে চলে যাবে।

আজ সে এদিকেও যেতে পারবে না, ঐদিকেও যেতে পারবে না। দরজা গুলো বন্ধ হয়ে গিয়েছে তার জন্য।  তার মন আজ আর্সেনিকে আক্রান্ত হয়েছে। যার প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয় নি। যে কোন সময় তার মন শরীর থেকে বিদায় নিবে। যে শরীরে কোন মন নেই, সে শরীরের কোন দাম ও নেই।

জাকির হোসাইন সম্পর্কে

একজন প্রোগ্রামার। লিখতে প্রচন্ড ভালোবাসি। দুটোই। কোড এবং গল্প বা ফিকশন। পেশা হিসেবে একজন ফ্রীল্যান্সার। প্রযুক্তি নিয়ে লেখা গুলো পাওয়া যাবে আমার টেক ডায়েরীতে
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to গল্পঃ আর্সেনিক

  1. মাধবীলতা বলেছেনঃ

    🙁 এরকম করে কেন মানুষ ? একজনের জন্য আরেকজন নির্দোষ মানুষকে মেরে ফেলা !

    গল্প লেখার স্টাইল ভালো লেগেছে।

  2. ইকু বলেছেনঃ

    ভালো লাগলো লিখা … শুভেচ্ছা রইলো :guiter:

  3. শারমিন বলেছেনঃ

    লিখার স্টাইলটা ভালো লেগেছে 🙂
    কিছু বানান ভুল আছে ঠিক করে নিয়েন 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।