আমরা আমজনতা শুধু রাজনীতিকদের গালি দিয়েই ক্ষান্ত হই। নিজেরা কতটুকু জেনে বুঝে কাজ করি? সিদ্ধান্ত নেই?
সেই চেষ্টা আজ থেকে, এখন থেকে শুরু হোক না কেন?
গত ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহার ((http://shujan.org/2009/02/18/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%B6/)) এ বলা হয়েছিলো
বিদ্যমান আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকট বিবেচনায় পাঁচটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অগ্রাধিকারের পাঁচটি বিষয়
…
২. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা :
দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে বহুমুখী কার্যক্রম বাস-বায়ন করা হবে।
ক্ষমতাধরদের বার্ষিক সম্পদ বিবরণ দিতে হবে।
রাষ্ট্র ও সমাজের সকল স্তরের ঘুষ, দুর্নীতি উচ্ছেদ, অনোপার্জিত আয়, ঋণখেলাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোটাকা ও পেশীশক্তি প্রতিরোধ ও নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতি দফতরে গণঅধিকার প্রতিষ্ঠার জন্য নাগরিক সনদ উপস্থাপন করা হবে।
সরকারি কর্মকাণ্ডের ব্যাপকভাবে কম্পিউটারায়ন করে দুর্নীতির পথ বন্ধ করা হবে।
…
৫ টার মধ্যে ২য় গুরুত্বপূর্ণ ছিলো দুর্নীতি।
কত টুকু করেছে আসলে?
ক্ষমতাধরদের বার্ষিক সম্পদ বিবরণ দিতে হবে।
ফলাফলঃ
বার্ষিক তো দূরে থাক, দলটি এখন কিছুই প্রকাশ করতে চাচ্ছে না! নির্বাচন চলে আসলেও ম্যানিফেস্টো এখনও প্রকাশ করা হয় নাই।
প্রথম আলোতে এসেছে, সম্পদের তথ্য প্রকাশিত হোক চায় না আ.লীগ ((http://www.prothom-alo.com/bangladesh/article/106168/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A4_%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%95_%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%A8%E0%A6%BE_%E0%A6%86.%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97))
দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করা হবে।
ফলাফলঃ সংশোধিত দুর্নীতি দমন কমিশন বিল-২০১৩ এর মাধ্যমে দুদককে দন্তনখহীন বিড়ালের মত বানানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে টিআইবি থেকে! ((http://www.bonikbarta.com/last-page/2013/11/20/22856))
রাষ্ট্র ও সমাজের সকল স্তরের ঘুষ, দুর্নীতি উচ্ছেদ, অনোপার্জিত আয়, ঋণখেলাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোটাকা ও পেশীশক্তি প্রতিরোধ ও নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফলাফলঃ পদ্মা সেতু / শেয়ার বাজার … এর কথা চিন্তা করলেই বোঝা যায়।
শেখ হাসিনার নিজের আত্মীয় স্বজন কীভাবে কোটি কোটি টাকার মালিক হলো? কি করে সম্পদ কয়েকশ গুণ বেড়ে গেলো? ((http://www.dhakatribune.com/crime/2013/dec/25/hasina%E2%80%99s-relatives-pile-assets-5-years))
…
আসুন এইভাবে একটি একটি করে ইস্যু চেক করি।
দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নিজেদের দায়িত্ব পালন করি।
– আম জনতা