হাট্টিমা টিম টিম

ছোট বেলার সেই ছড়া গুলো মনে আছে?  🙄

হাট্টিমাটিম টিম …

টুইঙ্কেল টুইঙ্কেল …

কাঁঠবেড়ালি …

কি মনে করে ইউটিউবে সার্চ দিয়ে সব ছড়া পেয়ে গেলাম আর সাথে কি কিউট সব এনিমেশন! আমাকে পুরাই বাচ্চা বানিয়ে দিয়েছে।  তাই ভাবলাম সব গুলো খুঁজে খুঁজে পোস্ট দিয়ে দেই।  ছোট বেলার সব কিছুই আনন্দের। 🙂  :happy:

হাট্টিমাটিম টিম

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা

বাক বাকুম পায়রা

http://www.youtube.com/watch?v=YY2aolzvRno

আম পাতা জোড়া জোড়া

http://www.youtube.com/watch?v=RR8-CjYz2us

ঘুম পাড়ানি মাসি পিসি

http://www.youtube.com/watch?v=s1XkD72g3ck

ঐ দেখা যায় তাল গাছ

http://www.youtube.com/watch?v=QYcf22Xqa28&

খোকন খোকন ডাক পাড়ি

আগডুম বাগডুম

http://www.youtube.com/watch?v=lORlCW0ZBL0

আতা গাছে তোঁতা পাখি

মামার বাড়ি

http://www.youtube.com/watch?v=1y5yVZ-Jhlw

খোকা ঘুমালো পাড়া জুড়ালো

http://www.youtube.com/watch?v=Oyp4yOkQXiU

গোল করোনা

http://www.youtube.com/watch?v=frX_U4m5Ju4

খোকা যাবে শ্বশুর বাড়ি

http://www.youtube.com/watch?v=vxW1Pw9Sp14

বৃষ্টি পরে টাপুর টুপুর

http://www.youtube.com/watch?v=uIe-B33g-mQ

টুনটুনি ও দুষ্টু বিড়াল

সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ

http://www.youtube.com/watch?v=9FIj51pUxUo

খোকন খোকন করে মায়

http://www.youtube.com/watch?v=UjfRAQ8NC94

মিয়াও মিয়াও

http://www.youtube.com/watch?v=0cJvMVJSBWY

কাঁঠবিড়ালি

http://www.youtube.com/watch?v=jXDeOGiSXG4

আমাদের ছোট নদী

http://www.youtube.com/watch?v=6mQYOgm1YIE

জনি জনি ইয়েস পাপা

হ্যাক এন্ড জিল

টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার

ডিং ডং বেল

হিকরি ডিকরি ডক

রেইন রেইন গো এওয়ে

বা বা ব্লাক শিপ

http://www.youtube.com/watch?v=gBEHFFnV3RY

মেরী হ্যাড এ লিটল ল্যাম্ব

অনেক ছড়া মনে পরি পরি করছে কিন্তু মনে পরছে না। তোমাদের কারো কোন ছড়া মনে পরলে বলে দাও আমাকে 🙂

বাবুনি সুপ্তি সম্পর্কে

আমার ক্লান্ত মন ....
এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

29 Responses to হাট্টিমা টিম টিম

  1. ওলে!! ছুডবেলার মতো চিক্কুর দিয়া ছড়া কইতে মন চাইতেছে! :happy:

  2. নিশম বলেছেনঃ

    “খকা যাবে স্বশুরবাড়ি” শুইনা মনে বড় আশা জাগিলো গো দিদি :love:

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ পোস্ট আপু!

    আমি জানতামই না এত কিছু পাওয়া যায়!

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    অসাধারণ!! :clappinghands:
    মনে হলো এক লাফে ছোটবেলায় চলে গেলাম। 😀

  5. সাদামাটা বলেছেনঃ

    মজা তো!!, রিভিসন দিয়ে নিলাম হিহিহি :happy:

  6. শামসীর বলেছেনঃ

    ছড়া গুলো দেখে মনে পড়ল একদিন আমিও ছোট ছিলাম 🙂

  7. নিলয় বলেছেনঃ

    দারুণ পোস্ট, আপু :happy: 😀 :clappinghands:
    নস্টালজিক হয়ে গেলাম! 😳

    • বাবুনি সুপ্তি বলেছেনঃ

      🙂 আমাকেও নস্টালজিক করেছে এই ছড়া গুলো। উত্তর দিতে দেরি হয়ে গেল। একটু ব্যস্ত ছিলাম। 🙂 ভালো থাকুন

  8. ভাবের পাগল বলেছেনঃ

    বেশ বেশ…………… :happy:

  9. ~স্বপ্নজয়~ বলেছেনঃ

    8)

  10. সাকিন উল আলম ইভান বলেছেনঃ

    চলে আসলাম আপু , কেমন আছ >

  11. কিনাদি বলেছেনঃ

    আহা বেশ বেশ 😀

  12. অনাবিল বলেছেনঃ

    বাহ!
    খুব ভালো লাগলো……
    বাসার গুডুগুডু বাবুটাকে দেখাতে হবে……… 🙂

  13. মুবিন বলেছেনঃ

    ছোটবেলায় ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য :happy:

  14. ফিনিক্স বলেছেনঃ

    উফ আপুনি! খুশিতে তোমাকে পুরা কাঁচা চাবায়ে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এই পোস্ট দেয়ার জন্য। :happy:

    প্রিয়তে নিলাম।

    ছোটবেলার ছড়া কবিতাগুলো যে আমার কী ভীষণ রকমের প্রিয়!

    আমি আর আমার এক বধু মিলে মাঝে আউলা হয়ে যাই। মনে পড়লেই হল। ফোনে হোক কিংবা সামনা সামনি, কে কত বেশি ছোটবেলার ছড়াগুলো বলতে পারে তার প্রতিযোগিতা লেগে যায় রীতিমত।
    এমনই পাগল আমরা দুজনে যে একসাথে গত বছর নীলক্ষেতে গিয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সব আমার বই কিনে ফেলেছিলাম! যদিও একটাও ওকে দেই নি। সবগুলো আমার বাসাতেই বহাল তবিয়তে আছে! :happy:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।