(এটি বিল গেটসের দেয়া একটি ভাষণের লিখিত রুপ যেখানে তিনি জীবন সম্পর্কে ১১টি নিয়মের কথা বলেছেন,যেটা বাচ্চারা স্কুলে শিখবে না।)
ক্যালিফোর্নিয়ার ভিসালিয়ায় মিঃ হোয়াইটনি হাই স্কুলে দেয়া বিল গেটসের ভাষণঃ
নিয়ম ১- জীবন খুব একটা সুখকর নয়,এর সাথে মানিয়ে নিতে শেখ।
নিয়ম ২- পৃথিবী তোমার আত্মসম্মান নিয়ে চিন্তা করবেনা। পৃথিবী চাইবে,নিজেকে মহান ভাববার আগে তুমি একটা কিছু অর্জন কর।
নিয়ম ৩- হাইস্কুল পাশ করার পরেই তুমি বছরে ৬০,০০০ ডলার আয় করবে না। তুমি গাড়ি আর ফোন সহ একজন উপরাষ্ট্রপতি হয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি উভয়ই অর্জন করছ।
নিয়ম ৪- যদি তোমার মনে হয় তোমার শিক্ষক খুব কড়া, তবে অপেক্ষা কর একজন দক্ষ লোক না পাওয়া পর্যন্ত।
নিয়ম ৫- অল্প আয়ের কাজ করা কখনোই তোমার মর্যাদার থেকে নিচু নয়। তোমার দাদা-দাদি এ ধরনের কাজ কে অন্য নামে ডাকতেন, তারা এটাকে বলতেন সুযোগ।
নিয়ম ৬- যদি তুমি কোন ভুল করে ফেল, তবে সেটা তোমার বাবা-মা’র দোষ নয়। তাই নিজের ভুলগুলো নিয়ে ঘেনঘেন কোর না, ওগুলো থেকে শিক্ষা নাও।
নিয়ম ৭- তুমি জন্ম নেবার আগে তোমার বাবা-মা এখনকার মত এতোটা বিরক্তিকর ছিলেন না। তোমার বিল ভরে, কাপড় ধুয়ে আর নিজের সম্পর্কে উচ্চমার্গীয় ধারণার কথা শুনে শুনেই তাঁরা এ পর্যায়ে এসেছেন। তাই বাবা-মা’র প্রজন্মের কোন ভুল ধরার আগে নিজের ভুলগুলোকে শুধরে নাও।
নিয়ম ৮- তোমার স্কুল হয়তো বিজয়ী এবং বিজিতদের নির্ধারণ করে ফেলেছে, কিন্তু জীবন এখনো তা করেনি। কোন কোন স্কুল ফেল করার কোন সুযোগ রাখে নি, এবং যতক্ষণ না তুমি সঠিক উত্তর দেবে, তারা তোমাকে তার জন্য সময় দিয়ে যাবে। কিন্তু এটা বাস্তব জীবনের কোন কিছুর সাথেই বিন্দুমাত্র সামঞ্জস্যপূর্ণ নয়।
নিয়ম ৯- জীবন কতগুল সেমিস্টারে বিভক্ত নয়। তাই তুমি তোমার অবকাশের সময় পাবে না,এবং তোমাকে তা পেতে কেউ সাহায্যও করবে না। তাই তোমার কাজগুলো নিজস্ব সময়ে সেরে ফেল।
নিয়ম ১০- টেলিভিশন আসলে বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে আসলে বিনোদন ছেড়ে কাজে চলে যেতে হয়।
নিয়ম ১১- আঁতেল/পড়ুয়াদের সাথে ভাল ব্যবহার কোর। কারণ, হয়তো একসময় তাদের কারো অধীনেই তোমাকে কাজ করতে হবে।
http://www.truthorfiction.com/rumors/b/billgatesspeech.htm#.UsGY6fsf5dg
জীবন কতগুল সেমিস্টারে বিভক্ত নয়। তাই তুমি তোমার অবকাশের সময় পাবে না,এবং তোমাকে তা পেতে কেউ সাহায্যও করবে না। তাই তোমার কাজগুলো নিজস্ব সময়ে সেরে ফেল। 🙁
ভালো লেগেছে পোস্ট। মূল্যবান কথা সব।
ধন্যবাদ 🙂
ভালো লাগলো :guiter:
🙂
নিজের ভুলগুলো নিয়ে ঘেনঘেন কোর না, ওগুলো থেকে শিক্ষা নাও 🙁
জীবন কতগুল সেমিস্টারে বিভক্ত নয়। তাই তুমি তোমার অবকাশের সময় পাবে না,এবং তোমাকে তা পেতে কেউ সাহায্যও করবে না। তাই তোমার কাজগুলো নিজস্ব সময়ে সেরে ফেল 🙁
কথাগুলো দারুণ 🙂
ভালো লেগেছে 🙂
অনেক ধন্যবাদ… 🙂
#১১ টা মজা পাইছি।
বিল গেটস এর মানবিক কাজের জন্য আমি বিশাল ফ্যান উনার।
অনেকদিন আগে এই অনুবাদ করেছিলাম ( ইন্সপায়ারড বাই সামিরা… 😉 )…… হঠাৎ পিসি ঘাটতে গিয়ে আবিষ্কার! করি…… 🙂
জীবন খুব একটা সুখকর নয়,এর সাথে মানিয়ে নিতে শেখ
ভাল লাগল ।
অল্প আয়ের কাজ করা কখনোই তোমার মর্যাদার থেকে নিচু নয়। তোমার দাদা-দাদি এ ধরনের কাজ কে অন্য নামে ডাকতেন, তারা এটাকে বলতেন সুযোগ।