শহরের রাস্তার ধুসর আকাশ ছাড়িয়ে
একটু দূরে কৃষ্ণচূড়া আর মেঘগুলি
যেখানে মুখরিত হয় উৎসবে,
সে এক জলস্রোতের ধারে
মহুয়া ফুলের আগুন লাগা উল্লাস ।
সে মহুয়ার দেশে,
ধর, আমি ক্লান্তিহীন সবুজের মাঝে
তোমার হাতের মুঠোয় একে দেই
কিছু চকিত স্বপ্ন ।
চিরচেনা উর্বশী তোমার চোখে
এলোমেলো হয়ে হারিয়ে যাই,
ভরা চাঁদের মত তোমার চিবুক
আর আমি কুড়াই তার জোছনা ।
সে মহুয়ার দেশে,
ধর আমি সূর্য হয়ে রই
ধুসর অন্ধকারের মাঝে ,
আর তোমার কৃষ্ণচূড়ার মত
টুকটুকে ললাটে একে দেই
কামনার ইশারা।
পেস্তাচেরা ওই চিরচেনা চোখে
নদীর জলে বসন্তের বাতাস হয়ে
গভীর স্নেহে বুনে যাই
তোমার ওঠরে সেই স্তিমিত হাসি ।
-
আর্কাইভ
- এপ্রিল 2018
- নভেম্বর 2017
- অক্টোবর 2017
- সেপ্টেম্বর 2017
- মার্চ 2017
- ফেব্রুয়ারী 2017
- জানুয়ারী 2017
- নভেম্বর 2016
- অক্টোবর 2016
- সেপ্টেম্বর 2016
- আগস্ট 2016
- জুলাই 2016
- জুন 2016
- মে 2016
- এপ্রিল 2016
- মার্চ 2016
- ফেব্রুয়ারী 2016
- জানুয়ারী 2016
- ডিসেম্বর 2015
- নভেম্বর 2015
- অক্টোবর 2015
- সেপ্টেম্বর 2015
- আগস্ট 2015
- জুলাই 2015
- জুন 2015
- মে 2015
- এপ্রিল 2015
- মার্চ 2015
- ফেব্রুয়ারী 2015
- জানুয়ারী 2015
- ডিসেম্বর 2014
- নভেম্বর 2014
- অক্টোবর 2014
- সেপ্টেম্বর 2014
- আগস্ট 2014
- জুলাই 2014
- জুন 2014
- মে 2014
- এপ্রিল 2014
- মার্চ 2014
- ফেব্রুয়ারী 2014
- জানুয়ারী 2014
- ডিসেম্বর 2013
- নভেম্বর 2013
- অক্টোবর 2013
- সেপ্টেম্বর 2013
- আগস্ট 2013
- জুলাই 2013
- জুন 2013
- মে 2013
- এপ্রিল 2013
- মার্চ 2013
- ফেব্রুয়ারী 2013
- জানুয়ারী 2013
- ডিসেম্বর 2012
- নভেম্বর 2012
- অক্টোবর 2012
- সেপ্টেম্বর 2012
- আগস্ট 2012
- জুলাই 2012
- জুন 2012
- মে 2012
- এপ্রিল 2012
- মার্চ 2012
- ফেব্রুয়ারী 2012
- জানুয়ারী 2012
- ডিসেম্বর 2011
- নভেম্বর 2011
- অক্টোবর 2011
- সেপ্টেম্বর 2011
- আগস্ট 2011
- জুলাই 2011
-
সদর দরজা
‘চিরচেনা উর্বশী তোমার চোখে’,
‘পেস্তাচেরা ওই চিরচেনা চোখে’ :beshikhushi:
ওরে খাইছে!
কবিতা ভাল্লাগছে 😀 :love:
কে কারে খাইলো ? 😛
ধন্যবাদ আপনাকে… শুভেচ্ছা রইলো , আশা করি ভালো থাকবেন :beerdrink:
লোকে সবে পটলচেরা বুঝতে শুরু করেছে। পেস্তাচেরায় গেলে তো বিপদ। 😛
কবি, সকালেও মহুয়ায় থেকেছেন। সন্ধ্যাতেও।
কবিতার সাথে সাথে মহুয়ার একটা ছবি আপলোড হলে মন্দ হতো না। আজকাল তো দেখে ফুল চেনার অভ্যাস হারিয়ে গেছে।
মহুয়া ফ্লাওয়ার লিখে গুগল এ সার্চ দিলে পেয়ে যাবেন ছবি । মহুয়া ফুল খুব একটা অসাধারন সুন্দর কিছু না । কিন্তু এর নাম টা এবং ফুলের গুরুত্ব টা খুবি সুন্দর এবং বেশি । আপনার নাম টা খুবি সুন্দর 😛
ভালো থাকবেন :guiter: