আচ্ছা, তুই কি বলতে পারিস জীবন কী?
আর মৃত্যুই বা কী?
আমার জানা নেই। তবে এটুকু জানি,
জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্যটা ততটুকুই,
যতটুকু পার্থক্য চোখের পলক ফেলার আগে এবং
পলক তুলবার পরের দৃশ্যমান পৃথিবীতে বিদ্যমান!
দেখ, তুই এখনও জীবিত, সাহসের সাথে
পৃথ্বীর সব বাঁধা ডিঙ্গিয়ে এখনও জীবিত আছিস তুই,
প্রভাত আনন্দলোকের মত
নক্ষত্ররাজির উজ্জ্বলতম তারকার মত
জেগে থাক অবিরত!
আগুনের পাখি তুই, সশব্দ সরব, সচল পঙক্তিতে
তোকে ঘিরে এই পৃথিবীর নিরন্তর উৎসব!
কিভাবে! তোর চঞ্চল চিত্ত এখনও প্রাণের জোয়ারি
আত্মায় এখনও ছোটে অজস্র আগুনের ফুলকি!
বাঁচিয়ে রাখ তুই এই বিশ্বমাতাকে
উত্তাপ বিলিয়ে যা এই ধরিত্রীমাতাকে
তোর মুষ্টিবদ্ধ শক্তি, আগুনমাখা হাত,
সোনালী দ্যুতি ছড়িয়ে দে এই ধরিত্রীর সর্বাঙ্গে!
বক্ষে তোর বসত করে জগতজোড়া ভালোবাসা
সকল সন্তানের জন্যে অকৃত্রিম মমতা,
আকাশতলে আপন উৎসর্গে আপনার পূর্ণতা লাভ,
তুই গতিময়, চমৎকার একটি মানুষ!
তোর জন্মের কারণে বহু ধ্বংসের মৃত্যু হয়েছিল,
আর তুই এখনও জীবিত, আজও দৃপ্ত সাহসী, সংগ্রামী!
প্রতিদিনই তোর বাগানে ফোটে অজস্র গোলাপ, কাশফুল
আর আজ ফুটেছে আশ্চর্য এক ফুল, তোর জন্মদিন!
সব মুগ্ধতা, বৃক্ষ-জনম, সবুজ, আনন্দ এসে ভিড় করছে
নতুন ফুলটিকে উষ্ণ শুভেচ্ছা জানাবে বলে,
দিয়ে যায় কত উপহার! আর আমি নির্বাক চেয়ে থাকি,
যাবার বেলায় দিয়ে যাই, নির্বাক ভালোবাসা আর
মুঠোভরা নীরবতার নির্বাচিত এক উপন্যাস!
ভালোবাসায় পাগলামি থাকবেই, আর প্রত্যেক পাগলামিতেই কিছু না কিছু যুক্তি থাকবেই, কারণের কিংবা অকারণের যুক্তি। হয়ত সেই যুক্তিটা জানা হয়ে ওঠে না সবসময়। কিন্তু এই অজানা যুক্তিগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার কাছে ঠিক সেরকম একটি যুক্তির উৎস হল আমার ফিনিক্স পাখিটি!!
ওকে ঘিরে অনুভূতিগুলোকে দু’চারটে সাধারণ শব্দ কিনবা তুলির আঁচড়ে প্রকাশ করা অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব!!
তবুও…
থাক, শুধু শুধু আর কথা না বাড়াই!
তুই অনেক বেশী ভালো থাকিস, বুবু…
জাস্ট ওয়ানা সে, আই লাভ ইউ অ্যান্ড আই বিলিভ ইউ!!
:happybirthday:
শুভ জন্মদিন দোস্তো!!! :happy: কই আছিস/গেছিস তুই???
শাণিপু, তোমারটাও কিন্তু সামনে আসতেছে! মনে রাইখো! 😛
এমন একটা লেখা পড়ার পর, ‘আবেগে কাইন্দালছি’ নামক ফটোশপড ছবির কথা মনে করলে নিজের কাছেই নিজের ‘মানসিক পরিপক্বতা’ নিয়ে প্রশ্ন উঠবে আবার এতোটা আবেগসিক্ত আর কানায়-কানায় ভালোবাসাপূর্ণ একটা লেখা পড়ে তার মন্তব্য করার সাহস দেখানোটাও কঠিন ব্যাপার! আলাদা করে কোটেশান দিয়ে আলাদা করে লাইন এখানে লিখতে পারছি না কারণ সবগুলো লাইন-ই আমার কাছে আলাদা একেকটা কোটেশন মনে হয়েছে। কারণ, কেবল ঠিক মন থেকে ভালোবাসলেই লুকানো অনুভূতিগুলো এভাবে প্রকাশ করা যায়! অসাধারণ, অনুজ! 🙂
ফিনিক্স’দি তুমি অসম্ভব ভাগ্যবতী একজন মেয়ে। এতো এতো মানুষের ভালোবাসা তুমি পেয়েছ, পাচ্ছ, পাবে এবং তুমি তা প্রচণ্ডভাবে ডিজার্ভ কর…
বয়সে ছোট হয়েও আমি বলি, গড ব্লেস ইউ ডিয়ার মাইটি ফিনিক্স’দি :love: :love:
কিছুই বলার নেই!
তবে সত্যি বলতে, ওকে উদ্দেশ্য করে বলার মত কিছুই আমার পক্ষে সম্ভব না! সত্যিই সম্ভব না!
আমি খুব খুব খুব ভাগ্যবান, বুবুর মত একটা মানুষ আমার বড় বোন বলে!
:love:
😀
God bless you 😀
ভালো ভালো কার্যক্রম অব্যাহত থাকুক 😀
সরব বোহেমিয়ান কমেন্ট করেছে! :happy:
সময় ভালো ভালো কার্যক্রমের পক্ষে যাক! 😀
ধ্রুব কিছু সত্য,সাথে কিছু অবলা অনুভুতির বহিঃপ্রকাশ!!
অনুজ,কি বলব ভেবে পাচ্ছিনা!!
অবাক করতে থাকো।
আর এই অসম্ভব সুন্দর এবং সত্য কথাগুলোর জন্যে ধন্যবাদ
🙂
আপনাকেও ধন্যবাদ!
অনেক অনেক ভালোবাসা আপুনি :love: :love:
:love:
অসাধারণ 😀
😀 :love: