বাংলাদেশের মিডিয়া মোগলেরা

চলুন দেখে নিই এদেশের শীর্ষ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকানা তথ্য–

তথ্যগত অসঙ্গতি চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ থাকল! ধন্যবাদ 🙂

আপডেটঃ
এই ইনফোগ্রাফিকটি যথাসম্ভব যত্ন নিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে, তবুও যেহেতু একটি বড় পরিমাণে তথ্য এখানে একত্র করা হয়েছে, ত্রুটি থেকে যাওয়া খুবই সম্ভব। গ্রাফিকটিকে উন্নত করতে সকলের পরামর্শ, তথ্যযোগ আবদার করছি! 🙂

কমেন্ট শাখায় আবদুল্লাহ ভাই লিখেছেন, “আমি যতদূর জানি উনি (মোজাম্মেল বাবু, ৭১ টিভি) একজন সাংবাদিক। বুয়েটের ছাত্র হলেও উনি আশির দশক থেকেই সাংবাদিক। পূর্বাভাস নামে একটা সাময়িকী ছিল উনার। আর চ্যানেলের লাইসেন্স মোজাম্মেল বাবুর নামে হলেও অর্থলগ্নি মেঘনা গ্রুপের।” অসংখ্য ধন্যবাদ তথ্যের জন্য! 🙂

আরেকটি আপডেটঃ গ্রাফিকটিতে সময় টিভির মালিক মোরশেদুল ইসলামের কথা বলা হয়েছে, তবে পরবর্তীতে জানতে পেরেছি ৫০% শেয়ার সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানকে বিক্রয় করা হয়।

রাইয়্যান সম্পর্কে

'এক্সট্রোভার্ট' শব্দটা আমার সঙ্গে বেশ মানিয়ে যায়-- পছন্দ করি নতুন মানুষের সাথে পরিচিত হতে। একজন ভোজন বেরসিক; খেলাধুলায় Own Goal ও Wide Ball এক্সপার্ট। তড়িৎ প্রকৌশলের ছাত্র, স্বপ্ন দেখি জীবনটাকে অর্থবহভাবে কাজে লাগানোর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

28 Responses to বাংলাদেশের মিডিয়া মোগলেরা

  1. kollababa বলেছেনঃ

    See! I knew Nouka stuff are too much in this country…..
    I was right all along….

  2. সামিরা বলেছেনঃ

    কঠিন অবস্থা!
    এত কিছু জানা ছিল না। দারুণ পোস্ট। শেয়ার্‌ড! 😀

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    রাইয়্যান, অসাধারণ একটা কাজ হয়েছে! :dhisya:

  4. তুসিন বলেছেনঃ

    অসাধারন 🙂

  5. জ্ঞানচোর বলেছেনঃ

    :dhisya: :dhisya: (মিডিয়া বন্ধ করার কালচারের ইমো)

  6. শারমিন বলেছেনঃ

    দারুণ :clappinghands:

  7. আবদুল্লাহ বলেছেনঃ

    মোজাম্মেল বাবু যে ট্রেড ইউনিয়নিস্ট আপনি কি নিশ্চিত?আমি যতদূর জানি উনি একজন সাংবাদিক।বুয়েটের ছাত্র হলেও উনি আশির দশক থেকেই সাংবাদিক।পূর্বাভাস নামে একটা সাময়িকী ছিল উনার।আর চ্যানেলের লাইসেন্স মোজাম্মেল বাবুর নামে হলেও অর্থলগ্নি মেঘনা গ্রুপের।

    • রাইয়্যান বলেছেনঃ

      অসংখ্য ধন্যবাদ তথ্যের জন্য, আবদুল্লাহ ভাই! গ্রাফিকটি তৈরি করতে যথাসম্ভব সতর্ক থাকার চেষ্টা করেছি, তবুও এতে তথ্যগত ত্রুটি থেকে যাবারই কথা। ফেসবুকেও বেশ কিছু আপডেট জেনেছি, হাতে সময় পেলেই গ্রাফিকটি আপডেট করে দেব ইনশাআল্লাহ! আপাতত, ব্লগেই আপনার তথ্যটুকু যোগ করে রাখলাম, যাতে পাঠক বিভ্রান্ত না হন 🙂 আবারও ধন্যবাদ 🙂

  8. আবদুল্লাহ বলেছেনঃ

    চ্যানেলগুলোর মালিকানার হাতবদলের খবরাখবর http://www.tigernews24.com/index.php?option=com_content&view=article&id=4848&catid=148&Itemid=739

    • রাইয়্যান বলেছেনঃ

      ধন্যবাদ! 🙂 🙂

    • রাইয়্যান বলেছেনঃ

      লিঙ্কটা ভালোমত দেখলাম, দুটি জায়গায় ত্রুটি চোখে পড়ল। একটি আপনিই পয়েন্ট আউট করেছেন, মোজাম্মেল সাহেবের পেশা। লিংকটিতে ৭১ টিভির মালিক প্রতিষ্ঠানের নাম দেয়া নেই, সেটা জানতে চেষ্টা করছি, তাহলে উনার উনার ব্যক্তিগত পেশা এড়িয়ে শুধু প্রধান শেয়ারহোল্ডার প্রতিষ্ঠানের পরিচয় লিখে দিলেই হবে, যেমনটা করা হয়েছে বেক্সিমকো গ্রুপ বা বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রে।

      আরেকটি আউট অফ ডেট তথ্য আছে, সময় টিভির মালিকানা বিষয়ে। আমি মোর্শেদুল ইসলামের কথা লিখেছি, কিন্তু এই লিঙ্কটিতে দেখলাম মালিকানা পাবার ৮ মাসের মাথায় ৫০ শতাংশ শেয়ার সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানকে বিক্রয় করা হয়।

      পরবর্তী আপডেটে গ্রাফিকটিতে তথ্যগুলো ঠিক করে দিব ইনশাআল্লাহ। আবারও অসংখ্য ধন্যবাদ 🙂

  9. মাধবীলতা বলেছেনঃ

    কিছু কমু না !!

    :dhisya: :huzur:

  10. একুয়া রেজিয়া বলেছেনঃ

    আরিব্বাস! দুর্দান্ত কাজ করেছো দেখি বাতেন। 😀

    • রাইয়্যান বলেছেনঃ

      অনেকের সাহায্য নিয়েই এটা সম্ভব হয়েছে, ভুল ত্রুটি তবুও রয়ে গিয়েছে! দিনশেষে পাঠকদের কাজে লাগলেই সবচেয়ে দারুণ হবে বিষয়টা 😀 😀

  11. সুমন দি গ্রেট বলেছেনঃ

    বিডিনিউজ২৪.কম সম্ভবত এডিন গ্রুপ (ADN Group) এর ……

  12. শাহরিয়ার বলেছেনঃ

    অসাধারণ কাজ ভাই! :dhisya: :fire:
    আপনার এনার্জিও আছে বটে মা-শা-আল্লাহ। :huzur:
    কিঞ্চিৎ হিংসিত!

  13. ফিনিক্স বলেছেনঃ

    কেন যেন ক্যাটাগরি দেখে ভয় লাগলো। ব্যাপারটা কি এমন যে, বিপরীত মতের মিডিয়াগুলোকেও ইচ্ছাকৃতভাবেই ধীরে ধীরে বন্ধ করে দেয়া হবে? আনুপাতিক সংখ্যাটা ভাবাচ্ছে কিছুটা। :thinking:

    খুব খাটনির কাজ দেখেই বোঝা যাচ্ছে! এইজন্যেই ভালো হয়েছে কাজটা। :beshikhushi:

    • রাইয়্যান বলেছেনঃ

      অনুপাতের হিসাবটা আরেকটু জটিল, এই গ্রাফিকে স্বভাবতই সব প্রতিষ্ঠানকে দেখানো যায়নি, তাই শুধু এটার উপর ভিত্তি করে আনুপাতিক ইন্টুইশন গ্রহণ করা একটু ত্রুটিপূর্ণ হয়ে যাবে। যেমন, আমি আরও দশটা বিএনপি পন্থী মিডিয়ার নাম হাজির করে অনুপাত ব্যলেন্স করার চেষ্টা নিতে পারতাম। এখানে বরং সবচেয়ে পরিচিত কিছু মিডিয়ার মালিকের নাম ও অ্যাফিলিয়েশন যথাসম্ভব সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যাতে মানুষ আরেকটু সচেতনতা প্র্যাকটিস করতে পারে 🙂

  14. অনুজ বলেছেনঃ

    ওয়াও!
    পুরাই কেও মেও চেও পোস্ট!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।