আমি যদি নপুংসক না হতাম, তবে মেয়েটিকে ভালবাসতাম।
এই মেয়েটির চুলগুলো রুক্ষ, আঁচড়াতে ভুলে যায়
চোখদুটোও কেমন একঘেয়ে, ঘোলাটে কালো,
শুধু কেঁদে ফেললে বিশ্রী রকম মায়াবী দেখায়!
আমি যদি নপুংসক না হতাম, তবে মেয়েটিকে ভালবাসতাম।
এই মেয়েটি শাড়িও ঠিকমত পড়তে শেখেনি,
পহেলা বৈশাখে শখ করে পড়েছিল একবার,
হোঁচট খেয়ে পরে গেল, আমি ধরিনি।
শুধু উঠে দাঁড়িয়ে লজ্জামাখা স্বরে যখন বলল- “ব্যাথা পাইনি”,
আমার বুকের ভেতরে তখন মায়া নামক তীব্র ব্যাথা!
আমি যদি নপুংসক না হতাম, তবে মেয়েটিকে ভালবাসতাম।
মেয়েটির মাঢ়ী উঁচু, হাসলে ভাল লাগেনা তাই মুখ টিপে হাসে।
শুধু যেবার ওর জন্মদিনে গুনে গুনে একুশটা গোলাপ কিনে দিয়ে বললাম-
“একুশ বড্ড বেপরোয়া, একুশ অশান্তি, একুশ অভিশাপ”;
শুনে হেসে ফেলেছিল মুখে হাত না চেপেই,
মনের দরজাটা সজোরে চেপে রেখেও আমি ঠেকাতে পারিনি মায়া!
আমি যদি নপুংসক না হতাম, তবে মেয়েটিকে ভালবাসতাম।
বলতাম- তুমি এমন করেই রেখো এলো চুল,আমি আঁচড়ে দেবো।
এমন করেই শাড়ি পোরো, হোঁচট খেতে দেবোনা।
এমন করেই হেসো মুখে হাত না চেপে, আমি দেখবো।
শুধু তোমাকে ভালবাসবার জন্যই আর একবার পৃথিবীতে আসবো,
পূর্ণাঙ্গ মানুষ হয়ে।
ভালো হয়েছে!
কবিতাটি কি আমার ছোট্ট বোনটির নিজের লেখা?
:beshikhushi: :beshikhushi: :beshikhushi:
জ্বি ভাইয়া 😛
দারুন হয়েছে 😀
ধন্যবাদ 😀
চমৎকার 🙂
ধন্যবাদ ভাইয়া 😀
অনেক পছন্দ হয়েছে :love:
শুধু একটু কেমন মন খারাপ হল…… 🙁
:love: 🙁
কবিতাটা ভাল হয়েছে। যথেস্ট মানবিকতার ছোয়া আছে…!
:happy: :beshikhushi:
🙂 😀
আর আমকে চিনেছিস তো… আমি তোর House of Volunteers-এর শেহজাদ আমান ভাইয়া!
জ্বি ভাইয়া!
তন্বী’পু কুপায় দিছেন!
:happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy: :happy:
:happy: :happy:
:O…..eita ami ki porlam………:O….tui etto valo lekhos?….kemne ki..
:happy:
চমৎকার! সুন্দর লিখেছো, আপু! 🙂
এই ব্যাপারগুলো একটু খেয়াল করো:
১. ফন্টগুলো আরেকটু ছোট করে দাও, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং কমাও।
২. কয়েকটা বানান বিভ্রাট আছে, ওগুলো ঠিক করে নাও।
* রুক্ষ → রূক্ষ (রূক্ষ মানে হল অসভ্য, ইতর, অগোছালো ধরণের। আর রুক্ষ মানে সোজাভাবে বলতে গেলে rough.)
* ব্যাথা → ব্যথা
* মাঢ়ী → মাড়ি
* পোরো → পরো
ধন্যবাদ অনুজ। এখনই ঠিক করে দিচ্ছি 🙂
ভালো লেগেছে 🙂