শিরোনামের বিস্তারিত

আমায় দেখে তুমি
বলে দিতে পারো,
অন্তঃপুরিকার লুক্কায়িত ধন কিংবা
আগাছায় মোড়া বনের খবর!

উঁহু!
তাই বলে যে তুমি জ্যোতিষী –
তা ভেবো না!
আমার মর্মই আমি।

একটুখানি ঠাঁই দিলেই,
আমি অধিকারিনী হয়ে উঠি!
যদি আমায় ঠাঁই বুঝে
ঠাঁই দেওয়া হয়!

আমি তো সে-ই কবি!
যাকে ঘিরেই তোমার কবিত্ব ;
যাকে ঘিরে কবি তার কবিতার
কবিত্বের মর্যাদা পায়!

আমি কেবল
একটিমাত্র “শিরোনাম” !

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to শিরোনামের বিস্তারিত

  1. ইকু বলেছেনঃ

    আমি তো সে-ই কবি!
    যাকে ঘিরেই তোমার কবিত্ব ;
    যাকে ঘিরে কবি তার কবিতার
    কবিত্বের মর্যাদা পায়!
    ভালো লাগলো … সুন্দর পরিপাটি লিখা… :love:

  2. অক্ষর বলেছেনঃ

    কাব্য লেখা চলুক। কবিতা খুব একটা বুঝি না (এইটা সব কবিতার পোস্টে আমার কমন লাইন 😛 ) তারপরও ভালোই লেগেছে।

    :clappinghands:

  3. অনুজ বলেছেনঃ

    আমি কবি নই, তবু মাঝে মাঝে কবিতার ছন্দে হারিয়ে যেতে খুব সাধ জাগে।
    মনে হয়, মাঝে মাঝে কবিতার ছন্দ আমায় ছুঁয়েও দিয়ে যায়। ভবিষ্যতের কথা জানি না, তবে সেইসব কবিতার কোন শিরোনাম আজও খুঁজে পায় নি কেউ।

    খুব সুন্দর! :clappinghands:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।