ক্লাস-1 এর যে কবিতাটি থাকা উচিত ছিল ইন্টারমিডিয়েট এর সিলেবাসে. . .

ভোর কিভাবে হয় আমরা কি জানি ?!!

মানব সভ্যতার নতুন দিগন্ত উন্মোচনের জন্য যে মানসিকতা যে সংকল্প আজকের প্রজন্মের থাকা আবশ্যক তা নেই বেশীরভাগ তরুণের । কারণ? ভয়, অজ্ঞতা না অন্যকিছু?

“আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।”

আজকাল ভোর হবার পরেই জাগতে চায় সবাই, অন্যের দেখানো পথে হেঁটেই নিরাপদ জীবনপার করাই অধিকাংশের স্বপ্ন । সূর্য্য ওঠার আগেই যে কাওকে না কাওকে জাগতে হয় সূর্য্য ওঠানোর জন্য সে কথা আমরা ভুলেই গেছি, কিংবা যারা জানি তারা না জানার ভান করে বসে থাকি, আর ভাবি- ‘করুক না অন্য কেউ, আমরা আছি পেছনে’ ।

ভুলব না কেন ?!! কবি ছদ্নবেশে যে আহ্বান দিয়েছেন তরূণদের তা আমরা মুখস্ত করি ক্লাস ওয়ান কিংবা তারও আগে। আর যখন প্রকৃতপক্ষেই ঐ আহ্বানের মর্ম বোঝার সময় হয় ততদিনে সেই কবিতা যাই ভুলে !!

 

 “সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমোও এখন’,
মা বলবেন রেগে।

বলব আমি- ‘আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক’?”

আবার অনেকের ক্ষেত্রে এটাও হয় কিছু পথ যাবার পর নানা আশংকা, অনিশ্চয়তা কিংবা পিছুটানের কারণে ফিরে আসে গতানুগতিক জীবনে, সহজলভ্য সাফল্যের পথে।

তুমি ব্যতিক্রম কিছু করতে যাও দেখবা কতজন বলবে- ‘সব বৃথা চেষ্টা’, ‘ছেলেটা পাগল হয়েছে’, পরামর্শ দেবে- ‘দিবাস্বপ্নে বিভোর হয়োনা’ ।

যারা ভিন্নপথে বড় কিছু করে , মানুষের জীবনকে সহজ করতে, সভ্যতাকে এগিয়ে দিতে জীবন উৎসর্গ করে তারা অসীম সাহস নিয়ে নিশ্চিতভাবেই অনিশ্চিতের পথে হাঁটে; পৃথিবী তাদেরই মনে রাখে।

মা তো বলবেনই আর একটু ঘুমাতে, সন্তানের একটু সুখের জন্যই তার এ চাওয়া, নিশ্চিত একটা জীবনের জন্যই তার এ অনুরোধ। তাই বলে মা’র কথামত যদি সকাল হবার পর ঘুম থেকে উঠব বলে অপেক্ষায় থাকি সেই সকাল আর কোনদিন আসবে না . . .

“আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।”

আমরা তো মা’র জন্যই জাগবো, যেমন করে জেগেছিল ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা । সেদিন যদি মা’র ভালবাসায় সবাই যার যার মা’র আঁচল ধরেই বসে থাকত তবে এই বাংলা মা স্বাধীন হত কি ?!! তাই কখনো কখনো মাকে ভালোবাসার স্বার্থেই তার অবাধ্য হতে হয় ।

জানি যত গুরুত্বপূর্ণই হোক এখন আমার কথায় এই কবিতা ইন্টারমিডিয়েট এর সিলেবাস এ যাবেনা । শুধু অনুরোধ আমরা যেন আর একটিবার পড়ে বোঝার চেষ্টা করি কবিতার মর্মটি . . .

 

আমি হব সকাল বেলার পাখি
– কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।

সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমোও এখন’,
মা বলবেন রেগে।

বলব আমি- ‘আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক’?

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।


হাসান আল বান্না সম্পর্কে

নিজের সম্পর্কে এখনো উল্লেখযোগ্য কিছু জানতে পারিনি। তবে চেষ্টা চলছে জানার। চেষ্টা চলছে সবরকম বিলাসিতার সাথে; কর্মবিলাস, ভ্রান্তিবিলাস, দুঃখবিলাস, স্বপ্নবিলাস . . . https://www.facebook.com/hasan.bmbdu
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to ক্লাস-1 এর যে কবিতাটি থাকা উচিত ছিল ইন্টারমিডিয়েট এর সিলেবাসে. . .

  1. অনুজ বলেছেনঃ

    দারুণ!
    মাঝে মাঝে এই প্রশ্নটা সত্যিই নাড়া দেয় – আমরা যখন যা পড়ছি, তা কতটুকু সময়োপযোগী?

  2. রুহশান আহমেদ বলেছেনঃ

    খুবই সত্য কথা,
    লেখাটি পড়ে কেমন অপরাধ বোধ পেয়ে বসল।

    • হাসান বলেছেনঃ

      মন্তব্যের জন্য কৃতজ্ঞ 😀

      অপরাধ বোধ করবেন না প্লিজ; কারণ-
      ১। আমরা অপরাধের শিকার, আমাদের এখনো কোন দোষ নেই;
      ২। এখনো সময় আছে আমাদের নিজেদের শুধরে নেয়ার, ফলে অপরাধ বোধে বিষণ্ণ হয়ে পড়লে ফাঁকে সেই উদ্দম আবার হারিয়ে যেতে পারে 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।