সাত রঙের একটি টিকেট

-কেমন আছেন?
-মায়া হয় প্রশ্নটির জন্য। সে যাকগে, আপনি কেমন আছেন?
-হয়তো ভালো, হয়তো খারাপ। মাঝামাঝি বলা যায়।
-বেশ।
-অনেকদিন পর, তাই নয়?
-বছর সাতেক।
-সাত! খুব শুভ একটি সংখ্যা আমার জন্য।
-তাহলে আজ সেই সূত্র ব্যর্থ হলো বোধ হয়!
-হয়তো এই সংখ্যাটি আজ তার সফলতার চরম শীর্ষে পৌঁছুবে!
-আতঙ্কিত হলাম হয়তো!
-ভাবি কেমন আছে?
-বনিবনা হলো না ঠিক কেন যেন! আমার পছন্দ লাল টিপ, তার পছন্দ বিলেতি সজ্জা। বছর আড়াই হচ্ছে, ও অস্ট্রেলিয়া চলে গেছে বাবা মায়ের কাছে। ওখান থেকেই ডিভোর্স পেপার পাঠিয়েছিলো।
-আমি দুঃখিত।
-না, না। ঠিক আছে।
তা আপনার সংসারের কি অবস্থা?
-সংসার শব্দটির ব্যবচ্ছেদ করা আর সম্ভব হলো না আমার পক্ষে। একটা প্রাইভেট ফার্মে জব করছি। ওরাই ফ্ল্যাট দিয়েছে। ওখানে থাকছি।
-সে কি! এভাবে ডিপ্রাইভ করে গেলেন কেন?
-সাধ্য নেই, তাই।
-তবুও …..
-আপনার ট্রেন ক’টায়?
-ন’টা ত্রিশ।
-আপনার?
-আটটা পঁয়তাল্লিশ।
-সে কি!! মিস করে গেলেন যে!
-না বোধ হয়!
আমি যে স্টেশনে নামবো, ট্রেনটা সেখানে যাবে না!!
একটি টিকেট দুজনে ভাগ করে নিলে কি সুন্দর দেখায়!!
দেবেন টিকেটটি?

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to সাত রঙের একটি টিকেট

  1. অনুজ বলেছেনঃ

    অবিচ্ছিন্ন শব্দাবলির আনকোরা কিছু বুলির সৌরভকে সম্বল করে যে ঠোঁটগুলো মিথ্যাচারের ওষ্ঠ্যকে ছুড়ে ফেলে দিয়ে ভালোবাসার অভিশাপ থেকে মুক্তির পন্থা অবলম্বন করবে বলে নীতির নিঃশব্দতাকে মাড়িয়ে ডানাবাঁধা নীল পাখির কাছে খোলা চিঠি লিখতে চেয়েছিল যে মিষ্টি ডানা, শামুকের দর্শনের সামনে দাঁড়িয়ে সে প্রথম আলোর ফিনকি দেখতে পায়। :love:
    শিরোনামের বিস্তারিত জানা নেই, শুধু জানি সাত রঙের টিকিটটি খুব দামী! যাই কর না কেন, টিকিটটার যেন কোন অযত্ন না হয়! :love:

    দারুণ! :clappinghands:

    • মিষ্টি ডানা বলেছেনঃ

      এত্তো সুন্দর করে কেউ বলে???

      কোনটি দারুণ? আমি তো দ্বিধান্বিত! তোমার মন্তব্য তো আমার লেখার চাইতেও অনেক বেশিই দারুণ!! 😀

      • অনুজ বলেছেনঃ

        মিষ্টি ডানাওয়ালা পাখিটার হৃদপিণ্ডটা যার কাছে, সেই মানুষটার দ্বিধান্বিত লেখনীটা দারুণ! :love:

        নাহ, তা মনে হয় না। খুব টিপিক্যাল ধরণের মন্তব্য! আমার মত শিশুরা কী আর দারুণ কিছু লিখতে পারে! 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।