A workshop on টিউশনিতে ফাঁকি

যাদের আমার মতো টিউশনিতে যাওয়ার আগে ‘টিউশনিকে’ শুধু ‘শনি’ মনে হয় তাদের জন্য এই workshop.টিউশনি ফাঁকি দেয়ার জন্য আমরা যে পরিমাণ চিন্তা করি সারাদিন অন্য কিছু নিয়ে এই চিন্তা করলে কতো কিছু যে করে ফেলতাম………আফসুস।

আসুন টিউশনি ফাঁকি দেয়ার কিছু উপায় শিখি।এর মধ্যে কয়েকটা তো সেই শের শাহ এর আমল থেকে চলতেসে আর কিছু কিছু বিপদে পড়ে উদ্ভাবিত।

ধরে নিলাম টিউশনি ক্যান্সেল করবেন ফোন করে(সামনে যাবেন আর না পড়ায় চলে আসবেন,সেটা তো আর হবে না)।

১।আমার কালকে একটা পরীক্ষা আছে,তাই আজকে আসতে পারছি না।

২।আমার একটা invitation এ যেতেই হবে ,তাই…………

৩।স্টুডেন্ট যদি ফোন ধরে,

-পড়া শেষ করসো?(যদি করে তাহলে আপনার কপাল খারাপ)

-না,স্যার

-তাহলে আমি এসে কি লাভ?কালকে আসবো……

৪।আমার প্রচন্ড মাথা ব্যাথা(সেই ১৮০০ সাল থেকে এই অযুহাত চলতেসে)

৫।আমার পেটের অবস্থা ভালো না(স্টুডেন্ট আর আপনি যদি একই gender হন তাহলে বলতে পারেন)

৬।আমার প্রচন্ড জ্বর(আস্তে আস্তে বলতে হবে,যেন মনে হয় আপনি দূর্বল)

৭।আগের দিন জ্বর বলে কাটালে পরের দিনও বলতে পারেন জ্বর ভালো হয় নাই,ডাক্তার রেস্ট এ থাকতে বলসে………

৮।আমার অনেক ঠান্ডা লাগসে,কথা বলতে পারছি না,তাই………(গলার আওয়াজ ফাটা বাশের মতো করে বলতে হবে)

৯।আমি রাস্তায়,প্রচন্ড জ্যামে পরসি,তাই আজকে মনে হয় আর পৌছাতে পারবো না(দরকার হলে sound effect এর জন্য বাসা থেকে বের হয়ে গলির মাথায় গিয়ে দাড়ান)

১০।বাইরে অনেক বৃষ্টি,আমি বাসা থেকে বের হতে পারছি না(বর্ষার সময় ছাড়া বলে লাভ নাই)

১১।আমার ভার্সিটির teacher আমাকে দেখা করতে বলসে তাই আমি আজকে আসতে পারছি না………

১২।আমি একটু ঢাকার বাইরে আসছি তো…………(রাস্তায় আপনার সাথে দেখা হলে কিন্তু আমার কোনো দোষ নাই)

১৩।আসতে নিয়া ম্যানহোলে পড়ে গেসি(১০০% গ্যারান্টি guardian সেধে সেধে বলবে,বাবা তুমি তাহলে কালকে আইসো )

১৪।আমার এক আত্নীয় অসুস্থ,তারে দেখতে হাসপাতালে আসছি,সুতরাং…………

১৫।স্টুডেন্টকে বলা যায়,”তোমার না কালকে পরীক্ষা? আমি তো সব পড়িয়ে ফেলসি,তুমি আজকে রিভিশন দাও।আমি এসে তোমার সময় নষ্ট না করি”(only for the exam period)

অনেকগুলা বলে ফেলসি,আগে এগুলা আগে কাজে লাগান তারপর upgrade করা যাবে।

তবে নিয়মিত ফাঁকি দিলে কিন্তু আপনাকে ফোন দিয়ে guardian একদিন বলবে,”বাবা,ওকে তো coaching এ দিয়ে দিচ্ছি,তোমার সাথে আবার পরে যোগাযোগ করবো।” কিন্তু এক সপ্তাহ পর আপনার ফ্রেন্ডরে দেখবেন সেই স্টুডেন্ট পড়াচ্ছে।

তাই,বুইঝা শুইনা…………

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

20 Responses to A workshop on টিউশনিতে ফাঁকি

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    =))
    :babymonkey: পুষ্ট!
    ইংলিশ শব্দ কিছু বাদ দিলে আরেকটু ভালো হয় মনে হয়।

    দেশের পুলাপান বদ হয়া গেলু! :haturi:
    :p

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      পরবর্তী পোস্ট এর সময় মন রাখবো ইংরেজী শব্দ কম দেবার ব্যপারটা……

      পুলাপান সবসময়ই বদ। আমি খালি স্বীকার করি :p

  2. ফিনিক্স বলেছেনঃ

    ইরাম পোষ্ট দিয়া পুলাপাইনের আর মাথা খাওয়ার কোন মানে হয় না। :haturi:
    ছোটবেলায় পড়তাম, শিক্ষক হল গুরু। আজকালের যুগে গুরুর যদি এই হাল হয়, তাহলে শিষ্যরা যে কি হবে বলাই বাহুল্য। :nono:

  3. shishirkona বলেছেনঃ

    গুল্লি-ধামাকা পোস্ট…. :dhisya:

  4. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    হাহাহা হিহিহি =)) =))

  5. নীল-দর্পণ বলেছেনঃ

    amito pai e na faki dubo kivabe 🙁

  6. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    নিপু আমি পরাতেই পারি না 🙁 টিচারদের যেমন ভয় পেতাম স্টুডেন্ট দের ও ভয় পাই 🙁

  7. অদিতি বলেছেনঃ

    দারুণ মজার পোস্ট।

  8. নিলয় বলেছেনঃ

    হাহাহা :happy: মারাত্মক সব টিপস :yahooo:

  9. জুবায়েদ বলেছেনঃ

    মুখস্থ কইরা লই, ভবিষ্যতে কামে লাগতে পারে!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।