লিখতে ইচ্ছে ছিল অনেক দিন থেকেই কিন্তু লিখার সাহস পাচ্ছ
না……….হয়ত আমার দুর্বল চিত্তের মন আমাকে প্রেরনা দিচ্ছে
না………..কিন্তু লিখতে যখন বসেছি তখন আজকে পন করেছি যে যেভাবেই হোক
আমাকে লিখতেই হবে…..
আমার শিশুকালটা ছিল অনেকটাই নিয়ম এর গন্ডি তে সী্মাবদ্ধ…..এটা করা
যাবে না ওটা করা যাবে না…..এই ধরনের…..বাসায়ই আম্মু ক্লাস ওয়ান এর
পড়া পড়িয়ে ফেলেছিলেন……তাই স্কুল এ যখন ভর্তী হতে গিয়েছিলাম মনে আছে
তখন আব্বু নিয়ে গিয়েছিলেন। এখানে বলে রাখা ভাল যে আমি পড়েছি মফস্বলের
এক স্কুলে। তো প্রথম ক্লাস নতুন জায়গা সবকিছুই ভাল লাগছিল……..কিন্তু
এই নতুন জায়গায় এসে ভুল করে ফেললাম আমি …..স্যার এর কাছ থেকে অনুমতি
নিয়ে বাথরুমে গিয়ে ফিরে আসার সময় আমি ক্লাস ভুল করে অন্য এক ক্লাস এ
ঢুকে পরলাম। এদিকে আমার আব্বু তো স্যার কে বলে গেছেন যেন আমাকে দেখে
রাখেন আর অন্য দিকে আমি বড় দের ক্লাস এ ঢুকে বসে আছি তখন কিছু বড় ভাই
ছিল। (হয়ত ওটা ক্লাস ফো্র হবে) তারা আমার নাম জিজ্ঞেস করেছিল। আর কি কি
জিজ্ঞেস করেছিল আমার কিছুই মনে নেই আমি তো উনাদের বই দেখে ভাবছিলাম যে
আম্মু আমাকে যে বই বাসায় পড়িয়েছে সে বই হয়ত স্কুল এ ভর্তীর জন্য
লাগে। আর এখন এই বই হলে আবার ভাল করে পরতে হবে অন্য দিকে স্যার আমাকে
সারা স্কুল এ খুজে পান না। খুজতে খুজতে তিনি আমাকে শেষ পর্যন্ত
পেয়েছিলেন তাও এক ঘন্টা পর………।।
এরকম আর একদিন এর ঘটনা প্রথম দিন যে স্যার এর ক্লাস থেকে গায়েব হয়ে
গিয়ে ছিলাম ………উনি ছুটির পর এসে বললেন যে চল বাজারে যাই নাস্তা খেয়ে
আসি……।।তো স্যার এর কথা মত……স্যার এর সাথে চললাম কিন্তু এদিকে
আমার আব্বু স্কুল এ এসে আমাকে নিয়ে যাবার জন্য বসে রয়েছেন র আমার এদিকে
কোনো খেয়াল ই ছিল না।।স্যার এর সাথে বাজারে ঘুরে ফিরে যখন স্কুল এ ফিরে
আসি তখন তিনি দেখি রাগি চেহারায় আমার জন্য অপেক্ষা করছেন……।ওইদিন
বাসায় ভালই পিটুনি খেয়েছিলাম…………..
এই হল আমার ক্লাস ওয়ান এর সামান্য ঘটনা কারন আমি মাত্র ৭ দিন ক্লাস করেছিলাম
আর একবার এর ঘটনা।
তখন আমি খুব সম্ভব ক্লাস ফো্র এ পড়ি। তখন ইত্যাদিতে এক পর্বতে এরকম একটা
অংশ দেখিয়ে ছিলো বাংলা সিনেমার অনুকরনে- নায়ক বলছে- ” ঘরের তালা ভাঙব
তোমায় আমি আনব………….তো্মার ভাই এর চামড়া তুলে নাব আমরা……..”এই লাইন তা
তখন আমার মনে খুব ধরে ধরেছিল। তো বাচ্চা কালের একটা বাচ্চামি সবার এ থাকে
যে স্কুল এ কোন ছেলের সাথে কোন মেয়ের জোড়া তৈরি করা যায় তো একদিন
ক্লাসে বসে এরকম কোন একভাবেই হয়তো বলে ফেলেছিলাম । আর যায় কথায় সবাই
পাইসে নতুন এক সুত্র। ক্লাস এ বসে আমাকে খেপানোর জন্যই হয়ত সারাদিন এই
লাইন তা বলত……তবে একটু পরিমার্জিতো করে বলা শুরু করল…। “ঘরের তালা
ভাঙব ***** (নাম টা আর বলতে চাই না) তোমায় আমি আনব……তোমার বাপের চামড়া,
তুলে নেব আমরা (যেহেতু তার কোনো ভাই ছিল না!!)তখন চিন্তা করতাম যে হানিফ
সংকেত আর লাইন পাইল না……দুনিয়ার এত থাকতে…………।আফসুস্!!!!!!!
সারাদিন হয়তো থাকবো না তবে মাঝে মাঝে চিল্লাচিল্লি করা দরকার ,নাহলে লাইফ বোরিং তাই চলে এলাম এখানে
:welcome: ছাক্কূ :happy:
দোস্ত ইমো আহে না ক্যান???
তুই তো দেখি এখন সব জায়গায় নীরব 🙁
চালায়া যা দোস্ত।
দোস্ত সাথে থাকিস 🙂
বাচ্চাকালের ঘটনাগুলো মনে পরলে এখন হাসি আটকে রাখা যায় না। 😀
সরবে স্বাগতম। :welcome:
হুম ঠিক ।
ধন্যবাদ স্বপ্ন বিলাস ।
ছোট বেলার কষ্ট বা মজার ঘটনা গুলো দিন গেলে এক সময় সবার কাছেই অন্যরকম হয়ে যায়। 🙂 :welcome:
হুম ঠিক বলেছ আপ্পি 🙂
কেমন আছ ??
সরবে স্বাগতম! :welcome:
তবে আমি তীব্র প্রতিবাদ জানাই, শিক্ষকের দোষে পিটুনি খাওয়ার ঘটনাকে! পিটুনির কিছু অংশ শিক্ষকেরও প্রাপ্য ছিলো! 😛
ধন্যবাদ ।
তবে ওই স্যার আমার অনেক প্রিয় ছিল ,স্যার কে পিটুনি দেবার প্রশ্নই আসে না । আমার আইডল ছিলেন উনি ।
😀 😀
স্বাগতম, বুখে আয় বাভুল 😛 :welcome:
:D:D:D
বুখে ই তো আইতে চাইলাম বস ।
:welcome:
ধইন্না পাতা লন 🙂
:welcome:
ধন্যবাদ ।
পোষ্ট কেউ পড়ে নাই কেন ? 🙁
কিতা খবর ?? আইচ্চোনি ?
:welcome:
ওয় ওঁয় ;);)
তুমার কিতা খবর উবর হগলতা ভালা নি কিতা ?
😀
:welcome:
অনেক ধন্যবাদ ভাই ।
এতু ছুড্ডূ থাকতেই প্যাম-পিড়িতি বুইজ্ঝা ফেলাইচিলেন ??? আম্নে তো মিয়া লুক সুবিধার না বেশী !!!! ;D ;D
ইভান বাইয়া, ঈদ মোপারক 😛 😛 :welcome:
ধইন্না পাতা ল ছুডু ভাই। 😛 😛
:welcome:
নিয়মিত পাবার আশায়।
আপনাকে ব্যাপক ধনে পাতা :penguindance:
:welcome:
:babymonkey: :babymonkey: