পাই,তুমি এত সুন্দর!!

আজ কিছু একটা,আজ ১৪ই মার্চ।এভাবে বললে মাহাত্ম্য টা বোধহয় বোধগম্য হওয়ার কোন যৌক্তিকতা থাকেনা, তাই না?না ১৪ মার্চ মহানকিছু হয়ে যায়নি, কোন বিখ্যাত ঘটনা ঘটেনি।

তবে???

আজকের দিনটা না পৃথিবীর অন্যতম সুন্দর একটা জিনিসের জন্যে উৎসর্গ করা হয়েছে।

আজ পাই দিবস!!!

π

কেন জানেন তো? একটু ভেবে নেবেন, আমি বলে দিচ্ছি আজ 14thof MARCH

প্রথমেই বলে নেই আমি পাই সম্পর্কে ৩.১৪১৫৯ ছাড়া আর কিছুই জানি না। তবে একটা খেলা জানি। শেয়ার করতেই পারি, তাই না? তবে বলে রাখি, অনেকেই কেন সবাই-ই খেলাটা জানতে পারেন। শুরু করি তাহলে? চলুন…

একটু কষ্ট দিয়ে শুরু করি? π আমাদের এতো উপকার করল,তাঁর জন্যে এটুকু করতেই পারি। খাতা আর কলম নিন। এখন বৃত্তাকারে বা চক্রাকারে A-Z  পর্যন্ত অক্ষরগুলো লিখে ফেলুন। অর্থাৎ, Z-এর পরে যেন A পাওয়া যায় সেভাবে। বুঝেছেন তো? অথবা একটা বৃত্ত এঁকেনিন। একটা পয়েন্ট থেকে A শুরু করে এন্টি-ক্লকওয়াইজ(ঘড়ির কাঁটার বিপরীতদিকে) লিখে Z শেষ করুন A এর ঠিক আগে।শেষ???

ওকে।এবার, যে অক্ষরগুলো আয়নার সামনে ধরলে একই রকম থাকে উদাহরণস্বরূপ, ‘A’ ,‘H’,‘I’ ইত্যাদি, সেগুলোকে কেটে দিন।

কাঁটতে ভুল হলে কিন্তু সর্বনাশ 😐 । তাই সাবধান।

এবার আমাদের কাজ শুরু (এতক্ষণও কাজ হইসে কিন্তু)। এবার দুটি কাটা অক্ষরের মাঝে যে কয়টি অক্ষর তাদের সংখ্যা পাশে লিখে ফেলুন। এভাবে প্রতি দুটি কাটা অক্ষরের মাঝে অক্ষত অক্ষরের সংখ্যা লিখে ফেলুন। যেমন, A আর H এর মাঝে পাবেন ৬,  I আর M এর মাঝে পাবেন ৩, এভাবে লেখা শেষ হয়ে গেল। কাজ শেষ।

তারপর?এবার কি?কিছুই তো হল না :haturi: ।

তাই কি? ৩ থেকে যে সংখ্যাগুলো লিখেছেন সেগুলো এন্টি-ক্লকওয়াইজ(ঘড়ির কাঁটার বিপরীত দিকে) পড়ুন তো! কিছু বোঝা যায়? শুধু তিন এর পর একটা দশমিক দরকার। তাই না?

এটা আমি শুনি আমার এক বন্ধুর কাছ থেকে। ভাবুন তো, পাই কত সুন্দর! আহা! দেখলেই চোখ জুড়িয়ে যায়, তাই না?

শেষই তো হয় না, দেখে খালি হিজিবিজি লাগে! হা হা হা। নাহ,পাই আসলে অনেক সুন্দর!!!

পুরো খেলাটা এখানে বর্ণনা করা আছে  🙂 🙂

https://www.youtube.com/watch?v=DG990Q0JoQw&list=UUFWI4rQbMLHXBeBm_Akt2vA

তালপাতার সেনাপতি সম্পর্কে

কেউ ভাবে মানুষ, কেউ হয়তো অমানুষ, কেউ ভেবে বুঝেছে আমি অহঙ্কারী, কেউ ভেবে বের করেছে নিজেকে অনেক বেশি হাসিল করার চেষ্টা করতে আমি পারদর্শী, কারো কাছে হয়তো আমি খুব স্বাভাবিক, কারো কাছে পাগল, অস্বাভাবিকত্বের কমতি নেই এমন ভাবতেও অনেকে দ্বিধা করেনা। এত কিছুর লব্ধি বের করে কখনো ভেবে দেখা হয়নি আমি আসলে কি, কেমন। শুধু এইটুকু জানি, আমি আমি। আমি আর কেউ নই। শুধুই আমি.........আর এই আমি হয়েই বিদায় নিতে চাই
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to পাই,তুমি এত সুন্দর!!

  1. অক্ষর বলেছেনঃ

    আহা পাই ! :huzur:

  2. লিলিপুট বলেছেনঃ

    একটা স্ন্যাপশট দিলে মন্দ হত না, পাইকে দেখে চক্ষু জুড়াত

  3. তরঙ্গ বলেছেনঃ

    :happy: মজা পাইছি। ধন্যবাদ

  4. তালপাতার সেনাপতি বলেছেনঃ

    পুরো খেলাটা এখানে বর্ণনা করা আছে

    https://www.youtube.com/watch?v=DG990Q0JoQw&list=UUFWI4rQbMLHXBeBm_Akt2vA

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।