সলজ্জ এক চুমুর স্বাদ মিশে গেছে
বারোয়ারি চায়ের কাপে
মিশে গেছে দুধ-চিনি-চা পাতার রসে ঘামের সাথে
মিশে গেছে তার সাথে দীর্ঘ স্বপ্ন কোনো।
ভদ্রতার চিহ্নের মতো অভ্যাসে তলানিতে খানিক চা রেখে
ফিরে আসতেই পুরনো মায়ায়
জড়িত চোখে পেছনে তাকালাম-
এরকম আরেকটি নিবিড় স্বপ্ন বুনে নেয়া যায় যখন-তখন
কী এমন দাম তার!
তবু হায় কী নেশায় দিশেহারা উদ্ভ্রান্ত দলছুট
শেষটায় ফের চেয়েছি পেছনে,
অভ্যস্ত দ্রুততায় চায়ের কাপটি ধুয়ে নিলেন যিনি
খেয়ালে কি তার ধরা পড়েছে সন্তর্পণে সঁপে দেয়া স্বপ্ন
আধ খাওয়া রুটির টুকরো কিংবা আধ পোড়া সিগারেটের মতো
অনীহায় বাধ্য হয়ে ফেলে দেয়া বড়ো স্বাদের আধপূর্ণ বিস্বাদ স্বপ্ন এক?
এই তো সেদিনও এ স্বপ্ন পূর্ণ হবে কি হবে না ভেবে ভেবে অনিদ্রায়
যাপিত সারি সারি রাত দীর্ঘশ্বাসে ভারি হয়েছে।
স্বপ্নবিহীন জীবন নিয়ে ব্যস্ততায় ছুটে চলায়
কখনো রিকশায় একা একা
অভিশপ্ত স্মৃতিকাতর যানজটে চকিতে মনে পড়া-
কারো হাত ঠিক এই ভাবে বসেই আঁকড়ে ধরেছিলাম
শেষ বিদায় কালে অনুভূতির টানাপোড়েনে।
-
আর্কাইভ
- জুন 2023
- মে 2023
- এপ্রিল 2018
- নভেম্বর 2017
- অক্টোবর 2017
- সেপ্টেম্বর 2017
- মার্চ 2017
- ফেব্রুয়ারী 2017
- জানুয়ারী 2017
- নভেম্বর 2016
- অক্টোবর 2016
- সেপ্টেম্বর 2016
- আগস্ট 2016
- জুলাই 2016
- জুন 2016
- মে 2016
- এপ্রিল 2016
- মার্চ 2016
- ফেব্রুয়ারী 2016
- জানুয়ারী 2016
- ডিসেম্বর 2015
- নভেম্বর 2015
- অক্টোবর 2015
- সেপ্টেম্বর 2015
- আগস্ট 2015
- জুলাই 2015
- জুন 2015
- মে 2015
- এপ্রিল 2015
- মার্চ 2015
- ফেব্রুয়ারী 2015
- জানুয়ারী 2015
- ডিসেম্বর 2014
- নভেম্বর 2014
- অক্টোবর 2014
- সেপ্টেম্বর 2014
- আগস্ট 2014
- জুলাই 2014
- জুন 2014
- মে 2014
- এপ্রিল 2014
- মার্চ 2014
- ফেব্রুয়ারী 2014
- জানুয়ারী 2014
- ডিসেম্বর 2013
- নভেম্বর 2013
- অক্টোবর 2013
- সেপ্টেম্বর 2013
- আগস্ট 2013
- জুলাই 2013
- জুন 2013
- মে 2013
- এপ্রিল 2013
- মার্চ 2013
- ফেব্রুয়ারী 2013
- জানুয়ারী 2013
- ডিসেম্বর 2012
- নভেম্বর 2012
- অক্টোবর 2012
- সেপ্টেম্বর 2012
- আগস্ট 2012
- জুলাই 2012
- জুন 2012
- মে 2012
- এপ্রিল 2012
- মার্চ 2012
- ফেব্রুয়ারী 2012
- জানুয়ারী 2012
- ডিসেম্বর 2011
- নভেম্বর 2011
- অক্টোবর 2011
- সেপ্টেম্বর 2011
- আগস্ট 2011
- জুলাই 2011
-
সদর দরজা
এই রাত বিরাতে চায়ের কথা মনে করায় দিলা? এখন চা বানাবে কে?? 🙁
আপনি চা বানাতে পারেন না, ভাইয়া? 😛
আমি তো পারিই কিন্তু ঐ মুহূর্তে এত কষ্ট তো করতে পারতাম না 😛
😛
সুন্দর…… সুন্দর ……সুন্দর … সুন্দর হয়েছে 🙂 ভালো লাগলো :love:
ধন্যবাদ 🙂
শেষ বিদায় কালে অনুভূতির টানাপোড়েনে
ভাল লাগলো 🙂
ধন্যবাদ ভাইয়া 🙂
ভালো লিখা 🙂
ধন্যবাদ আপু 🙂
চমৎকারভাবে সুন্দর!! 🙂
অনেক ধন্যবাদ 🙂
ভালো লিখেছিলে