অনুভূতির টানাপোড়েন

সলজ্জ এক চুমুর স্বাদ মিশে গেছে
বারোয়ারি চায়ের কাপে
মিশে গেছে দুধ-চিনি-চা পাতার রসে ঘামের সাথে
মিশে গেছে তার সাথে দীর্ঘ স্বপ্ন কোনো।
ভদ্রতার চিহ্নের মতো অভ্যাসে তলানিতে খানিক চা রেখে
ফিরে আসতেই পুরনো মায়ায়
জড়িত চোখে পেছনে তাকালাম-
এরকম আরেকটি নিবিড় স্বপ্ন বুনে নেয়া যায় যখন-তখন
কী এমন দাম তার!
তবু হায় কী নেশায় দিশেহারা উদ্ভ্রান্ত দলছুট
শেষটায় ফের চেয়েছি পেছনে,
অভ্যস্ত দ্রুততায় চায়ের কাপটি ধুয়ে নিলেন যিনি
খেয়ালে কি তার ধরা পড়েছে সন্তর্পণে সঁপে দেয়া স্বপ্ন
আধ খাওয়া রুটির টুকরো কিংবা আধ পোড়া সিগারেটের মতো
অনীহায় বাধ্য হয়ে ফেলে দেয়া বড়ো স্বাদের আধপূর্ণ বিস্বাদ স্বপ্ন এক?
এই তো সেদিনও এ স্বপ্ন পূর্ণ হবে কি হবে না ভেবে ভেবে অনিদ্রায়
যাপিত সারি সারি রাত দীর্ঘশ্বাসে ভারি হয়েছে।
স্বপ্নবিহীন জীবন নিয়ে ব্যস্ততায় ছুটে চলায়
কখনো রিকশায় একা একা
অভিশপ্ত স্মৃতিকাতর যানজটে চকিতে মনে পড়া-
কারো হাত ঠিক এই ভাবে বসেই আঁকড়ে ধরেছিলাম
শেষ বিদায় কালে অনুভূতির টানাপোড়েনে।

ফারাহ্‌ মাহমুদ সম্পর্কে

অবিদিত, জানো কি? বুকের মধ্যে জল তরঙ্গ নিয়ে মানুষ হয়ে জন্ম নেয়া পাপ! অবিদিত, জানো কি? অনুরাগ এক প্রকার সুখকর বিভ্রান্তি..
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

13 Responses to অনুভূতির টানাপোড়েন

  1. অক্ষর বলেছেনঃ

    এই রাত বিরাতে চায়ের কথা মনে করায় দিলা? এখন চা বানাবে কে?? 🙁

  2. ইকু বলেছেনঃ

    সুন্দর…… সুন্দর ……সুন্দর … সুন্দর হয়েছে 🙂 ভালো লাগলো :love:

  3. তুসিন বলেছেনঃ

    শেষ বিদায় কালে অনুভূতির টানাপোড়েনে

    ভাল লাগলো 🙂

  4. শারমিন বলেছেনঃ

    ভালো লিখা 🙂

  5. মিষ্টি ডানা বলেছেনঃ

    চমৎকারভাবে সুন্দর!! 🙂

  6. piash বলেছেনঃ

    ভালো লিখেছিলে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।