চৌচালার বায়না

তুমি হবে আমার ইচ্ছেলাটাই?
আমি ইচ্ছেরাণীর ঘুড়ি হবো!
তুমি হবে আমার পাখিটা?
আমি ডানা হয়ে জড়িয়ে নেব!
তুমি সাজবে আমার স্বাধীনতায়?
আমি তোমার স্পর্শে স্নান করবো!
তুমি হবে আমার একটি আয়না?
আমি তোমার সুমুখে,
নেত্রজোড়ার নোনতাধারার
স্রোত খেলাবো!
তুমি হবে আমার গণিতশিষ্য?
তোমায় দুইকে জুড়ে এক শেখাবো!
তুমি জড়াবে আমার আবদারে?
আমি বায়না ধরে আয়না চাইবো!
তুমি হবে আমার চশমা?
আমি তোমায় দিয়ে তোমায় দেখবো!

তুমি দেবে আমায় টুকরোটি রজনীগন্ধা?
আমি প্রাণ ভরে শ্বাস নেব;
তবু আর ইউক্যালিপটাস না!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to চৌচালার বায়না

  1. অক্ষর বলেছেনঃ

    মিষ্টি ডানার গল্প পড়তে চাই। কবিতা লেখালিখি চলুক।

  2. সামিরা বলেছেনঃ

    মিষ্টি ডানার গল্প পড়তে চাই। কবিতা লেখালিখি চলুক।

  3. মিষ্টি ডানা বলেছেনঃ

    ক্ষুদ্র মানুষ,গল্প লেখার যোগান “কল্পনা” বলতে গেলে নেই ই! :p
    তবে কিছু চরিত্র মাথায় ঘুরছে। ক্রোনোলজিক্যালি লেখার চেষ্টা করবো ভাগে ভাগে। ☺️

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।