পাখির ডানা

আজ রিমার মন খারাপ। ছাদে চলে আসছে সে। আজই তার শেষ দিন। ১২ তলা বিল্ডিং এর উপরে। ছাদের কেনারে দাঁড়িয়ে রয়েছে। যে কোন সময় লাফ দিবে এখান থেকে।

কারন হচ্ছে আজ শিমুল আসে নি। সে আসবে বলছিল। আসে নি, তার উপর মোবাইল বন্ধ করে রাখছে।

১৩ থেকে ১৪ বছর বয়স। রাগ কন্ট্রোল করা যায় না। যে কোন ডিসিশনই কোন চিন্তা ছাড়াই নিয়ে ফেলে।

আমার মনে আছে। আমিও এমন কিছু করেছিলাম। ছোট্ট একটা বকা দিয়েছিল আমাকে। কেন বকা দিয়েছিল আমাকে, আমি আর বাড়ি থাকবো না। ঘর থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাটতে ২০ কিলোমিটার দূরে চলে গেছি। যেখান দিয়ে অনেক দূরে যাওয়া যায়, এমন রাস্তা ধরে।  সকালে বের হয়েছি। হাঁটতে হাঁটতে পা ব্যাথা। আর হাঁটতে পারছি না। পেটের ভেতর অনেক খিদা। সব কিছু খেয়ে ফেলতে পারব এমন খিদা। মায়ের কথা মনে পড়ল। কি আর করা, রাগ কমে গেলো। আস্তে আস্তে বাড়ি ফিরে আসলাম। পথে নলকূপ থেকে পানি খেয়েই থাকতে হয়েছিল।

রাগ বেশি হলে যা হয় আরকি। রিমির ও তেমনি কিছু হয়েছে। আবেগ বেশি বলে কথা। ১২ তলার উপর দাঁড়িয়ে চিন্তা করছে, লাফ দিবে?

অবশ্যই দেওয়া উচিত। তাহলে শিমুল দারুণ শিক্ষা পাবে। আর জীবনেও এমন করবে না। মোবাইল বন্ধ রাখবে না। কিন্তু লাফ দিলে তো সে ছিঁড়ে যাবে। মাথা ফেটে যাবে। রক্ত ঝরবে। তার আবার রক্ত দেখলে দারুণ ভয় লাগে।

১২ তলার উপর থেকে সূর্য মামা দেখা যায়। সে পশ্চিম দিকের ছাদে দাঁড়িয়ে আছে। সূর্য মামাকে দারুণ লাগে। লাল। টকটকে লাল। পুরো পশ্চিম আকাশ লাল হয়ে আছে। অনেক গুলো পাখি উড়ে যাচ্ছে। অনেক সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য আগে তার চোখে পড়ে নি। প্রতিদিনই দেখত। তবে আজকের মত সুন্দর লাগেনি কখনো।

রিমির অনেক দিনের ইচ্ছে সে পাখি হবে। পাখি হয়ে উড়ে যাবে। অনেক দূর পর্যন্ত। এখন যদি যে এখান থেকে লাফ দেয়, সে আর কখনো পাখি হতে পারবে না।

তাই সে  অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিল সে লাফ দিবে না। আগামীকাল দেখা হলে শিমুলকে ইচ্ছে মত বকে দিবে। যেন এমন আর কক্ষনো না হয়।

তার রাগ গুলো ঐ পাখি গুলোর সাথে উড়ে চলে গেছে। অনেক দূর হারিয়ে গেছে। ১৩ – ১৪ বছরের সবার রাগ এমন পাখি হয়ে উড়ে যাক। জীবন মেলুক নতুন ডানা।

জাকির হোসাইন সম্পর্কে

একজন প্রোগ্রামার। লিখতে প্রচন্ড ভালোবাসি। দুটোই। কোড এবং গল্প বা ফিকশন। পেশা হিসেবে একজন ফ্রীল্যান্সার। প্রযুক্তি নিয়ে লেখা গুলো পাওয়া যাবে আমার টেক ডায়েরীতে
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to পাখির ডানা

  1. অক্ষর বলেছেনঃ

    ১৩-১৪ বছরের প্রেম ! 😛 আসলে এই বয়সটা খুব খারাপ। “ফটিক” গল্প পড়েই প্রথম বুঝেছিলাম এই ১৩-১৪ বছরের ছেলে-মেয়েগুলা না পারে ছোট কারো সাথে মিশতে আবার না পারে বড় কারো সাথে কথা বলতে। বয়ঃসন্ধিকালীন সমস্যা তো আছেই। আর তখন আবার নতুন নতুন প্রেম করতে মনে চায়, অনেকে আবার ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। অভিভাবকের আসলে এটা বোঝা উচিৎ।

    গল্প না, ভাবনা হিসেবেই পড়লাম।

    • জাকির হোসাইন বলেছেনঃ

      যদি পারতাম, ঐ বয়সে ফিরতে যেতাম। আহ! কত কিছুই না করে কত্ত বড় হয়ে গেছি। এটা ঠিক না, একটুও ঠিক না। এত দ্রুত বড় হয়ে যাওয়া অন্যায়। 🙁

      অনেক ধন্যবাদ পড়ার জন্য 🙂

  2. তরঙ্গ বলেছেনঃ

    হুম্‌.. ১৩-১৪ বছর বয়সটা একটা ক্রিটিকাল সময়। তখন মানুষের অনুভুতি গুলো থাকে একদম তুঙ্গে। সবকিছুতেই আবেগের মাখামাখি। বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনুভুতি গুলো বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে আস্তে আস্তে ভোঁতা হয়ে যায়। অনেক কিছু মন থেকে অনুভব করতে চাইলেও আগের মতো সেই অনুভুতি আর আসে না। আমারো মাঝে মাঝে ঐ বয়সে ফিরে যেতে অনেক ইচ্ছা করে… 🙁

    গল্পটা পড়ে কিছুটা হলেও নষ্টালজিক হয়ে গেছিলাম.. অবশ্য প্রথম অংশ মনে হচ্ছিলো শার্লকের সেকেন্ড সিজনের থার্ড এপিসোডের শেষ দৃশ্য দেখতেছি.. :p

    • জাকির হোসাইন বলেছেনঃ

      wow! শার্লক দেখি পুরা মুখস্ত। শার্লক ভক্ত দেখে ভালো লাগছে 🙂

      টাইম মেশিন আবিষ্কার করতেই হবে। তা না হলে কোন উপায় দেখছি না। আমি ফিরে যেতে চাই … এমন একটি গান মনে পড়ে গেলো 🙂

  3. তুসিন বলেছেনঃ

    তাই সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিল সে লাফ দিবে না। আগামীকাল দেখা হলে শিমুলকে ইচ্ছে মত বকে দিবে। যেন এমন আর কক্ষনো না হয়। 🙂

    সবাই যদি এমন করে সমস্যাগুলোর সমাধারন করতে পারত দ্রুত তাহলে মত ভাল হত।
    ভাল লাগল গল্পটি।

  4. মাধবীলতা বলেছেনঃ

    “১৩ – ১৪ বছরের সবার রাগ এমন পাখি হয়ে উড়ে যাক। জীবন মেলুক নতুন ডানা।” শুধু ১৩-১৪ না, সব বয়সের মানুষের রাগ উড়ে যাক, জীবনের মূল্য বুঝুক সবাই।

    ধন্যবাদ ইতিবাচক গল্পের জন্য ভাইয়া। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।