আমি কি সুখি??

আমরা খুবই সাধারন মানুষ। আর সাধারন বলেই হয়ত আমাদের মনে আফসোস, দুঃখ , হতাশা বেশি। আজ অনেক বন্ধুদের দেখি (বিশেষত মেয়েদের) জীবন নিয়ে অভিযোগের শেষ নাই। পহেলা বৈশাখে নতুন শাড়ি পাই নাই, অথবা দরজি নতুন জামা খারাপ বানিয়েছে। ভালবাসার মানুষের সাথে রাগারাগি, পরিবারে সমস্যা এমন আর কত কি! আজ তাই সেই আপুদের জন্য এই লেখা। কাউকে বিশাল কোন উপদেশ দেয়ার জন্য নয়, শুধু এজন্য যে একবার এক মুহূর্তের জন্য চিন্তা করবেন।

জার্মানির এক রাজ্যের রাজধানি Düsseldorf। খুবই পরিচিত এবং  পুরাতন একটি নগরী। এখানে প্রধান রেলজাংশান এর সামনে দিয়ে যেতেই আপনার চোখে পরবে একটি দালান। নাম্বার দেয়া রুম। এটি একটি রেড আলার্ট এরিয়া। বিভিন্ন রুম এ বিভিন্ন দেশের কত মেয়ে থাকে আমি জানি না। ওদের প্রায় দেখা যায় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে। এখানে বলে রাখি, জার্মানি বলে যে এখানে এই হতভাগীদের জীবন অন্যরকম তা কেউ ভাববেন না। ওরাও এখানে মাফিয়ার পাল্লায় পরে আসে, কারো পরিবার এতই গরিব যে টাকার জন্য এসব মেয়েদের বেচে দেয়। এদের কোন জীবন নাই। এই একটি নাম্বার দেয়া রুমে এদের জীবন কাটে। দিন নাই, রাত নাই, ইচ্ছা নাই, ওদের খদ্দের নিয়ে যেতে হয়। এদের নাম নেই, নাম্বার দিয়ে পরিচয়। কিছু মেয়ে প্রায় এই এক টুকরা জানালায় বসে থাকে। কতখানি দুঃখ, কতখানি অপমান, কতখানি অভিমান ওদের চোখে তা না দেখলে বিশ্বাস করা সম্ভব না। মাঝে মাঝে কিছু মেয়ে কে কাঁদতে দেখি। চোখের পানি যে রক্তের মত তা এদের দেখলে বোঝা যায়। বুক থেকে আপনা আপনি দীর্ঘশ্বাস বের হয়ে যায়। কিছু মেয়ে এই জানালা দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে থাকে। এদের জীবন এই একটি নাম্বার দিয়েই শেষ হয়ে যায়। আমরা কেউ খবর ও রাখিনা।

আমার দেশে ও এমন অনেক মেয়ে আছে, যাদের পরিচয় একটি মিথ্যা নামেই শেষ হয়ে যায়। সারা পৃথিবী তে এমন কোটি কোটি হতভাগিনী আছে। আপুরা, একবার ভাবুন না, আপনি কি এতখানি হতভাগী! আপনার পরিবার আছে, বন্ধু আছে, যারা আপনাকে মানুষ হিসেবে মনে তো করে! আপনার একটি নাম আছে, যে নাম আপনি মানুষ কে বলতে পারেন, সে নাম লিখতে পারেন, মন চাইলে খোলা আকাশে তাকাতে পারেন। আপনার পরিচয় একটা নাম্বার না। শুধু এটুকুর জন্য জীবনে
আপনার শুকরিয়া করা উচিত। জীবনে দুঃখ, কষ্ট সবার আছে। তবু, একবার নিজের মন কে প্রশ্ন করুন তো, আপনি কি এতখানি হতভাগী! না, এতটা হতভাগ্য সৃষ্টিকর্তা আপনাকে করেন নি। তবে, কেন এত হতাশা!
আপনাকে সৃষ্টিকর্তা এতখানি তৌফিক দিয়েছেন যে আপনি নিজের কষ্টগুলাকে জয় করতে পারেন। একবার শুধু ভাবুন, আপনার কোন পরিচয় নেই, পরিবার নেই, একটা মানুষ নেই যে আপনাকে মানুষ ভাববে। আপনার পরিচয় শুধু একটি নাম্বার, আপনার মরে যাবার পরেও কেউ আপনার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। আপনি যে মারা গেছেন তাই কেউ জানবে না, কেউ আপনাকে খুঁজবেও না। একবার ভাবুন! আর নিজের কথা চিন্তা করুন, আপনি কত খানি সৌভাগ্যবতী!

এটা আমার প্রথম লেখা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to আমি কি সুখি??

  1. মাধবীলতা বলেছেনঃ

    অনেকেই বলে সুখ বিষয়টা আপেক্ষিক। হয়তো তাই। কেউ সুখী হয় অল্পে, কারও কাড়ি কাড়ি টাকা নিয়েও সুখ খুঁজে পাওয়া হয় না। তবে এইভাবে যদি সবাই চিন্তা করত, হয়তো সুখ আপেক্ষিক না হয়ে ধ্রুবতারার মতই সবার জীবনে জ্বলজ্বল করত। মানুষ বলে ভালো হইতে পয়সা লাগে না, আমি মনে করি সুখী হতেও পয়সা লাগে না, কেবল চারপাশের জগতটা একটু ভালো করে দেখার মত চোখ থাকতে হয়। প্রথম পোস্ট ভালো হয়েছে আপু। নিয়মিত থাকবেন আশা করি। 🙂

    :welcome:

    • ছায়াবীথি বলেছেনঃ

      অনেক অনেক ধন্যবাদ, আপু। নিয়মিত থাকার চেষ্টা অবশ্যই করবো। আপনাদের অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও লেখার চেষ্টা করবো। :happy: :happy:

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    :welcome:
    সুন্দর শুরু

  3. তরঙ্গ বলেছেনঃ

    সুখ জিনিসটা আসলেই আপেক্ষিক। আপনি যদি শুধু না পাওয়ার লিস্ট করেন তাহলে আপনি জীবনে কখনও সুখী হতে পারবেন না। আর আপনি যদি সুখী হতে চান তাহলে আপনার চেয়ে হতভাগাদের দিকে তাকান আর তার জায়গায় নিজেকে কল্পনা করুন দেখবেন আপনার প্রাপ্তির লিস্ট আপনার অপ্রাপ্তির লিস্টকে অনেক বেশী ছাড়িয়ে যাবে। আর শুধু এই হিসাবের দিকে তাকিয়েই আপনার জীবন হয়ে উঠবে সুখময়। 🙂
    লিখাটা অনেক ভালো লাগলো। :happy:

    :welcome:

    • ছায়াবীথি বলেছেনঃ

      জেনে অনেক খুশি হলাম, লেখা ভাল লেগেছে আপনার। মাঝে মাঝে আমার নিজের ও মহা দুঃখী মনে হয়। তখন আমিও শুধু এদের কথা ভাবি। তখন, বুঝতে পারি আমি অনেক ভাল আছি। এটা আমার আপন উপলব্ধি। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। 😀 😀 😀 😀

  4. হৃদয় বলেছেনঃ

    প্রথমেই, :welcome:
    হুমায়ূন আহমেদের লেখা ‘ছায়াবীথি’ আমার পছন্দের একটা বই।
    নিক হিসেবে ‘ছায়াবীথি’ নামটা ভালো লেগেছে 😀

    আপনি সরবে লেখা শুরু করলেন চমৎকার ইতিবাচক ধরণের একটি লেখা দিয়ে।
    ইতিবাচক চিন্তাগুলো ছড়িয়ে যাক। আশা করছি, সামনের দিনগুলোতেও এরকম আরও অনেক চমৎকার-চমৎকার লেখা পাবো। 😀
    শুভকামনা…শুভকামনা 😀

    • ছায়াবীথি বলেছেনঃ

      অনেক অনেক ধন্যবাদ । ছায়াবীথি নামটা এমনিই দেই, এরপর জানতে পারি হুমায়ুন আহমেদের বই আছে এই নামে…পড়া হয়নি, পড়তে হবে সময় করে।

      আমি অবশ্যই চেষ্টা করব লেখার। অনুপ্রেরণার জন্য আমি কৃতজ্ঞ।
      :happy:

  5. অক্ষর বলেছেনঃ

    সুখ ব্যাপারটা আসলেই অনেক আপেক্ষিক। আচ্ছা আমরা সুখি কিনা এই প্রশ্নটাই বা কেন আসে? একদিক থেকে চিন্তা করলে আমরা সুখিই কিন্তু তার জন্য কি আরেক জনের দুঃখের সাথে তুলনা করে নিজেদের সুখি ভাবতে হবে? অমুক আমার চেয়ে ভালো আছে এইটা যদি দুঃখি হওয়ার কারণ না হয় তাহলে অমুকরা আমার চেয়ে দুঃখি তাই আমি সুখি এটাও তো হওয়া ঠিক না, তাই না? আসলে এই ব্যাপারটা খুব কনফিউজিং, সুখ খোঁজার আসলে দরকারই নেই মনে হয়। যাই হোক সুন্দর লেখা। আরও লেখা আশা করি সামনে।

    :welcome:

  6. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে 😀

  7. রাহনুমা বলেছেনঃ

    চমৎকার সূচনা!

    স্বাগত জানাই আপু! এমন আরো লেখা চাই…

    :welcome:

    • ছায়াবীথি বলেছেনঃ

      ধন্যবাদ আপু…আপাতত পড়াশুনা এবং বিভিন্ন কাজের চাপে পিশ্ত…তবে চেষ্টা করব আরও নিয়মিত লেখার। :happy:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।