ভালোবাসা আজ বৃষ্টি হয়ে ভিজিয়ে দিক সবকিছু,
তুমি আমি ভিঝবো হাতে-হাত রেখে।
ভালোবাসা আজ শুভ্র তুষারে ঢেকে দিক চারপাশ,
তুমি আমি এক চাদরের নিচে উষ্ণ হব।
ভালোবাসা আজ গ্রীষ্মের তপ্ত সুচ হয়ে বিঁধুক দেহে,
তুমি আমি একসাথে মাতাল হব।
ভালোবাসা আজ শরতের মেঘ হয়ে ভেসে বেড়াক আকাশে,
তুমি আমি সবুজ ঘাসে শুয়ে মেঘ দেখবো।
ভালোবাসা আজ ফিরে আসুক সাইক্লোন হয়ে,
এক হয়ে যাওয়া দশ আঙুলের দৃঢ়তা দেখাবো।
ভালোবাসা আজ পলিমাটি হয়ে গড়ে তুলুক নতুন চর,
তুমি–আমি সেথায় সুখের বীজ বুনবো।
ভালোবাসা আজ ফিরে আসুক সোনালী ডানার চিল হয়ে,
তুমি আমি সেই দিনগুলি রোমন্থন করবো।
অনিমেষ ধ্রুব সম্পর্কে
"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.''
অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে।
ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
ভালো হয়েছে.. চালিয়ে যান.. 🙂
ধন্যবাদ…ধন্যবাদ…ধন্যবাদ 😀
ভাইয়া, আশা রাখছি আপনিও পরবর্তী লেখাগুলো পড়বেন (যদি লিখতে পারি 🙂 ) এবং মন্তব্য করা চালিয়ে যাবেন! 😛 :happy:
”ভালোবাসা আজ ফিরে আসুক সাইক্লোন হয়ে,
এক হয়ে যাওয়া দশ আঙুলের দৃঢ়তা দেখাবো।” বাহ!
আপু, দশ আঙুলের দৃঢ়তা দেখানোর জন্য রেডি তো? 😛 😛
Trying to get ready 😛
ভালো লাগলো।
ভালো যে লাগবে তাতো জানি-ই; ‘ভালো লাগা’ বাদে শুনতে ভালো লাগে এমন অন্য কিছু বল! 😛 😛
ভালো হয়ে যাও…বুজছ!
ওরা (আমার মাঝের কিছু সত্তা…) আমাকে ভালো হতে দিল/দিচ্ছে না!
🙁
আমাকে ভালো করে দাও। :love:
ঘটনা কী হৃদয়? :thinking:
ঘটনা কী ভা’পু? :thinking: 😛
ঘটনা কী ? :thinking:
ঘটনা কী হইতে পারে- চিন্তা কর! 😛
এমন অপার ভালবাসা যেন বাস্তবেও কোন রাজকুমারীর জন্য সত্য হক…এই শুভকামনা রইলো।
ইনশাল্লাহ…ইনশাল্লাহ 🙂
তবে রাজকুমারীর- রাজকুমার আমি হলে কল্পনাগুলোকে কান ধরে বাস্তবে নিয়ে আসব ইনশাল্লাহ 😛
পড়া+মন্তব্য উভয়ের জন্যই আপনাকে ধন্যবাদ দেয়া হল 😀
অনেক শুভকামনা রইলো। 🙂 :clappinghands:
সবাই ঘটনা জানতে চায় আমিও চাইলাম ঘটনা কি?
কবিতা লেখা, কবিতা পোস্ট দেয়া, থার্ড কমেন্ট পড়া আগ পর্যন্ত ঘটনা স্বাভাবিকই ছিল/ছিল না কিন্তু এখন আমার নিজেরও সন্দেহ হচ্ছে- ঘটনা নিশ্চয়ই কিছু একটা আছে, যেটা আমি নিজেও জানি না! 😛
খাঁড়াও! আমি চিন্তা করে দেখি, চিন্তা করে ঘটনা খুঁজে পেলে সরবেই একটা পোস্ট দিয়া দেব :guiter:
চিন্তার করা কি হয়েছে??? অপেক্ষার রইলার।
চিন্তা করা হয়েছে, পোস্টও দেয়া হয়ে গেছে তা মোটামুটি বেশ কিছুদিন হলো! 😛
না, জিজ্ঞেস করে লাভ নাই; বলবো না-তো কোন পোস্টটা রিপ্রেজেন্ট করে সেটা…
হঠাৎ করে সবকিছু গুলিয়ে এক হয়ে যায়, বৃষ্টির ছাতের কব্জায় পড়ে যান কবি!
আর ঠিক তখনি, কোন এক দুপুর বেলায় বিটিভির সাদাকালো সিনেমায় ঝড়ের তাণ্ডবের মাঝে দেখা মেয়েটির সাথে দেখা হয়ে যায় হৃদয়ের, কাব্যসুখে জেগে ওঠে ভালোবাসা… … …
সেদিন বৃষ্টি ঝরছিল … … 😛 😛 😛
অনু……………………………………………………………………………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………..জ! :love:
আমার ভাইনা, কল্পনাশক্তিতো আমারটার নবমঘাতের সমনুপাতিক হবেই! :happy: :love:
ভালোবাসা আজ ফিরে আসুক সাইক্লোন হয়ে,
এক হয়ে যাওয়া দশ আঙুলের দৃঢ়তা দেখাবো।
– লাইন দুইটা ফাটাফাটি! :clappinghands:
সুন্দর কাব্য!
আমি আর ঘটনা জানতে চাইলাম না। যেহেতু আপনিই বলেছেন ঘটনা খুঁজে পেলে সরবেই একটা পোস্ট দিয়া দেবেন। পোস্টের অপেক্ষায় থাকলাম… 😛
আমি তো আপনার লেখার অসম্ভব রকমের ফ্যান! আপনাকে তো লম্বা সময় অপেক্ষায় রাখা যাবে না। অসুস্থ শরীরের কমপ্লিমেনটারী যে বিছানা, তাতে শুয়েই ভাবতে হবে। কিন্তু সাহস পাই না, না জানিয়ে সেটা ওপেন সিক্রেট করে দিলে, না জানি সে কতোটা বিব্রত হয়! :/ :/
ওদের আর আপনার সাথে সাথে আমি নিজেও অপেক্ষা করছি…অপেক্ষা…অপেক্ষা……
মন্তব্যের জন্য ধন্যবাদ দেব? না, দেব না। 😛 আমার সব কবিতা গুলো পড়লে দেব 😀 😛
…………………………………………………আচ্ছা, থাক। দিয়ে দিলাম, ধন্যবাদ…ধন্যবাদ…ধন্যবাদ 🙂 😛