তোমাকে

তোমায় দেখে দিন কাতে, ঘুম নামে দুনয়নে

ঘুমের রাজ্যে তুমি আমার, শয়নে স্বপনে,

তুমি সপ্ন, তুমি বাস্তব, তুমি তীর্থ আমার

তমায় বেধে রাখি কারন, ভয় তোমায় হারাবার।

 

হাতে হাত রেখে যেতে চাই বহুদূর,

জানি সে পথ হবে কণ্টকিত

তোমার হাত হবে চুরি, বাজবে তোমার নূপুর

তোমাতেই আমি হব  অলঙ্কৃত।

 

পারি না তোমায় বলতে,

পারি না তোমায় রাঙাতে

হয়ত পারি না তোমায় তোমার মত করে ভালবাসতে।

 

অতি সাধারণ আমি,  তোমার পাশে রেখে পূর্ণ করো আমায়

থাকতে চাই আজীবন তোমারই ছায়ায়,

আছি, থাকব সারাজীবন শুধু তোমারই মায়ায়,

কারণ,

ভালবাসি শুধু তোমায়।

 

উৎসর্গ – আমার জীবন সাথিকে। 😀

 

 

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to তোমাকে

  1. মাধবীলতা বলেছেনঃ

    জীবনসাথীটি অনেক ভাগ্যবান বোঝাই যাচ্ছে ! :love:

  2. শারমিন বলেছেনঃ

    সুন্দর 🙂
    আপনার জীবনসাথী আসলেই ভাগ্যবান 🙂

    • ছায়াবীথি বলেছেনঃ

      আমার মতে দুজনেই ভাগ্যবান… আল্লাহ আমাদের একে অপরের জন্য পরিপূরক করে বানিয়েছেন। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। :happy:

    • ছায়াবীথি বলেছেনঃ

      ধন্যবাদ আপু…আগে কবিতা লেখা হত…বহু বছর পর হুট করে লিখে ফেললাম। আপনাদের ভাল লেগেছে জেনে খুবি ভাল লাগলো। 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।