আদর

একমুঠো ভালোবাসায়
তিন রত্তি আদর পুরে সেদিন গিয়েছিলাম
তোমায় দেখতে,
জ্বরতপ্ত দেহে শুয়ে ছিলে বিছানায়
আমি পলকহীন চোখে দেখছিলাম-
সফেদ চাদর জড়িয়ে শুয়ে থাকা শুভ্র মুখটি,
লালচে আভা ছুঁয়েছিল দু’গাল।
বিনিদ্র রাত্রিজাগরণের ক্লান্তি
তখনও স্পষ্টত নেত্রযুগলে,
চোখে এঁকেছিল স্থায়ী কাজল।
দরজায় দাঁড়িয়ে আমি দেখছিলাম তোমায়
তারই মধ্যে হয়তো কেটেছে
কয়েক যুগ, কয়েক শতাব্দী
কিংবা স্রেফ কয়েক মিনিট।
সম্ভিত ফিরে পাই তোমার হাসির শব্দে।
তোমার নৈঃশব্দ্য হাসির হারমোনি শুনেই আমি অভ্যস্ত,
তবে সেদিনের সে হাসির কারণ কী ছিল?
হয়তো আমায় জাগানো…

হৃদয় নিঙড়ানো ভালোবাসায়
অধর ছুঁয়েছিল তপ্ত ললাট,
তপ্ত দেহ শীতল হয়েছিল আর্দ্র আদরে
ভালোবাসার দৈহিক প্রকাশ- আদর।

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to আদর

  1. রুহশান আহমেদ বলেছেনঃ

    কবিতা পড়তে ভালো লাগে। পরিচিত, জ্যান্ত মানুষেরটা পড়তে ভালো লাগা আরো বেশি। এখন সেই মানুষ যদি ‘ভালো লেগেছে’ কমেন্টে তুষ্ট না হয় তখন অদক্ষ হাতে কবিতার ব্যাবচ্ছেদ করতে হয়। হৃষ্টপুষ্ট কমেন্ট তৈরির জন্য।

    দৃশ্যকল্পটা একদম মাপমত। পাঠক নিজের মত কিছু কল্পনা করে নিতে ভালোবাসে। তাই পুরোটা স্পষ্ট করাও ঠিক না। একদ্ম ঘোলা করাও ঠিক না।
    তোমার শব্দচয়নে অন্য লেখাগুলোর তুলনায় বৈচিত্র্য এসেছে মনে হল।
    তবে কবিতার ভাবটা ভালো লেগেছে। ভালোবাসার পিতলা প্যানপ্যানানি দিতে দিতে ধুম করে একটা সলিড সত্য।

  2. কবিতাটা অনেক দারুণ হয়েছে ভাইয়া 🙂

    “একমুঠো ভালোবাসায়
    তিন রত্তি আদর” 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।