দুষ্ট ছেলে ও দুইটা চড়াই
ঝগড়া ঝাটি, চলছে লড়াই
ছোট্ট ওদের ঘর খানিটা,
দিচ্ছে ভেঙ্গে ওই পাজিটা ।
দুষ্ট ছেলে; হাতে লাঠি,
মাথায় নিয়ে ডালের বাটি।
এসেছে আজ বীরের বেশে
ঢাল অস্ত্র সঙ্গে ঠেসে।
ডাকছে জোরে ছোট্ট চড়াই
দুষ্ট ছেলে করছে বড়াই।
জিতবে আজ এমনই আশা
ভাঙ্গা হবে চড়াইর বাসা ।
কাদছে চড়াই “ভেঙ্গনা বাসা
এই যে মোদের শেষ আশা “।
কিন্তু বালক লড়বে আজ
লাঠি হাতে অস্ত্রবাজ ।
এমন সময় একটা চিল
ভালো না তার মন-দিল।
করছিল সে খাবার খোজ
পায় নত ভোজ রোজ ।
শুনলো সে এক চিৎকার
বন্ধু যে সে চড়াইটার ।
দেখল পাশে , ছেলেটা
উঠলো ফুসে চিলটা ।
চিলকে দেখে পরিমরি
অস্ত্র লাঠি ছোড়াছুড়ি।
আজকে আবার পন্ড হলো
চিলকে আবার কে বলল ?
দুষ্ট ছেলে মহা ক্ষ্যাপা
এ যে হলো ভীষণ হ্যাপা।
ভেঙ্গে গেছে ডালের বাটি
আজ পড়বে পিঠে লাঠি ।
বেজায় খুশি আজ চড়াইরা
বাচলো বুঝি এই যাত্রা ।
দুইটা চড়াই ডাকাডাকি
ঘুম নষ্ট পাকাপাকি ।
বিঃ দ্রঃ দুষ্ট ছেলেটির সাথে আমার পুত্রের অদ্ভুত মিল।
দুষ্টু ছেলের জন্য অনেক অনেক আদর! 😀
দুইটা চড়াই ডাকাডাকি
ঘুম নষ্ট পাকাপাকি ।
আপনার লেখা খানি পড়ে আমাদের আদুরে ‘দুষ্ট ছেলে’ (:dhisya: :dhisya: :dhisya:)টাকে দেখতে ইচ্ছে হলো। 🙂
যার কথা কেউ বলেনি, চিলের জন্য ভালোবাসা! 8)
বহুদিন পড় এক নিঃশ্বাসে একটা লিখা পড়লাম! :huzur:
কি সুন্দর ছন্দ মেলানো ছড়া। খুব সুন্দর! :clappinghands:
আপনার পুত্রকেও অনেক আদর… 🙂
ছিল কে দেখে পরিমরি
অস্ত্র লাঠি ছোড়াছুড়ি।
আজকে আবার পন্ড হলো
ছিল ক আবার ক বলল ?
এটুকু মনেহয় একটু এডিট করতে হবে। ( ছিল>চিল, ক>কে)
বেশ লাগলো। আপনার বাবুটাকে আদর 🙂
😀
ধন্যবাদ সবাইকে বিশেষ করে কিনাদি কে …
:dhisya:
দুইটা চড়াই ডাকাডাকি
ঘুম নষ্ট পাকাপাকি ।
ভিন্ন স্বাদের লেখা। ভালো লাগলো বেশ।
ছন্দগুলো কি মিলেছে দারুণ!
দুষ্ট ছেলেটির জন্য অনেক আদর। :babymonkey: