প্রহেলিকা

পুকুর থেকে মাত্র তিন হাত উপরে
ঝুলছিল বাতিটা।
বাতির ঔজ্জ্বল্যে বিভ্রান্ত কিছু পোকা।
বাতিকে কেন্দ্র করে মাতাল ঘূর্ণনে মত্ত।
এক অদৃশ্য মায়ার জালে যেন
আটকে পড়েছে ওরা,
জাল ছিঁড়ে বেরুবার সাধ্য নেই।
নিচে অপেক্ষারত শ্বাপদ মাছের দল।
এক ধরণের বিক্ষিপ্ততা তাদের মাঝে—
প্রতিযোগিতাও বলা যেতে পারে
আলোয় দিশেহারা পোকার পানিতে
পতন হয়তো তার কারণ।
রাত বাড়তে থাকে, সমানুপাতে কমতে থাকে পোকার ঝাঁক।
আহারে তৃপ্তির ঢেঁকুর তোলে মাছগুলো।
নিশ্চিত মৃত্যু জেনেও আলোকের আলেয়ায়
ভিড় করতে থাকে আরো হাজারো পোকা।
যেখানে মৃত্যুভয় ক্ষীয়মাণ উন্মত্ত নেশার তরে।

১৬ই মে, ’১৪, অপরাহ্ণ
এইচ এ এফ জেনারেল হসপিটাল, উত্তর-বাড্ডা, ঢাকা।

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to প্রহেলিকা

  1. মুনীরা মারদিয়া বলেছেনঃ

    ভয় পাইছি! 😯

  2. রাহনুমা বলেছেনঃ

    মৃত্যুভয় ক্ষীয়মাণ উন্মত্ত নেশার তরে

    কাব্যমান- ‘অসাধারণ’ ভাইয়া। আরো লিখে যান!

    • হৃদয় বলেছেনঃ

      মন্তব্যে আপনার প্রশংসা করলেও তো আপনি আবার বিব্রত হন! :/

      তাই কথা না বাড়িয়ে…ধন্যবাদ জানুন, অবশ্যই শুভকামনার পাশাপাশি দুআ করে যাবেন 🙂

  3. রুহশান আহমেদ বলেছেনঃ

    এই প্রহেলিকা কাটবে কখন?
    কখনো কি কেটেছিল?
    কেন এই প্রহেলিকা?

    • হৃদয় বলেছেনঃ

      সবাই মিলে একসাথে চেষ্টা করলে, কেন কাটবে না? কিন্তু বাস্তবতা বলে, এই বিভ্রান্তি থাকবে, থাকবে যতদিন মাহাকাল থাকবে!
      শুভ-অশুভ উভয়ই ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকলে এনট্রপি ঠিক থাকে! প্রবলেম হচ্ছে নিষিদ্ধ কার্য সিদ্ধিতে, কল্পনাতে সুখ বেশি। তাই অশুভ’র মাত্রা বেশি থাকে।

      কবিতাটাকে একটা ‘ক্যাসিনোর রূপক’ চিন্তা কর!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।