স্বপ্ন বিলাস সম্পর্কে
বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ।
ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা।
আর তাই,
স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে
আঁকি বুকি,
সচেতনতা-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
ঢাকায় ৪২ ডিগ্রির পেছনের রহস্য?
কিছু টেক্সট থাকলে ভালো হত।
আরও কিছু অ্যাড করা যেত মনে হচ্ছে। একটু অসম্পূর্ণ লাগছে। পুরো চিত্রটা আসে নাই। তবে কিছু ব্যাপার স্পষ্ট, এই প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলছি। ছোট বেলা থেকে পড়া কথা, শেখা কথা বড় হয়ে নিজেরাই করছি। ভালো তো।