শেকলে বাঁধা স্বাধীনতা

ভোরের আলো পৃথিবীতে পৌঁছায় নি তখনো,

যখন আরেকটি হত্যার মধ্য দিয়ে আবির্ভাব হলো

স্বাধীনতার নতুন কোনো ত্রাণকর্তা।

লাল চোখে উদ্যত সে ঝাপিয়ে পড়তে আগুণের

লেলিহান শিখায়, সাথে নিয়ে লাখ খানেক

সমর্থক স্বাধীনতাকামী তরুণ-বৃদ্ধ।

এ সভ্যতা ক্রমশ প্রগতিশীল পেছনের দিকে!

শেকলে বাঁধা স্বাধীনতা রোজ হামাগুড়ি দিতে দিতে

স্বপ্ন হিসেবে রয়ে যায়। নিরীহ নগরবাসীর ঘুমের মতো অচেতনতায়

ঠুনকো সমাজ পেছাতে পেছাতে নিজের আততায়ীতে পরিণত হচ্ছে,

তা ত্বরান্বিত করে সভ্যতাকে এগিয়ে দেবার প্রত্যয় নিয়ে

আবির্ভাব হলো স্বাধীনতাকামী নতুন এক ত্রাণকর্তা।

হত্যা, হত্যা এবং হত্যা…

রক্ত এবং বিভাজন, কথিত আছে- এ পথেই আসবে

আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তা সাকার করতেই চলছে হত্যাযজ্ঞ।

মৃত্যুর মিছিলে নিত্য বাড়ছে মানুষের সংখ্যা।

সেই সাথে বাড়ছে শহীদ দিবসের সংখ্যা।

স্যাঁতস্যাঁতে অন্ধকার গলি ঘুপচিতেও গড়ে উঠছে স্মৃতিস্তম্ভ।

নীল গ্রহ ঢেকে গেছে শোকের কালো পতাকায়।

শোকের এক কৃষ্ণবিবর তৈরি হওয়ার খানিক পরই

বিভাজনের সব রেখা মুছতে ব্যগ্র সেই ত্রাণকর্তা

অসীমের দিকে আঙুল তুলে চেঁচিয়ে ওঠে-

এই তো এলো স্বাধীনতা! এক অমানবিক মানবের চাহনির মতো

সহস্র কোটি হাহাকারের দিকে বড়ো বেশি শীতল দৃষ্টিতে চেয়ে

শেকলে বাঁধা স্বাধীনতা, যার বিনিময় মূল্য

‘অগণিত নিষ্ঠুর সাবলীল হত্যা’ মাত্র!

(মার্চ, ২০১৪)

ফারাহ্‌ মাহমুদ সম্পর্কে

অবিদিত, জানো কি? বুকের মধ্যে জল তরঙ্গ নিয়ে মানুষ হয়ে জন্ম নেয়া পাপ! অবিদিত, জানো কি? অনুরাগ এক প্রকার সুখকর বিভ্রান্তি..
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to শেকলে বাঁধা স্বাধীনতা

  1. হৃদয় বলেছেনঃ

    স্বাধীনতা নিয়ে লিখিত কবিতার সংখ্যা অনেক। ইনফ্যাক্ট, সব বিখ্যাত কবিই ‘স্বাধীনতা’ নিয়ে কম-বেশি লিখেছেন। সমসাময়িক কালে ‘স্বাধীনতা’ নিয়ে কবিতা লেখার সংখ্যা কমে গেছে! অবশ্য সেটা অস্বাভাবিক না…তোমার প্রচেষ্টা ভালো না লাগার উপায় নেই! ভালো লেগেছে 😀

    কবিতা প্রসঙ্গে কি বলা যায়? যদিও আমার নিজের কাব্যজ্ঞান তেমন ভালো না, কবিতা তেমন পড়ি নাই, খুব একটা পড়াও হয় না।
    থিম ভালো ছিল, শব্দচয়ন ভালো ছিল; বেশ প্রবাহমান। যদিও ভুল বানান অনেক খুঁজেও শেষপর্যন্ত সেই প্রচেষ্টা পণ্ডই হয়েছে! 🙁 … 😛

    কিপ রাইটিং! 😀

    • অনেক ধন্যবাদ ভাইয়া। মাঝে মাঝে যখন মনে হয় লেখালেখি জিনিসটা আমার জন্যে নয়, তখন এধরণের কথাগুলোই খুব অনুপ্রেরণা দেয়, সাহস যোগায় আরো লেখার 🙂

      আপনার কাব্যজ্ঞান কম- এটা মানতে পারলাম না। তাহলে অতো ভালো কবিতা লিখেন কিভাবে!

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ লেগেছে

  3. রাইয়্যান বলেছেনঃ

    “এ সভ্যতা ক্রমশ প্রগতিশীল পেছনের দিকে!”

    একেবারে কোট করার মত কথা!
    :huzur:

  4. রুহশান আহমেদ বলেছেনঃ

    তবুও কেন স্বাধীনতাকে এতটা রোমান্টিসাইজ করা হয়?

  5. পেন আর্নার বলেছেনঃ

    কয়েকটা লাইন এতো সুন্দর করে মিলে গেছে বাস্তবতার সাথে যে, অভিভূত হয়েছি! আসলে সবই তো বাস্তব, কিন্তু সেগুলোকে এতো পরিষ্কার করে কবিতায় তুলে আনে ক’জনা? খুব সাধারণ, পড়তে কিংবা বুঝতে কোনো বাঁধা পড়েনি। সাধারণ জিনিসগুলোই একভাবে অসাধারণ হয়ে উঠেছে আপনার লেখায়।

    লিখতে থাকুন। অনেক শুভকামনা আপু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।