।সঙ্গিন।

'why'_____art by Jungshan

 

তোমাকে মুছে ফেলার চেষ্টা করছি না।
মুছে সেটাকেই ফেলতে হয়, যেটা বেখেয়াল ভুল। 
তুমি ভুল নও; 
অমোঘ, অনির্বাণ। 
তুমি স্পষ্ট হয়েছিলে আমার জন্যে।
তুমি স্পষ্ট হয়েছিলে আমার সাথে।
তুমি স্পষ্ট হয়েছিলে আমার হয়ে।

মুছে তুমি সেদিনই যাবে, যেদিন আমিও মুছে যাবো।
তোমার জন্য আমার,
আমার জন্য তোমার
স্পষ্ট হওয়াটা ভুল ছিল না। শুধু সময়টা ভাড়া ছিল অল্পের কাছে।

অচেনা মৌতাতে পড়ে গেছি। সেটুকু পার হলেই এই ‘অল্পের’ সমাপ্তি।

 

ছবি কৃতজ্ঞতা – Jungshan (deviant art)

পেন আর্নার সম্পর্কে

।। পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী ।। আমি স্বপ্নবিলাসী নই। স্বপ্ন দেখি, দেখতে জানি তাই। কিন্তু তার চেয়ে বাস্তবতা আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক। আমার ব্যর্থতা আছে- স্বপ্ন বাস্তবায়নে, ধৈর্য ধারণে! তাই কিছু স্বপ্নকে শুধু শব্দের মাঝে বাঁচিয়ে রেখেছি। স্বাভাবিক, সেগুলোর বাস্তব রুপ নেই! দেশ গঠনে তরুণ সমাজের বিশ্বাসের ওপর আস্থা রাখি। তবুও, প্রত্যেক শ্রেণীর মানুষেরই প্রয়োজন আছে সমাজে। একজন মুচিরও। দেশকে গড়তে গেলে রাজনীতিতে নামতেই হবে, একথা অযৌক্তিক। একজন ঝালমুড়িওয়ালাও ঝালমুড়ি বিক্রি করে দেশ গঠন করতে পারে। শর্ত হল সততা। প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে কর্মে সৎ থাকলে সত্যিই দেশ গঠিত হবে। নিজের সম্পর্কে কাটখোট্টার মতো বলতে গেলে এটাই বলবো যে, 'জাতে মাতাল তালে ঠিক' গোছের মানুষ আমি। যেখানে যেমনটা হওয়া দরকার। কম কথা এবং যথাযথ কথা বলা পছন্দ করি। সবার কথার কম-বেশি মূল্য আছে, এটা বিশ্বাস করি। ছোট হোক, বড় হোক সব কর্মেই আমি মহা সিরিয়াস হয়ে থাকি (but rather, it's better to be sincere than being damn serious), কিন্তু সিরিয়াসনেসের একটু ওপরে থাকে আমার অলসতা। :) ফেসবুকে ভাড়া আছি যেই ঠিকানায়ঃ সেটা আপাতত গোপন-ই থাক। শুভকামনা, সকল প্রাণীর জন্য।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

22 Responses to ।সঙ্গিন।

  1. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে 🙂
    সামনে আরও লিখবেন আশা করি 🙂

  2. হৃদয় বলেছেনঃ

    লেখকদের ‘বায়ো’ পড়তে ভালো, বেশ আগ্রহ নিয়েই পড়ি। আপনারটা পড়া শুরু করলাম; একটু নড়েচড়ে বসলাম- যতই নিচে নামছি, সমানুপাতিক হারে সিরিয়াস ধরণের কথার ইনটেনসিটি বেড়েই চলেছে! ‘নতুন লেখক ‘পেন আর্নার’ বেশ সিরিয়াস ধরণের মানুষ’, এমন একটা চিন্তা যখন মোটামুটিভাবে শেকড় ছড়ানো শুরু করছে তখন আপনার ফেইসবুকালয়ের ঠিকানাটা চোখে পড়ল। ছদ্মনামের পেছনের মানুষটাকেতো চিনি-তানিয়া আপু! আমার কিছু অতিপরিচিত মানুষের অতি পরিচিতা তিনি! যিনি আলহামদুলিল্লাহ চমৎকার গান করেন! 🙂

    সরবে স্বাগতম! :welcome:

    কবিতা ভালো লেগেছে তবে আমার একটা প্রশ্ন আছে। ‘সঙ্গিন’ শব্দটাকে দুটি পূর্ণচ্ছেদে আবদ্ধ করেছেন কি এমনি-ই নাকি সুস্পষ্ট কারণ আছে, এরকম প্রয়োগ আসলেই আছে? আসলে এমনটা আগে কখনো দেখি নি, তাই জিজ্ঞাসা করা…

  3. জাকির হোসাইন বলেছেনঃ

    দারুণ

  4. রাইয়্যান বলেছেনঃ

    ‘তুমি’র ‘স্পষ্টতা’ যেমন আনন্দের, ‘অল্পের কাছে সময়ের ভাড়া থাকা’ তেমনি কষ্টের।

    . . . ‘তুমি’ বড়ই কমপ্লিকেটেড!

  5. স্রোতস্বিনী বলেছেনঃ

    কি বলবো বুঝতেছি না, কতবার কাটাকুটি করলাম…!!!
    এতো এতো কথা কিভাবে দুই-তিনটা লাইনে বলে দিলেন… সত্যিই আমি এই কথাগুলোই খুঁজছিলাম… 🙂
    “মুছে তুমি সেদিনই যাবে, যেদিন আমিও মুছে যাবো।
    তোমার জন্য আমার,
    আমার জন্য তোমার
    স্পষ্ট হওয়াটা ভুল ছিল না। শুধু সময়টা ভাড়া ছিল অল্পের কাছে।” :huzur:

    শেয়ার দিয়ে দিলুম… ইচ্ছে করছে কথাগুলো দিয়ে একটা গান তুলে ফেলি, যদিও খোদা সেই খেমতা দ্যান নাই। আফসুস!! :angel_not:

    • পেন আর্নার বলেছেনঃ

      মনের কথা মনই বোঝে গো আপু। মন সবসময় নিরপেক্ষ। 😐
      সে দেরীতে কথা বললেও, সঠিক বলে।

      শেয়ারের জন্য ধন্যবাদ। তবে লেখাটা পড়ে আপনার ভালো লেগেছে, সেজন্য আমি খুশি। 🙂

      আহা! মাঝে মাঝে আমারও মনে চায় গান বাঁধি, গিটারে। কিন্তু আমার আঙুল ম্যালা ছোট। একটা আসে তো, আরেকটা তার হাতে আসে না 🙁

      ভালো থাকবেন।

  6. কবিতাটার মধ্যে কী জানি একটা ছিলো, পড়ার পর উদাস উদাস লাগছে!

    নিজের সম্পর্কে বলা কথাগুলো দারুণ ছিলো।

  7. তরঙ্গ বলেছেনঃ

    কবিতাটা অনেক ভালো লাগলো। সামনে আরো লেখা আশা করছি। :clappinghands:

রাইয়্যান শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।