কথা

একদিন তোমার আমার একটা সংসার হবে।

অনেকদিন পর। অনেক রাতের পর।
অনেক প্রতীক্ষার অবশেষে।

কল্পনার ছবিগুলো হাতের ফ্রেমে বাঁধতে বাঁধতে
কতোবার হবে চোখাচোখি
চুপচাপ, অনেকদিন।
তোমার পেছনে আমি, কখনো আমার পেছনে তুমি
নিঃশব্দে।
আমাদের মাঝে কোনো কথা হবে না।
(শ্রুতিময়) শব্দেরা ছুটি নেবে একটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে।
অথবা ইস্তফা দিয়ে, ঠাঁসা হয়ে ঘুম দেবে কোনো বদ্ধ ঘরের আলমারিতে।

আমাদের ভাষা হবে শুধু কবিতা,
কখনো সু্‌র,
কিংবা গাঢ়ো রাতের নিস্তব্ধতা।

তারপর হঠাৎ একদিন আমি কথা বলে উঠবো,
যেদিন তোমাকে আমার গান শোনাতে মন চাইবে।
তুমি কিছু বলবে না।
হাসবে একটু।

পরের দিন সকালে, বিছানায়
ঘুম থেকে জেগে তোমার পাশটায় একটি চিঠি পাবো।
সেখানে লেখা-
”ঠিক এই দিনের প্রতীক্ষায় থাকার কথাই তোমার লেখা কোনো কবিতায় পড়েছিলাম একদিন।
অবশেষে…?”
পড়ে আমি হাসবো।
ঠিক আজকের মতো করে।

(এই কথাগুলোর সাথে একান্ত কিছু খেয়ালেরা চলে। আপন আপন। যার যার মতো। এখানে কোনো নির্দিষ্ট ছবি এঁকে দেবার অধিকার আমার নেই।)

পেন আর্নার সম্পর্কে

।। পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী ।। আমি স্বপ্নবিলাসী নই। স্বপ্ন দেখি, দেখতে জানি তাই। কিন্তু তার চেয়ে বাস্তবতা আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক। আমার ব্যর্থতা আছে- স্বপ্ন বাস্তবায়নে, ধৈর্য ধারণে! তাই কিছু স্বপ্নকে শুধু শব্দের মাঝে বাঁচিয়ে রেখেছি। স্বাভাবিক, সেগুলোর বাস্তব রুপ নেই! দেশ গঠনে তরুণ সমাজের বিশ্বাসের ওপর আস্থা রাখি। তবুও, প্রত্যেক শ্রেণীর মানুষেরই প্রয়োজন আছে সমাজে। একজন মুচিরও। দেশকে গড়তে গেলে রাজনীতিতে নামতেই হবে, একথা অযৌক্তিক। একজন ঝালমুড়িওয়ালাও ঝালমুড়ি বিক্রি করে দেশ গঠন করতে পারে। শর্ত হল সততা। প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে কর্মে সৎ থাকলে সত্যিই দেশ গঠিত হবে। নিজের সম্পর্কে কাটখোট্টার মতো বলতে গেলে এটাই বলবো যে, 'জাতে মাতাল তালে ঠিক' গোছের মানুষ আমি। যেখানে যেমনটা হওয়া দরকার। কম কথা এবং যথাযথ কথা বলা পছন্দ করি। সবার কথার কম-বেশি মূল্য আছে, এটা বিশ্বাস করি। ছোট হোক, বড় হোক সব কর্মেই আমি মহা সিরিয়াস হয়ে থাকি (but rather, it's better to be sincere than being damn serious), কিন্তু সিরিয়াসনেসের একটু ওপরে থাকে আমার অলসতা। :) ফেসবুকে ভাড়া আছি যেই ঠিকানায়ঃ সেটা আপাতত গোপন-ই থাক। শুভকামনা, সকল প্রাণীর জন্য।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to কথা

  1. তুসিন বলেছেনঃ

    আমাদের ভাষা হবে শুধু কবিতা,
    কখনো সু্‌র,
    কিংবা গাঢ়ো রাতের নিস্তব্ধতা।

    লাইনগুলো বেশ ভাল লাগলো। 🙂 সুন্দর কবিতা।

  2. শারমিন বলেছেনঃ

    🙂 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।