খুকীর বাবার মন ভালো না
ঘুম নেই তার চোখে 🙁
রাতদুপুরে খুকি তাহার
এক বিড়াল নাকি দেখে! 😯
বাবা বলেন- ‘মা বিড়াল কোথায়?
আমি তো কিছুই দেখি না।’ 😳
খুকী বলে- ‘কি বলছ বাবা!
ঐযে দেখ- কেমন নাড়ছে দুটো পা।’ :babymonkey:
প্রথম-প্রথম ভেবেছিল-
ঠাট্টা করছে বোধয়,
তা করুক ঠাট্টা- বয়স অল্প, বুদ্ধি স্বল্প
তেমন দোষের কিছু নয়। 😀
খুকী এসে বলে একদিন-
আমরা যদি কাপড় পরি,
তবে মিনি কেন নয়? :guiter:
আমরা মিনি পড়লে থ্রি-পিস
খুব কি দোষের হয়? :wallbash:
সময় যত গড়ায় তাহার
চিন্তা তত বাড়ে, :thinking:
ভাবনায় তাহার চুল পেকে যায়
কি ঝামেলা জুটেছে ঘাড়ে! :crying:
আরেকবার এসে খুকি বলে-
বাবা দেখ, মিনির শরীর থেকে কেমন
ঘামের গন্ধ পাই, 😐
সাবান ডলে, গোসল করানো ছাড়া
কোন উপায় নাই। :nono:
সেই চিন্তা বাড়ির সবার
রাতের ঘুম যে কেড়ে নিল, :multitalk:
এমন সময় খুকীর ছোট মামা
এক বিড়াল নিয়ে এল। 8)
সেই বিড়াল অদৃশ্য নয়
দেখতে ভীষণ তুলতুলে, :clappinghands:
বিড়াল পেয়ে খুকী তখন
অদৃশ্য বিড়ালকে যায় ভুলে। :yahooo:
এমন করেই ইতি ঘটে
বিড়াল সমস্যার; :beshikhushi:
অদৃশ্য সেই বিড়াল ছানা
আসেনি-কো আর। :happy:
মি নো লাইক বিলাই :cuthair:
মজা পেলুম 😀
ইন্টারেস্টিং গল্প।