সাকিব সমাচার

সাকিব আল হাসানকে নিয়ে সম্প্রতি অনলাইন জগতে বয়ে যাওয়া ঝড়-এর কিছু পর-আভাস নিয়ে এই পোস্ট।

note: সংকলিত পোস্টের সবটুকুই বিভিন্ন ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইলে পাবলিক স্ট্যাটাস হিসেবে প্রকাশিত।

“বিগত ৬-৭ মাস বাংলাদেশ ক্রিকেট এর যে অবস্থা তাতে… বাংলাদেশ ক্রিকেটকেই আগামী এক বছরের জন্য ডিটেনশনে পাঠাইলেই হয়(জিম্বাবুয়ের মত)… এই ক্রিকেট বোর্ড আর ক্রিকেট দলের জন্য অযথা টাকা খরচ করার মানে হয় না… আমরা এ ব্যাপারে আইসিসির চেয়ারম্যান(সভাপতি যেহেতু লোট) বরাবর আবেদন করতে পারি…” – Razequl Zibon

২০১২ তে আমি হিথ্রো হয়ে ফিনল্যাণ্ড যাবার সময় লন্ডন এ ঢুকছি , ইমিগ্রেসন অফিসার একজন ব্রিটিশ আমাকে বললেন , ওহ , ইউ আর ফ্রম সাকিবস কান্ট্রি !

গর্বে বুক ভরে উঠার আগেই পেছনে দাড়ানো শ্রীলংকান একজন বললেন , শোন , আমি চ্যাম্পিয়ন দেশের মানুষ , আমি বলছি এই ছেলেটা আসলেই পৃথিবীর সেরাদের একজন , তোমাদের দল তার সাপোর্ট দিতে পারে না , নইলে আরো ভালো খেলত …

এই একই ব্যাপার ঘটেছিল জার্মানি তে, ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরে এক ভারতীয় অনাবাসী কর্মকর্তা বললেন , সাকিব কে দেখার জন্য তিনি বাংলাদেশের খেলা দেখেন টিভি তে ,

এত খ্যাতি আর এক নাগাড়ে ভালো খেলা চক্ষু শূল হয়েছে সবার!

ঈর্ষা , হিংসা আর ঘৃণায় ভরা এই দেশে তৃতীয় সারির এক কোচ আর মানহীন নির্বাচকের অহংকারের কাছে সাকিব এর অভিমান দোষী হয়েছে ,

লোটা আর পাপ্পু দের জয় হোক !

একটা প্রশ্ন জাগে মনে , শামিম ওসমান সাংবাদিকদের, চ্যানেল মালিকদের পালা এলসেশিয়ান কুকুর এর সাথে তুলনা করলো , তার ব্যবহার এর জন্য কি তাকে সাসপেন্ড হতে হয় ?

এই দেশে সাকিবের চেয়ে শামিমদের দাম বেশি !

গুনির ভার সইতে পারে এমন বৃক্ষ এরা নয় , এরা নিতান্তই লতাগুল্ম ,i” – Abdun Noor Tushar

“আমার আর কিছু বলার নাই। বাংলাদেশ তো, সবই সম্ভব। এত দিন একটা গর্ব ছিল আমাদের, বোর্ড সেটাও নস্ট করে ফেলল। এখন বলতে ইচ্ছা করে, “ভাল তো, ভাল না?”। খেলা দেখা আগেই ছাড়সি, আজকে থেকে খবর রাখাও বন্ধ করে দিব। এভাবে চোখের সামনে কিছু ধ্বংস হতে দেখা যায় না।

Shakib Al Hasan Please retire. Take you family and immigrate to some other country. Maybe that country will understand how valuable you are.” – Samia Ruponti

“সাকিব ৬ মাস নিষিদ্ধ?

সাবাস বিসিবি! যেই মানুষটা বাংলাদেশ ক্রিকেটের নামকে আন্তর্জাতিক লেভেলে এতো উপরে নিয়ে গেছে, তাকেই সাইডবেঞ্চে বইসা থাকতে হবে? বাহ! দারুণ তো!

তো এই ছয় মাস ব্যাটে-বলে বাংলাদেশের হালটা কে ধরবে শুনি??

সাকিব, ভাই তোর ভুল হইসে বাংলাদেশে জন্ম নিয়া, সিরিয়াসলি!
আমরা গুণীর কদর করতে জানিনা! দুঃখিত ভাই!” – Imran Hossain

“sakib, u did same as dr.yunus, tried to be popular and successful beyond the usual bums of ur community, u shd be punished, ofcourse!!” – মাশুদুল হক

“সাকিবের সাক্ষাতকার নেওয়ার পর সাংবাদিকরা যা লেখে :

সাকিবঃ আমি দেশের হয়ে খেলতে গিয়ে অনেক সময় বাবা মা বোনকে সময় দিতে পারি নাই।
পত্রিকার শিরোনামঃ
মা বোনকে সময় দেন না সাকিব।

সাকিবঃ মনে হয় মাঝে মাঝে বউয়ের চেয়েও ক্রিকেটকে বেশি ভালোবাসি।
পত্রিকার শিরোনামঃ
ভালোবাসার মাপকাঠিতে স্ত্রী শিশিরকে অনেক নিচে ঠাই দিলেন সাকিব।

সাকিবঃ ব্যাটিং এ ব্যার্থ হলে চিন্তা করি বল দিয়ে পুষিয়ে দিতে হবে।
পত্রিকার শিরোনামঃ
ব্যাটিং ব্যার্থতা নিয়ে ভাবেন না সাকিব আল হাসান।

সাকিবঃ এই পরাজয় থেকে শিক্ষা না নিলে উন্নতি সম্ভব হবে না।
পত্রিকার শিরোনামঃ
বাংলাদেশের ক্রিকেটে উন্নতি সম্ভব নয় – সাফ জানিয়ে দিলেন সাকিব।

সাকিবঃ ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা।
পত্রিকার শিরোনামঃ
বাংলাদেশ ফুটবল দলকে ঘৃণা করেন ক্রিকেটার সাকিব।” – (সূত্র এখনো অজানা)

“If you loose your control, biting others is better than talking over the phone.

At least your board and people will support you, and you will get less severe punishment for that too.

Be a Suaraze, not Sakib.” – Hasan Shahid Ferdous

“নির্মাণ স্কুল ক্রিকেটের খবর কী?

আমি সাকিব হলে ছয় মাস পরে আবার একটা বেয়াদবি করতাম, বাংলাদেশে নিষিদ্ধ হতাম, অন্য দেশের হয়ে পরে খেলতাম, বাংলাদেশকে হারিয়ে গেঞ্জি খুলে চিল্লাতাম” – Syed Hassan Imtiaz Nadvee

শুনেছিলাম মহাভারতে আছে অর্জুন কর্ণের বধের পরে খুশি হয়ে তুলনা করছিলো আর তখন বলেছিলো আমার তিরে কর্ণের রথ অনেক পিছাাতো আর ওর তীরে আমার রথ খুব কম পিছাতো। তখন কৃষ্ণ তাকে বলেছিলো তোমার তীর শুধু তার রথের ওজনকে পিছায়, আর তোমার রাথে আমি মহাবিশ্বের ওজন নিয়ে বসে ছিলাম, সে তাকে অল্প পিছাতো। তাহলে কোনটা বেশি শক্তিশালি ছিল।

অন্যদেশের ক্রিকেট টিমরা শুধু সামনের বলারের বলকে পিটায়। আর আমাদের প্লেয়াররা মহাবিশ্বের ওজন নিয়ে বসা আমাদের ক্রিকেট বোর্ডের ওজন সহ বল পিটায়। এদের ৫৮ রানে আউট হয়ে যাওয়ার পিছনেও যে কতটা বাইরের কষ্ট সহ্য করে আসতে হয় তার পর তাদের আর কিছু বলা পসিবল না। শুধু আমাদের বোর্ডের রাজনীতিবিদগুলার মহাবিশ্বের ওজন যতদিন না যাবে ততদিন ক্রিকেটে ভালো কিছু আর আসবে না।

‪#‎SorryShakib‬
ব্যার্থ জনম তোমার Shakib Al Hasan জন্মেছিলা এই দেশে” – Ridowan Muhammad

“সাকিবের জন্য খারাপ লাগছে। আশরাফুলের মত অবস্থা হবে সাকিবে। চক্রান্তের হাত থেকে রক্ষা পাবে না সাকিব। বিসিবি দেশের কত ভাল চায় তা বুঝতে পারলাম। দাদাদের কথা মত কাজ করো ভাল তো ভালো না। আর মিডিয়ার তো মিডিয়াই। তাদের কাজকাম দেখে মেজাজ খারাপ ছাড়া আর কিছু হয় না।
খবর
শাকিব আল হাসান যেকোন ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ এবং দেড় বছরের জন্য দেশের বাইরে যেকোন লীগ থেকে নিষিদ্ধ!” – Tusin Ahmed

… শাস্তি হিসেবে;

একজন লেখককে বলা হলো; তুমি আগামী দেড় বছর লিখতে পারবে না

কবিকে বলা হলো; দেড় বছর ভাবতে পারবে না

একজন দাবাড়ুকে বলা হলো; তুমি দাবাড় গুটি ধরতে পারবে না

… কি করবে তারা তখন? ডাকটিকিট জমাবে? গার্ডেনিং করবে?

আফসোস; আমরা পাপনের মত মাল্টিট্যালেন্টেড হতে পারি নাই

হতে পারলে বরং ভালই হতো… আজ বিসিবি’র সভাপতিত্ব নাই, তো কাল ব্যাক টু কাজের বিনিময়ের খাদ্য কর্মসূচির গমের হিসাবে নেমে পড়া… তো পরশু, কিশোরগঞ্জ জেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা

এমন মাল্টি ট্যালেন্টেডের দেশে; আল্লাহ তুমি ফোকাসড হয়ে থাকা সুপার টেলেন্টেড মানুষদের কেনও পাঠাচ্ছ বুঝলাম না

… “ব্রিলিয়ান্টদের হ্যান্ডেল করার জন্য দরকার, ব্রিলিয়ান্ট লিডারশীপ” কথা তো অতি সিম্পল” – Arif R Hossain

Cricket Australia (CA) এর অফিসিয়াল পেজে সাকিবের সাসপেনশনের নিউজ এর পোষ্টে কয়েকজন অস্ট্রেলিয়ানের কমেন্টস ::
-Singularly Logical
He should migrate here and play for Australia.
They will grab him with both hands.

-Lubabalo Lue Skhosana
Just because he didn’t inform them that he wasn’t playing in a certain league??how stupid!!! Shakib is the only real player they have!!! Is BcB trying to ruin this bloke’s career??? Pathetic BcB pathetic!!!

-Nathan Janda
If this means he can play for the Strikers all season you beauty! Sign him up and bring him over, loved watching him play last year!!!

-James Toffoli-Wakefield
Shakib should just do what most sub-continental players with issues with the board do, seek residency in the UK, play some county cricket or become a full-time T20 mercenary and wait for the Bangladeshi board to beg for his return, should only take a couple of months considering the lack of talent there

-Daryl Macfarlane
Quit Bangladesh and become a free lance player, he’s one of the best and it’ll cost him too much money

হায়রে বিসিবি তোরা বুঝলি না!” – নাতাশা রহমান

“আবারো ঈর্ষাপরায়ণ কিছু মানুষের ঈর্ষার কাছে বলি হলো সাকিব আল হাসান। স্রেফ তিনটা মাস একটা ক্রিকেটারের ফর্ম নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নিষেধাজ্ঞার পর সাকিব আর আগের সাকিব নাও থাকতে পারে। তার বয়সী একজনের বিরুদ্ধে যদি শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকে, তাকে কাউন্সেলরের নিকট পাঠানো যেত, সেটা ঠিক করার জন্য অন্যরা তাকে নিয়ে কাজ করে যেতে পারতো। অফ দ্য রেকর্ড বলি, শৃঙ্খলাভঙ্গই যদি একজন ক্রিকেটারকে বিশ্বসেরার আসনে বসাতে পারে, তাহলে বিসিবির কি কানে কানে অন্য সব প্লেয়ারদেরকে শৃঙ্খলা ভঙ্গ করার পরামর্শই দেয়া উচিৎ নয়?

কিছুদিন আগে আশরাফুল, এবার সাকিব; আত্মঘাতী জাতি হিসেবে আমাদের আসনটা মনে হয় পাকাপোক্তই হতে চলেছে। কৃতজ্ঞতা সাকিবের প্রতি শুধু ক্রিকেট খেলার মাধ্যমেই আমাকে আমাদেরকে অসংখ্যবার গর্বিত হবার সুযোগ করে দেয়ার জন্য। অন্য কিছু নয়, তার সবচেয়ে বড় পাপ ভুল সময়ে, ভুল জায়গায় জন্মগ্রহণ করা। জন্মই তার আজন্ম পাপ।” – Mainul Raju

পাপন সাহেব তুমি এখন নতুন এরশাদ রূপে আবির্ভূত হইছ ……… কেমনে পারলা সাকিবকে এভাবে ওর কথা গুলার দাম না দিয়া এই ন্যাক্কারজনক কাজটা করতে

শুধু চাইছিল ক্যারাবিয়ান লিগে খেলতে তার জন্য এই দণ্ড। পুরাই হতাশ… …… যত কথাই বলেন সাকিব বাংলাদেশের ক্রিকেটের আইকন। ওরে ছাড়া কোন ম্যাচ কল্পনা করা যায় না।

গত চার-পাঁচ বছরে ও অনেক কিছুই করছে দেশের ক্রিকেটের জন্য…… এই গুলা ভুইল্লা গেলি রে পাপন আর এই প্রতিদান দিলি।

২০১৫ তে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ আর দেশের বাইরে খেলার অভিজ্ঞতা শুধু আছে বলতে গেলে সাকিবেরই আর অন্যান্য খেলোয়াড়দের অভিজ্ঞতা খুবই কম। তাই যদি বেশী বেশী যদি তাদেরকে Hard Pitch Bouncy Wicket-এ খেলতে দেয়া তা অনেক ভাল হবে প্লেয়ারদের জন্য।

সাকিব সত্যিই সম্মান পাওয়ার যোগ্য…………… ………

‪#‎Keep_Clam_AND_SUPPORT_Sakib‬” – Nitish Ranjan Bhowmik

“একটা সময় ছিল সাকিব পুরো দলসহ ভালো করেছিল। তারপর তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। এবার কেড়ে নেয়া হলো একজন খেলোয়াড় হিসেবে অংশগ্রহনের অধিকার। এধরনের শাস্তি পাওয়ার মত কিছু হয়েছে – তা তো চোখে পড়ল না। আপনাদের কারো কিছু চোখে পড়েছে?” – শাহেদ মুহাম্মদ

“আগামী ছয় মাস বাংলাদেশের সকল খেলা দেখা বন্ধ করে দিলাম। পাপন ইচ্ছা মত চাইলেই শাস্তি দিতে পারে না। আর যদি শাস্তি দিতেই হয় এইখানে সাকিব একা দোষী না। বাংলাদেশ দলটাও পাপনের একার না।” – রিদওয়ান হোসেন অক্ষর

“সাকিব আল হাসান কত বড় তারকা এবং কত ক্ষমতাবান একজন তারকা তা বুঝতে একটা ব্যাপারই যথেষ্ট। ফুটবলজ্বরে কাতর এক দেশ থেকে আধা দিনেই তিনি বিশ্বকাপ উন্মাদনাকে ‘নাই’ করে দিয়ে সবার সব আলোচনা, আবেগের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন।

‘ব্রাজিল-জার্মানি ম্যাচ’, ‘আর্জেন্টিনা কি পারবে?’, মেসি, নেইমার এখন কিছুই আর কারো মাথায় নেই। সবার সব চিন্তাভাবনা এই মুহূর্তে সাকিবকে নিয়েই। নিজের এতখানি ক্ষমতা একজন মানুষ যত বেশিক্ষণ টের না পায় সেটাই ভালো। কোনভাবে টের পেয়ে গেলে দুটো ব্যাপার হতে পারে। তিনি প্রচন্ড বিনয়ী হয়ে উঠতে পারেন, অথবা হয়ে উঠতে পারেন চরম উদ্ধত।

আমি প্রার্থনা করি, সাকিব আল হাসান নিজের ক্ষমতা এখনো জানেন না। জানলে দ্বিতীয়টি ঝেড়ে ফেলে প্রথমটিই হয়ে উঠবেন। আমি মনে প্রাণে প্রার্থনা করি, তিনি এখনো নিজের ক্ষমতা জানেন না।” – সামিউল আজিজ সিয়াম

ওরে এমন একটা সিচুয়েশনে ফেললো যে এখন সে রাগ করে অবসর নিতেও পারবে না!! কারণ এই ইস্যু নিয়া থ্রেট দেয়াতেই এই শাস্তি, আর সে বলসে ঐরকম কিছু সে বলে নাই!! ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ, দেড় বছর দেশের বাইরের কোন লীগে খেলতে পারবে না, যার মধ্যে থাকবে অন্তত ১টা আইপিএল, ২টা বিগ ব্যাশ, ২টা সিপিএল, ২টা এসএলপিএল, তো ও করবে টা কি???!!! ঘাস কাটতে পারে পাপন স্যারের জন্য, উনি জাবর কাটবেন।

আর বুঝলাম না, হাতুড়ে মিয়ার বাড়াবাড়ির দরকার কি ছিল, আরে ভাই টীম গেইম ভালো কথা, কিন্তু কেউ তো ওর লেভেলের নাই এই টীমে, এদের সাথে থাকলেই কি, না থাকলেই কি??!! ১০ দিন বেশী টী-২০ খেললে তো আর সে টেস্ট/ওয়ানডে খেলা ভুলে যাবে না! ম্যাচ প্র্যাক্টিসই তো দরকার, তো সেটা যেখানে সিরিজ খেলবে সেই দেশে, সেই কন্ডিশনে হলে সমস্যা টা কি??!! আজব একটা অবস্থা। দেশের সেরা ক্রিকেটার কে ৬ মাস বসায়ে রেখে তারপর বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পাঠাবো আমরা, ভালো তো? ভালো না?

সাধারণের চেয়ে বেশী প্রতিভাবান হওয়া, একটু বেশী কিছু করাই পাপ এই দেশে…১৬ কোটি একদম আমজনতার দেশে পরিণত হওয়ার আগপর্যন্ত থামবো না আমরা সাকিব, দুঃখ পাইস না।” – Niaz Morshed

বাংলাদেশ লজিকঃ কোন কিছু ভালো মনে হচ্ছে? আছাড় দিয়া ছুঁইরা ফেলায় দেও, কোনদিন যাতে মাথা তুলতে না পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে আইডলের অভাব নেই, সাকিবের সামনে অনেকরকম ইমেজ গড়ে তোলারই সুযোগ ছিল। সে হতে পারত টেন্ডুলকার, গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, ক্যালিস, দ্রাবিড়দের মত ক্লিন ইমেজের মহানায়ক। টাকা তাঁরা কম কামাননি, রেকর্ড তাঁরা কম ভাঙেননি, শত কোটি মানুষের প্রত্যাশার চাপ তাঁরা কম সময় সামলাননি, অথচ আচরণেও তাঁরা ছিলেন অসামান্য, তাঁরা ক্রিকেটের কিংবদন্তি। সাকিব হতে পারতেন আমাদের ক্যালিস, আমাদের গিলক্রিস্ট। উল্টো তিনি হয়ে বসলেন আমাদের শোয়েব আখতার, আমাদের বিরাট কোহলি, আমাদের শ্রীশান্ত :S লে হালুয়া!

ওদিকে, আমাদের ক্রিকেট বোর্ড ভাবল, আরি আরি আরি! আমরা কি গাঙ্গের জলে ভাইসা আসছি নাকি? আমাদের একটা মান ইজ্জত আছে না! সাকিব আমাদের পায়ে ধইরে সালাম করবে, আসতে যাইতে দুইবার। তাইলেই না ঘরে গিয়ে বৌকে বলতে পারব, তুমি মেজাজ দেখাইতে আইসো না, সাকিব পর্যন্ত আমারে সালাম দিয়া চলে!

ওহে বোর্ড, মানুষ সামলানোর সামর্থ্য তোমার নাই। সাকিবদের দরকার কাউন্সেলিং, দরকার দিকনির্দেশনা, যাতে তারা শোয়েব আখতার না হয়। তা না করে উটকামার্কা ইয়ার্কিমার্কা ক্ষ্যামতা দেখায়ে ক্রিকেট ধ্বংস করার অধিকার তোমার নাই।” – Raiyan Abdul Baten

ঋদ্ধির মাঝখানে অদ্ভুত একটা সমস্যা দেখা দিল। হুট হাট খামচি বসিয়ে দেয়। সে কী খামচি! অভিজ্ঞ বাবা-মাদের সঙ্গে কথা বলে বুঝলাম, ওর খামচি দেওয়ার স্বভাব এখানেই থামাতে হবে। নয়তো এর পর কামড় দিতে শুরু করবে। ওকেও আলতো করে খামচি দিতে হবে। বুঝিয়ে দিতে হবে, খামচিতে অন্যেরা কত কষ্ট পায়। এটা করা ঠিক না।

বিসিবি সভাপতি আজ লম্বা একটা বক্তৃতা দিয়েছেন। বলেছেন, “এটি এক মাস, দুই মাস ধরে করছে না। তারা বহুদিন ধরেই করছে। বিষয়গুলো এড়িয়ে চলতে চলতে অনেক বড় হয়ে গেছে। দেশের মূল্যবান খেলোয়াড় বলেই আমরা এড়িয়ে গেছি। বোর্ড মনে করছে, এভাবে এড়িয়ে চললে তারা ভবিষ্যতে কাউকে আর মানুষ মনে করবে না! এটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”

সমস্যা যখন চিমটি পর্যায়ে ছিল, তখন সমাধান করলে সাকিব উপকৃত হতেন, তার চেয়েও বেশি উপকৃত হতো আমাদের ক্রিকেট।
বাবা হিসেবে আমার সন্তানকে যথাসময়ে শোধরাতে না পারা আমারই ব্যর্থতা। ১৯ বছর বয়সে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেছেন। ২২-২৩ বছর বয়স থেকেই আন্তর্জাতিক তারকা। এই বয়সের একটা ছেলেকে ঠিকমতো পথ দেখানোর দায়িত্বটা বিসিবি পালন করেছে তো?

দায় শুধু সাকিবের? বিসিবির দায় নেই? সাকিবই শুধু অপেশাদার? বিসিবি খুব পেশাদার?
সাকিব নিষিদ্ধ হয়েছেন। এবার বিসিবির সেই সব ব্যর্থ কর্মকর্তারাও নিষিদ্ধ হবেন কি?” – Rajib Hasan

এবার নিশ্চিত হলাম, গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার দূরবস্থার পেছনে কাদের দায় সবচেয়ে বেশী। এরকম বোর্ড আর তার সভাপতি যেই দলের, তাদের কাছ থেকে এর বেশী কিছু আশা করা ঠিক হবে না।

সাকিবের যখন থেকে জাতীয় দলে খেলে আসতেছে, ওর প্রত্যেকটা বল, প্রত্যেকটা ব্যাটিঙের মুহূর্ত দেখার চেষ্টা করেছি। আমি নিশ্চিত, ওর চেয়ে বেশী প্রচেষ্ঠা, তীব্রতা নিয়ে বাংলাদেশ দলে আর কেউ খেলে না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সে, এমনকি অন্য কেউ সেটা না করলে তার সাথে ওর ব্যাবহার দেখেও সেটা বোঝা যায়।

দেশের জন্য কতবার কতভাবে সে অবদান রেখেছে সেটা কি আমরা ভুলে গেছি? বল হাতে উইকেট পাবার পর তার ছবিতো আমার এখনো চোখে ভাসে। ব্যাটিঙে তার গড় দলের অন্যতম সেরা। বিশ্বের সেরা অলরাউন্ডারের পদটি সে ধরে রেখেছিল রেকর্ড সবচেয়ে বেশী সময় ধরে।

এর প্রতিদান আমরা কিভাবে দিয়েছি? একদিন ব্যাটিঙে খারাপ করলে দর্শকরা পাশ থেকে কুৎসিত মন্তব্য করেছে। বিয়ের আগে থেকে তার স্ত্রীকে নিয়ে এই বাংলাদেশের মানুষ যত কুৎসিত কথা বলেছে, এবং এখনো বলছে, তার কোন তুলনা আমি দেখিনি।

কেন? কোন অপরাধে? সে আমাদের অনেকের চাইতে বেশী সফল। এটাই একমাত্র কারণ। নরকের বাংলাদেশীদের দরজায় দারোয়ান লাগে না। সাকিবকে দেখে এর সবচেয়ে ভাল প্রমাণ আমি পেয়েছি।

সবচেয়ে বেশী হাসি পায় আশরাফুলের সাথে সাকিবের দেশপ্রেমের তুলনা দেখে। দু’তিনটা ভাল ইনিংস খেলে বাকিটা সময় যে চরম দ্বায়িত্বহীন, দেশকে বেঁচে দিয়ে ধরা খাওয়ার পর স্বীকারোক্তি দিয়ে সে আজ বাংলাদেশের সবচাইতে সৎ মানুষ হয়ে গেছে!

ছয়মাস পর সাকিব ফিরবে কিনা সেই সিদ্বান্ত তার। কিন্তু আমি বিশ্বাস করি না এই সিধ্বান্ত আমাদের বোর্ড দেশের ভালর কথা ভেবে নিয়েছে। অন্তত কোন আদর্শের কারণে এই বোর্ড এই সিধান্ত নেয় নি। এটা আমাদের দেশের ক্রিকেটকে শেষ করার ষড়যড়যন্ত্র ।

আমি ভুলে যাই নি এই কিছুদিন আগেই বিসিসিআই যখন দ্বিস্তর টেস্ট করার প্রস্তাব দিয়েছিল, যার এক কোনায় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস তুলে নেবার প্রস্তাব ছিল, আমাদের বোর্ড সেটায় মেনে নিয়েছিল। জনমানুষের চাপে সেই প্রস্তাবে সমর্থন দিতে পারেনি তারা।

আমাদের জেগে উঠবার তাই আবার সময় হয়েছে। নয়ত অনেক বেশী দেরী হয়ে যাবে। এরপর হয়ত কেনিয়ার পাশে ঠাই হবে বাংলাদেশ ক্রিকেট দলের।” – Hasan Shahid Ferdous

লুইস সুয়ারেজ যখন চিয়েলিনিকে কামড় দিয়ে শাস্তি পাইলো তখন তার শাস্তির বিরুদ্ধে অবস্থান নিসে উরুগুয়ের ফুটবল ফেডারেশন, ফিফার সাথে নেগোসিয়েশানে গেসে। বাড়ির সবচেয়ে আদরের ছোট ছেলে/মেয়েটার একটু-আধটু ছেলেমানুষি, ন্যাকামি, ভুল-ত্রুটি যেমন পরিবারের সবাই সচেতনভাবে এড়িয়ে যায়, উরুগুয়ের মানুষ এবং তাদের ফুটবল এ্যাসোসিয়েশান তেমনি তাদের সেরা সন্তানের দোষ-ত্রুটিগুলাকে ক্ষমা করে দিসে, দিয়ে তার পাশে দাড়াইসে। কামড় দিয়ে নিষিদ্ধ হওয়ার পরেও দেশে ফিরে এয়ারপোর্টে বীরের সংবর্ধনা পাইসে।

আমাদের সুয়ারেজ হলো সাকিব। ৫টা না ১০টা না, একটাই সাকিব আমাদের। সাকিব হাসলে পুরা ১৬ কোটি মানুষ হাসে, কাদলে পুরা দেশ কাদে কিন্তু আমাদের বোর্ড কাদে না। তারা সাকিবের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে শাস্তি দেয় কিন্তু এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা ঠিকই বুক উচু করে চলে, বোর্ডের বড় বড় পদে থেকে আত্মীয়-স্বজনদের দলে থাকা নিশ্চিত করে। আশরাফুলের ঘটনায়ও সেইম হইসিলো। বলদ আশরাফুল স্বীকার কইরা ফাইসা গেলো কিন্তু খালেদ মাহমুদ সুজনরা তাদের জায়গায়ই থাকলো; সাকিবও শাস্তি পাইলো কিন্তু আকরাম খান ঠিকই পদে বহাল থাকলো। মৌখিক অনুমতি নিয়ে বাইরে খেলতে যাওয়া(তাও যে দেশে পরবর্তী সিরিজ, সেই দেশেই) খেলোয়াড় যখন বহিষ্কৃত হতে পারে তখন হংকং, আফগানিস্তানের সাথে ১৫/২০দিনের ব্যবধানে হারার পরেও কেন সংশ্লিষ্ট বোর্ডের কেউ বহিষ্কৃত হয় না? দায় সাকিবের একার? দোষ সবই ওর?

সাকিব শাস্তি পাওয়ার যোগ্য না তা বলি না, বার বার শৃঙ্খলাভঙ্গের দায়ে শান্তি তাকে দেয়াই যায় কিন্তু ৬ মাস বহিষ্কারের সাথে দেড় বছর বাইরে খেলতে না পারাটা বেশিই অনৈতিক শাস্তি মনে হয়। সাকিবের সাথে কথা হইসে কোচের, সেই কথোপকথন কই? সাকিব যেহেতু ১৬ কোটি মানুষের, তাহলে ১৬ কোটি মানুষের অধিকার আছে তার সেই বক্তব্য শুনে তার ব্যাপারে মন্তব্য করার। পাপন সাহেব, আপনি খুব ভালো করে জানেন কে/কারা এর পিছে আছে, তাদের ধরেন। আপনি সিস্টেমটাকে ঠিক না করে যদি সিস্টেমের মধ্যে পড়ে যাওয়া কাউকে শাস্তি দেন, তাহলে আল্টিমেটলি সিস্টেমটা আরো বেশী করাপ্টেডই হবে।

কোনো ব্যাপারেই কোনো পক্ষের বেশি বাড়াবাড়ি ভালো না, এতে হিতে বিপরীত হয়।” – রাফিউল সাব্বির

ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আর দেড় বছরের জন্য দেশের বাইরের যেকোন লিগ টুর্নামেন্টে নিষিদ্ধ সাকিব।

ভুল একবার হলে তাকে ভুল বলে। দু তিনবার হলেও বলা যায়। কিন্তু যেটা বারবার হতেই থাকে, সেটাকে স্বভাব বলে। ভুল ক্ষমায় শোধরাতে পারে, স্বভাব শোধরাতে শাস্তি ছাড়া আর কোন উপায় নেই।

তার স্বভাব বোঝার পরেও তাকে শাস্তি দেয়া হয়নি। বারবার ক্ষমা করা হয়েছে। যতবারই কোন কান্ড করেছেন, যতজন বিপক্ষে কথা বলেছে তার চেয়ে একজন বেশি হলেও দাড়িয়ে গেছে তার পাশে। তার পাশে সবসময় দাড়িয়েছে শীর্ষ সব পত্রিকা। এমনকি টিভি ক্যামেরায় তার ওই চুলকানি কান্ডের পর তাকে দেয়া যৌক্তিক শাস্তির বিরোধিতাও করেছে হাজারো মানুষ। এত মানুষের ‘অন্ধ ‘ ভালোবাসাও কমাতে পারেনি পাহাড়সম অহংকারের এক বিন্দুও!

শাস্তিটা অনেকদিন ধরে পাওনা ছিল সাকিবের। শাস্তি যে দেশের ক্রিকেট আর তার নিজের জন্যই ইতিবাচক, সেটা বাংলাদেশের মানুষ যত দ্রুত বুঝবে, ততই ভাল। দেশের চেয়ে ব্যক্তি বড়, এটা আমাদের রাজনীতি থেকে ক্রিকেটেও যেন ছড়িয়ে না পড়ে। রাজনীতি তো সেই কবেই পৌছেছে, ক্রিকেট টাও নইলে পুরো পচে যাবে।

বাংলাদেশ সাকিব আল হাসানকে পেয়ে ধন্য হোক না হোক, শুধুমাত্র বাংলাদেশে জন্মেছেন বলে সাকিব আল হাসানের ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ। এর থেকে অনেক সামান্য অপরাধের জন্য প্রায় শেষই হয়ে গেছে কেভিন পিটারসেনের ক্যারিয়ার। অন্য যেকোন ক্রিকেট বোর্ড এর চেয়ে আরো হাজার গুন কড়া শাস্তি দিতে পারতো। সাকিব যে দেশের ক্রিকেটে জন্মেছে অভাবী অসহায় এক মায়ের কোলের একমাত্র সন্তান হয়ে, যত যাই করুক তার আশাতেই থাকতে হবে। কিন্তু তাই বলে সন্তান যখন এজন্য মাকে ব্লাকমেইল করতে শুরু করে, তখন এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারেনা।

প্রিয় সাকিব আল হাসান, আমি আপনাকে খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করি, ভালবাসি। আগের মতই ভালবাসি। এজন্যই চাই আপনি কিছুদিন নিষেধাজ্ঞা কাটিয়ে সুস্থ হয়ে ফিরে আসুন। আপনি অসুস্থ, অহংকার আর ক্ষমতার দাপট আপনার রোগে পরিণত হয়েছে। সুস্থ হয়ে উঠুন প্রিয় খেলোয়াড়। যে দেশ আপনার চোখে দেশের জন্য অশ্রু দেখে কেদেছিল, তারা ভবিষ্যতে আপনার আজীবন নিষেধাজ্ঞার আদেশে কাদতে চায়না! যে ছেলেটা বড় হয়ে সাকিব হতে চায়, সে যেন দারুন একটা মানুষ হয়ে ওঠে বড় হয়ে, অহংকারী আর বেয়াদব না!” – সামিউল আজিজ সিয়াম

 

অন্য স্বর সম্পর্কে

ননরেজিস্টার্ড সদস্যগণও যেন সরবে লিখতে পারেন সেই জন্য এই একাউন্ট। যোগাযোগ পাতায় কিছু লিখে জমা দিলে সরব এর মডারেটরগণ তা মূল্যায়ন করবেন। মনোনীত হলে এই একাউন্ট দিয়ে ছাপা হবে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to সাকিব সমাচার

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    কয়েক দিন যেতে না যেতেই সব সাড়া শব্দ বন্ধ!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।