আজ থেকে দুই বছর আগের গল্পটা অন্যরকম ছিলো। সদ্য প্রেমে পড়া মেয়েটির আকাশ জুড়ে ছিলো রঙ্গিন প্রজাপতি আর স্বত্বা জুড়ে ভীষণ ভালোবাসা। লাল গোলাপ তখন ভালো লাগে। মেয়েটার ভালোবাসার কল্পনা গুলো সাজাতে গেলে তা হয়তো এক্সোস্ফিয়ার ও ছাড়িয়ে যেতে পারতো। ছেলেটার সহজ ব্যস্ততা যখন ফুটবলের জালে আটকে থাকে, মেয়েটার ভালোলাগার জালে না বলা অভিমান টলটলে শিশিরের মতো জমতে শুরু করে।
আজ থেকে দুই বছর আগের গল্পটা অন্যরকম ছিলো। ভালোবাসার মানুষের জন্মদিন ও বুকের ভেতর আনন্দের ফুলকি তুলতে পারে মেয়েটা প্রথম জেনেছিলো।সারামাস অনেক ভেবে করা সারপ্রাইজ প্ল্যান নিয়ে ভাবতেই ভাবতেই রাত ভোর হয়ে গিয়েছিলো।
আজ থেকে দুই বছর আগের অন্যরকম গল্পটার শেষ কল্পনা গুলোর মত সুন্দর ছিলো না। রেড ব্রিকের বিল্ডিঙ্গের সামনে থাকা সাদা টিনের ডাস্টবিন সেদিন চকলেট ক্রীমে মাখামাখি হয়ে ছিলো। ছেলেটার ফোন বন্ধ সারাদিন। মেয়েটার চোখ জল টলমল। লাল গোলাপ, নিজ হাতে বানানো কার্ড, মিঃ বেকারের কেক সব মিলে ঝিলে একাকার।
আজ থেকে দুই বছর আগে মেয়েটার খেয়ালী কল্পনায় কেউ একজন ছিলো। ম্যান ইউর খেলায় বুঁদ হয়ে থাকার গভীর রাতে এক কাপ চা হাতে ফুটবল অজ্ঞ মেয়েটা যার পাশে বসতে চাইতো।
আজ থেকে দুই বছর আগে তারা দুইজন ছিলো। তাদের ভালোবাসার গল্পটা প্রেমের গল্প হয়নি। কেউ একজন বলেছিলো ভালোবাসি না, কখনো বাসিনি। আর সাথেই সাথেই তাদের সাধারণ গল্পটা আরেকটা বিচ্ছেদের গল্প হয়ে গিয়েছিলো।
আজ থেকে দুই বছর আগের গল্পটা অন্যরকম ছিলো।
আজ থেকে দুই বছর আগের গল্পটা অন্যরকম ছিলো।
ছবি কৃতজ্ঞতাঃ Artpics Photography
https://www.facebook.com/ArtPics.tv
আর দুই বছর পরের গল্পটা?
দুই বছর পরের গল্পটা জানিনা ভাইয়া। মেয়েটার সাথে দেখা হলে জেনে নিবো… 🙂
জেনে নিয়ে আমাদের ও জানাবেন 😛
আচ্ছা! 😛
🙁
🙁 🙁
দুই বছর পরের গল্প শুনতে চাই 🙂
হয়ে যাবে বলা… কোন একসময়… 🙂
🙁 🙁
তুই কেন মন খারাপ করছিস? 🙁