বিস্বাদ বিষাদ. . . এবং অসম্পূর্ণতা

এলোমেলো লক্ষ্যবিহীন জীবন চলছে তার! এখন আর সে প্রাণশক্তি অনুভব করে না, কেমন যেন থম মেরে গেছে তার জীবনের গল্পগুলো।

মানুষ বড় বিচিত্র প্রাণী। মানুষের তৈরি সমাজ আরও বিচিত্র। কিছুতেই হিসেব মেলে না তার।

বিষাদের মত বিস্বাদ অনুভূতি আর নেই, আর সেই বিস্বাদ ক্ষণগুলো ধারণ করে রাখে জীবনের অসম্পূর্ণ গল্পগুলোকে।

সবাইকে ঈদের শুভেচ্ছা!

রাইয়্যান সম্পর্কে

'এক্সট্রোভার্ট' শব্দটা আমার সঙ্গে বেশ মানিয়ে যায়-- পছন্দ করি নতুন মানুষের সাথে পরিচিত হতে। একজন ভোজন বেরসিক; খেলাধুলায় Own Goal ও Wide Ball এক্সপার্ট। তড়িৎ প্রকৌশলের ছাত্র, স্বপ্ন দেখি জীবনটাকে অর্থবহভাবে কাজে লাগানোর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to বিস্বাদ বিষাদ. . . এবং অসম্পূর্ণতা

  1. চিন্ময় বলেছেনঃ

    Eid mubarak

  2. রুহশান আহমেদ বলেছেনঃ

    হিসাব মিলনা? স্ট্যাটিস্টিক্স দিয়ে মিলিয়ে ফেলেন।

    ঈদ মুবারক।

    • রাইয়্যান বলেছেনঃ

      হাহাহা, যখন জীবনের আশ্চর্য সব বৈচিত্র ধরা দিতে থাকে, তখন নিশ্চিত হই, “ঈশ্বর পাশা খেলেন!!!” 😛

      ঈদ মুবারাক!

  3. ইকু বলেছেনঃ

    ঈদের শুভেচ্ছা 🙂

  4. সামিরা বলেছেনঃ

    ঈদ উপলক্ষ্যে এত বিষণ্ন পোস্ট? 🙁
    ঈদ মুবারাক!
    মাঝে মাঝে লক্ষ্যবিহীন থাকাটা ভালো মনে হয়। সবসময় না অবশ্যই!

    • রাইয়্যান বলেছেনঃ

      হুম, মন খারাপ ছিল তখন, তো ভাবলাম সরবেই লিখে ফেলি। সন্ধ্যা নাগাদ অবশ্য মন ভালো হয়ে গেছিল গ্যাদাবাচ্চা কাজিনদের সাথে দৌড়ঝাঁপ করতে গিয়ে 😀

      ঈদ মুবারাক! 😀

  5. শারমিন বলেছেনঃ

    ঈদ মুবারাক 😀

  6. অনাবিল বলেছেনঃ

    বিষাদের মত বিস্বাদ অনুভূতি আর নেই, আর সেই বিস্বাদ ক্ষণগুলো ধারণ করে রাখে জীবনের অসম্পূর্ণ গল্পগুলোকে।

    এই অনুভূতি গুলো কেন আসে মাঝে মাঝে খুব ভাবনা জাগে…………………

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।