হাতে লেখা চিঠি

মেয়েটি বলল তাকে প্রতিদিন একটি করে চিঠি দিতে।

ছেলেটি দিল ই-মেইল।

মেয়েটি বলল, না হবে না। আমাকে চিঠি দিতে হবে। কাগজের চিঠি।

ছেলেটি এর পর ওয়ার্ডে লিখে তা প্রিন্ট করে সুন্দর একটি খামে করে মেয়েটিকে চিঠি পাঠিয়ে দিল।

মেয়েটির তাতেও হবে না। বলল, না। তোমার হাতের লেখা চিঠি হতে হবে। তোমার নিজ হাতে লিখতে হবে।

ছেলেটি পড়ছে বিপদে। কবে কাগজে কলমে লিখছে ভুলেই গেছে। এখন চিঠি লিখতে হবে? ভালোবাসা বলে কথা। ছেলেটি নিজ হাতে সব গুলো অক্ষর লিখলো। এরপর এগুলো দেখে ইলাস্ট্রেটর এ ফন্ট গুলো ডিজাইন করল। তারপর একটি ফন্ট ডেভেলপ করল। শুধু ঐ মেয়েটিকে চিঠি লিখবে বলে।

মেয়েটিকে চিঠি দিয়ে বলল, দেখো, একদম আমার নিজের হাতের লেখা।

মেয়েটি চিঠিটি পড়ার আগে নেড়ে চেড়ে দেখল। হাতের লেখাই, কিন্তু এমন নির্ভুল দেখে বলল, চিটিং করেছো?

ছেলেটি এক টুকরো মিস্টি হাসি দিয়ে বলল, সবই তোমার জন্য 🙂

জাকির হোসাইন সম্পর্কে

একজন প্রোগ্রামার। লিখতে প্রচন্ড ভালোবাসি। দুটোই। কোড এবং গল্প বা ফিকশন। পেশা হিসেবে একজন ফ্রীল্যান্সার। প্রযুক্তি নিয়ে লেখা গুলো পাওয়া যাবে আমার টেক ডায়েরীতে
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to হাতে লেখা চিঠি

  1. শারমিন বলেছেনঃ

    🙂 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।