গেল কয়েক বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে কয়েকটি ভাল দিক যুক্ত হয়েছে, আমার মতে তার মাঝে অন্যতম হল বছরের প্রথম দিনেই নতুন ক্লাসের বই হাতে পাওয়া! অল্প কয়েক বছর আগেও বছরের শুরুতেই নতুন ক্লাসের বই পাওয়া হত না এমন। নতুন বই হাতে আসতে আসতে প্রায় দুই-আড়াই মাস সময় লেগে যেত। সত্যি বলতে, আমি নিজে ক্লাস নাইনে ওঠার পর আমার পদার্থবিজ্ঞান বইটা হাতে পেয়েছিলাম ২৬ মার্চের এক সকালে।
বই পেতে এত দেরী হলেও স্কুলে তো আর অতদিন পর্যন্ত ক্লাস বন্ধ করে বসে থাকে না! তো যা করা হত, তা হল আগের বছরের বই যোগার করে নিয়ে পড়াশোনা শুরু হয়ে যেত।
২০০৬ সালের কথা বলি, আমি তখন কেবল ক্লাস সিক্সে উঠেছি। স্কুলে ততদিনে ক্লাস শুরু হয়ে গেলেও হাতে নতুন বই আসে নি। আব্বু কোত্থেকে যেন এক সেট বই যোগার করে এনেছিলেন, তাই দিয়ে আমার পড়াশোনা মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। কিছুদিন পর নতুন বই হাতে পাবার পর প্রবল উৎসাহে সেই বই উল্টেপাল্টে দেখা শুরু হয়ে গেল।
একটা ব্যাপার খেয়াল করলাম, বেশ কিছু তথ্য আমি পুরোনো বই থেকে যা পড়ে নিয়েছি, তার সাথে মেলে না। নতুন ‘সংস্করণ’র বই – এমনটা হতেই পারে। কিন্তু ঝামেলাটা হল তখনই, যখন দেখলাম এই তথ্য বিচ্যুতির অনেক কিছুই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত। :/ একটা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক তথ্য কেমন করে আলাদা হতে পারে, আমার ছোট্ট মাথায় ব্যাপারটা ঠিক ঢোকে নি।
সে যাই হোক, মুক্তিযুদ্ধ নিয়ে আমি কখনই খুব বেশী মাতামাতি করি না অনেকের মত। তবে চেষ্টা করি মুক্তিযুদ্ধের চেতনাটাকে নিজের মাঝে ধারণ করবার। সে হিসেবেই, মুক্তিযুদ্ধের ইতিহাস, বই নিয়ে বেশ খানিকটা আগ্রহ আছে আমার। শাবিপ্রবিতে ভর্তি হবার পর এখানকার লাইব্রেরিতে এসে একটা দারুণ ভালো কিছুর খোঁজ পেলাম আমি, কেন্দ্রীয় গ্রন্থাগারের মুক্তিযুদ্ধ কর্নার! আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে দেশে-বিদেশে প্রকাশিত প্রায় তের’শ বইয়ের এক সংগ্রহ! বেশ পছন্দের জায়গা আমার!
এখানে অনেক বই হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে গিয়ে একটা ব্যাপার চোখে পড়ে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সময়ের সাথে সাথে বেশ খানিকটা বৈচিত্র্য ধারণ করে! ব্যাপারটা একটু কেমন জানি!
আরও একটা ব্যাপার নজরে এল, আমাদের মুক্তিযুদ্ধের বইগুলোর তেমন কোন তালিকা খুঁজে পাওয়া যায় না। সেই প্রেক্ষিতেই এই লেখায় হাত দেয়া। সিরিজ আকারে এই লেখার আমি চেষ্টা করব প্রকাশকালের ক্রমানুসারে আমাদের মুক্তিযুদ্ধের বইগুলোর একটা তালিকা তৈরি করবার। এটা তারই প্রথম পর্ব। পাঠক চাইলে আপনারাও আপনাদের পছন্দের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তথ্য দিয়ে এই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমায় সহায়তা করতে পারেন। এছাড়া যেকোন প্রস্তাব থাকলে তাও জানাতে পারেন!
তালিকা তৈরি করতে যেয়ে আরও একটা দিকে দৃষ্টি আটকে গেল, সেটা হল বইগুলোর লেখক এবং প্রকাশক বা প্রকাশনী সংস্থা। আমি এই তালিকায় তাই প্রকাশক/প্রকাশনীর নামও উল্লেখ করে দিলাম।
বইয়ের নাম | লেখক/সম্পাদক | প্রকাশক | প্রকাশকাল |
সেক্টর কমান্ডাররা বলছেন মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা | আশরাফ কায়সার, শাহরিয়ার কবির | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ১৯৯২ |
১৯৭১ | হুমায়ূন আহমেদ | মাওলা ব্রাদার্স | জানুয়ারী ১৯৯৩ |
সেই অন্ধকার | ম. হামিদ | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ১৯৯৭ |
মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী | সুকুমার বিশ্বাস (সম্পাদিত) | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ১৯৯৯ |
অবরুদ্ধ বাংলাদেশে পাকিস্তানি সামরিকজান্তা ও তার দোসরদের তৎপরতা | ডঃ সুকুমার বিশ্বাস | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০১ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিপিআইএম ও গণশক্তি | ডঃ সুকুমার বিশ্বাস | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০১ |
মুজিব-ভুট্টো-মুক্তিযুদ্ধ | সোহরাব হাসান | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০১ |
Mujibnagar Government Documents 1971 | প্রোফেসর সালাহুদ্দিন আহমদ | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০৫ |
তালাশ | শাহীন আখতার | মাওলা ব্রাদার্স | জানুয়ারী ২০০৬ |
স্বাধীনতা ও জরিনারা | হাশেম খান | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০৭ |
ঢাকা অ্যালবাম ১৯৪৮-১৯৭১ | মুনতাসির মামুন ও হাশেম খান (সম্পাদিত) | মাওলা ব্রাদার্স | ফেব্রুয়ারি ২০০৭ |
একাত্তরে গণহত্যা ও নারী নির্যাতন | আসাদুজ্জামান আসাদ | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ১৯৯২ |
গুলিবিদ্ধ একাত্তর | হাশেম খান | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০০ |
যেসব হত্যার বিচার হয়নি | মুনতাসির মামুন | সময় প্রকাশনী | ফেব্রুয়ারি ২০০০ |
একাত্তর উপাখ্যান | সাইদ হাসান দারা | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০০ |
একাত্তরের গণহত্যা নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার | শাহরিয়ার কবির | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০০ |
চিয়ারি বা বুদু ওরাঁও কেন দেশত্যাগ করেছিল | আনিসুল হক | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০০ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সর্বাধিনায়ক ওসমানী | মোঃ আব্দুল আজিজ | সময় প্রকাশন | এপ্রিল ২০০০ |
ইয়াহিয়া খান ও মুক্তিযুদ্ধ | মুনতাসির মামুন | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০১ |
মুক্তিযুদ্ধ মুক্তির জয় | সুফিয়া কামাল | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০১ |
বীর প্রতীকের খোঁজে | আনিসুল হক | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০১ |
মুক্তিযুদ্ধে ফ্রগম্যান | মোঃ মুমিনূর রহমান | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০২ |
মা | আনিসুল হক | সময় প্রকাশনী | ফেব্রুয়ারি ২০০৩ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকার গোপন দলিল | আসিফ রশীদ | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০৪ |
১৯৭১: আমেরিকার গোপন দলিল | মিজানুর রহমান খান | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০৭ |
কিশোর মুক্তিযুদ্ধ কোষ | মু্নতাসির মামুন (সম্পাদিত) | সময় প্রকাশন | ফেব্রুয়ারি ২০০৯ |
জননী সাহসিনী ১৯৭১ | আনিসুল হক | সময় প্রকাশনী | ফেব্রুয়ারি ২০১০ |
মূলধারা ৭১ | মঈদুল হাসান | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড | ফেব্রুয়ারি ১৯৮৬ |
একাত্তর : নির্যাতনের কড়চা | আতোয়ার রহমান | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড | ফেব্রুয়ারি ১৯৯২ |
১৯৭১ : চুকনগরে গণহত্যা | মুনতাসীর মামুন (সম্পাদিত) | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড | মে ২০০২ |
১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা | রশীদ হায়াদার (সম্পাদিত) | সাহিত্য প্রকাশ | ডিসেম্বর ১৯৮৯ |
সোনাঝরা দিন | তাহমিমা আনাম | সাহিত্য প্রকাশ | জুন ২০০৯ |
মুক্তির সোপানতলে | রফিকুল ইসলাম বীরউত্তম | আগামী প্রকাশনী | ফেব্রুয়ারি ২০০১ |
বাংলাদেশ সরকার ১৯৭১ | এইচ টি ইমাম | আগামী প্রকাশনী | ফেব্রুয়ারি ২০০৪ |
রাইফেল,রোটি,আওরাত | আনোয়ার পাশা | স্টুডেন্ট ওয়েজ | ১৯৭৩ |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (১৬ খন্ড) | হাসান হাফিজুর রহমান (সম্পাদিত) | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার | ১৯৮২ |
একাত্তরের রনাঙ্গন | শামসুল হুদা চৌধুরী | আহমদ পাবলিশিং হাউজ | জুন ১৯৮২ |
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র | বেলাল মোহাম্মদ | অনুপম প্রকাশনী | ডিসেম্বর ১৯৮৩ |
Rape of Bangladesh | অ্যান্থনি মাসকারেনহাস | পপুলার পাবলিশার্স | জুন ১৯৮৯ |
একাত্তরের নারী | মালেকা বেগম | দিব্য প্রকাশ | ফেব্রুয়ারি ১৯৯০ |
মুক্তিযুদ্ধের পত্র-পত্রিকা এবং জন্মভূমি প্রসঙ্গ | ফজলুল বারী (সম্পাদিত) | সংযোগ প্রকাশন | ১৯৯০ |
আমার বন্ধু রাশেদ | মুহম্মদ জাফর ইকবাল | কাকলী প্রকাশনী | ফেব্রুয়ারি ১৯৯৪ |
স্বাধীনতা ‘৭১ | কাদের সিদ্দিকী | অনন্যা প্রকাশনী | আগস্ট ১৯৯৭ |
একাত্তরের দুঃসহ স্মৃতি | শাহরিয়ার কবির (সম্পাদিত) | ঘাতক দালাল নির্মূল কমিটি | ১৯৯৯ |
জ্যোছনা ও জননীর গল্প | হুমায়ূন আহমেদ | অন্য প্রকাশ | ফেব্রুয়ারী ২০০৪ |
বাংলাদেশে যুদ্ধাপরাধ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন | শামীমা বিনতে রহমান | শ্রাবন প্রকাশনী | ফেব্রুয়ারি ২০০৮ |
“একাত্তরের ঘাতক ও দালালরা” | আজাদুর রহমান চন্দন | জাতীয় সাহিত্য প্রকাশ | ফেব্রুয়ারি ২০০৯ |
একাত্তরের চিঠি | সংগ্রহ | প্রথমা প্রকাশনী | ফেব্রুয়ারী ২০০৯ |
ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি | শর্মিলা বসু | C. Hurst & Co. | এপ্রিল ২০১১ |
প্রতিমা | তৌফিক আকন্দ | গতিধারা | ফেব্রুয়ারি ২০১৩ |
(চলবে…)
দারুন। লিখা চলুক।
আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ডিজিটাল লাইব্রেরীর সন্ধান দিচ্ছি-
http://www.liberationwarbangladesh.org
কয়েক শত বই পাবেন মুক্তিযুদ্ধের উপর…
স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেখক আনোয়ার শাহজাহান। বইপত্র প্রকাশন, প্রকাশকাল ২০১৬