অদ্ভুত সম্পর্ক

বন্ধুত্ব – অদ্ভুত একটা সম্পর্কের নাম।
পৃথিবীতে সবকিছু থাকার পরও বন্ধু খুঁজে পাওয়ার প্রয়োজনটা বোধ করি একটু বেশীই বেশী।
সম্ভবত এই পৃথিবী তে যে জিনিসগুলো পাওয়া সবচাইতে কঠিন, তার মাঝে এটাও একটা।

মাঝে মাঝে বন্ধুর বেশে যে মানুষগুলো আমাদের জীবনে আসে, তারা আমাদের জীবনটাকে প্রায় দূষিত করে দেয়। যে সম্পর্কটাকে শুরুতে খুব অসাধারণ বলে মনে হয়, হঠাৎ করেই হয়ত সেটা রূপ বদল করে এতটাই অন্যরকম হয়ে যায়, ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসতে চায়! এমন মুহূর্তগুলোতে জীবনের প্রান্তরে নিজেকে তখন বড্ড একলা লাগে, বড্ড বেশী একলা! পুরো পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে যায়…

কেন এই সম্পর্কগুলো হারিয়ে যায়?
এই প্রশ্নের জবাবটা আমি আজ অবধি খুঁজে পাই নি।

হঠাৎ করে যখন সবচেয়ে কাছের বন্ধুটিকে বিধাতা সরিয়ে নিয়ে যান, একরকম প্রচণ্ড রাগ হতে থাকে তখন! কেন এমন হয়! কেন তিনি এমন করলেন? মনে হয়, তিনি এতটা নিষ্ঠুর কেন!

আবার যেন নিজের মনেই উত্তরটা পেয়ে যাই! অনেকটা আকস্মিকভাবেই!
বিধাতা নিষ্ঠুর নন! তিনি নিষ্ঠুর হলে কি আমি এই জীবনটা পেতাম! আমি কি পেতাম সেই মুহূর্তগুলো, যে কথা ভাবলে এখনও আমার মুখে এক চিলতে হাসি ফুঁটে ওঠে! বিধাতার শুভদৃষ্টি না হলে কি আমি পেতাম, আমার সেই বন্ধুগুলোকে, সেই সম্পর্কগুলোকে – আমার আঁধার জগতটাকে আলোকিত করে দিয়েছিল যারা!

জীবনের বাঁকে প্রতিটা পদক্ষেপ যেন বিধাতার হাতের পুতুল খেলার মত!
প্রচণ্ড বিরক্তিকর একটা মানুষও হঠাৎ যখন উদার মনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অন্ধকারের অতল গহ্বর থেকে আমাকে টেনে তোলার জন্যে আপ্রাণ চেষ্টা করতে থাকে নিস্বার্থভাবে – তখন বোঝা যায়, বন্ধুত্ব ব্যাপারটা অতীব সুন্দর, ঐশ্বরিক একটা সম্পর্ক!

একটা সময় ছিল, যখন আমি আমার চারপাশে সম্পর্ক খুঁজে ফিরতাম, বন্ধুত্বের সন্ধান করতাম! এখন আর করি না! যা আমার, তা আমার কাছে আসবেই! আজ হোক বা কাল হোক, ভাল সময়ে হোক বা আমার খারাপ সময়ে হোক – আমার জন্যে যে সম্পর্কগুলোর আগমন এই ধরার, তারা আমাকে ঠিকই খুঁজে নেবে, ঠিক সময়টাতেই! মানুষ সম্পর্ক চিনতে ভুল করে, সম্পর্ক মানুষ চিনতে ভুল করে না! জীবনটাকে এখন চলতে দেই তার নিজের মত! কী লাভ, বিধাতার সাজানো পটে শুধু শুধু হাত দেবার চেষ্টা করে! যা আমার নয়, তাতে হাত দেবার বৃথা চেষ্টা করাটা সম্ভবত উচিত না, একদমই উচিত না! তারচেয়ে জীবনটা চলতে থাকুক নিজের মত করে, জীবনের নিয়মে… … …

অশ্রুষ্মিতা
১২ আগস্ট, সিলেট।

অশ্রুষ্মিতা সম্পর্কে

"জীবনের প্রতি হাসতে শিখ, জীবন তোমাকে হাসতে শেখাবে" - এই আমার আপ্তবাক্য! আমি সবার চাইতে আলাদা নই, আমি আমার মাঝেই সেরা... ... ... :)
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।