সরব “মুভি থেকে নেয়া” প্রতিযোগিতা

মুভি নিয়ে লিখুন আপনার অভিজ্ঞতার কথা, ভালো লাগার কথা, খারাপ লাগার কথা, চিন্তা ভাবনার কথা। মেরিলিন মনরোর কমেডি কিংবা হিচককিয়ান থ্রিলার নিয়ে আপনার ভাবনা, অ্যাকশন মুভিতে নেতিবাচকতা কিংবা রবিন উইলিয়ামস নিয়ে আপনার স্মৃতি। কোরিয়ান মুভির আধুনিকতা, অনন্ত জলিলের প্রথম মুভি দল বেঁধে দেখতে যাবার কথা কিংবা কুব্রিকের মুভির বিশ্লেষণ।লিখুন নিজের মতো করে। তবে অবশ্যই লেখা মৌলিক হতে হবে। পূর্বে প্রকাশিত লেখা বিবেচিত হবে না।

বিচার হবে সন্মানিত বিচারক মণ্ডলীর নম্বর (৭০%) এবং পোস্ট শেয়ার (২০%) + কমেন্ট (১০%)
এর সমন্বয়ে।

বিচারক প্যানেলে থাকছেনঃ
জনপ্রিয় লেখিকা একুয়া রেজিয়া, জিকসেস খ্যাত জনপ্রিয় লেখক রাসয়াত রহমান জিকো এবং মুভি ব্লগার নাজমুল হাসান দারাশিকো।

১ম পুরস্কারঃ মুভি পাগলাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ১ টেরাবাইট হার্ড ডিস্ক।

এরপরের ৫ জনের প্রতি জনের জন্য থাকছে ১ জন সঙ্গীসহ স্টার সিনেপ্লেক্সের মুভি টিকেট।

লেখা পাঠানোর নিয়মাবলিঃ shorob_movie_contest

১) মেইলের সাবজেক্ট অংশে লিখুনঃ সরব “মুভি থেকে নেয়া” প্রতিযোগিতা।

২) এরপর মেইন বডিতে লেখার শিরোনাম ও পুরো লেখাটি লিখুন।

৩) লেখার শেষে আপনার নাম এবং ফেসবুক আইডি উল্লেখ করুন।

***লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected] ***

*** লেখা পাঠানোর শেষ তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০১৪ ***

 

৫ সেপ্টেম্বর ছিল সরব “মুভি থেকে নেওয়া” প্রতিযোগিতায় লেখা জমা দানের শেষ দিন। এবং অনেক অনেক মুভিখোররা তাদের অভিজ্ঞতা, ভালো লাগার কথা আর মুভি ভাবনার কথা লিখে পাঠিয়েছেন আমাদের আর এর সাথেই আমাদের প্রতিযোগিতার প্রথম পর্যায় শেষ হল।

 

এখন শুরু দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে নির্বাচিত লেখাগুলো নিয়মিত ভিত্তিতে ৭ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে প্রকাশিত হবে www.shorob.com এ। বিচারকপ্যানেল তো বিচার কাজ করবেই সাথে এবার বিচারের কিছুটা দ্বায়িত্ব এসে পরবে পাঠকদেরও উপর। কারণ ফেসবুক শেয়ার এবং কমেন্টের জন্য থাকছে ৩০% নম্বর।
পর্যায় #২

১) প্রতিদিন সন্ধ্যা ৭টা , রাত ৯টা এবং রাত ১১টায় তিনটি লেখা শেয়ার করা হবে shorob.com থেকে।

২) সাথে সাথে পেজ থেকেও পোস্ট করা হবে লেখা।

৩) ইভেন্টে লেখা শেয়ার করা হবে না।

৪) shorob.com সাইটের লাইক কাউন্টার, ফেসবুক পেজের পোস্টের শেয়ার, শেয়ার কাউন্টার হিসেবে গণ্য হবে।

৫) সরব সাইটে “ফেসবুকানি”র কমেন্ট কমেন্ট হিসেবে গণ্য হবে।

৬) একটি লেখা পাঠকদের বিচারের জন্য থাকবে ৩ দিন অর্থাৎ যেই লেখাটি ৭/৯/২০১৪ এর সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে সেটার সময়সীমা থাকবে ১০/৯/২০১৪ সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর মাঝের সকল লাইক, শেয়ার, কমেন্ট কাউন্ট করা হবে। নির্দিষ্ট সময়সীমার পর কোন শেয়ার, কমেন্ট কাউন্ট করা হবে না।

সরব এর অফিসিয়াল সাইটঃ www.shorob.com
সরব এর ফেসবুক পেজঃ https://www.facebook.com/shorob.bd

“স্বপ্ন দেখব বলে স্বপ্ন উড়াই সরব উদ্ভাসে”

চলুন সবাই সরব হই।

**এই ইভেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবেন না। **

এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।