আমি তোমায় ভালোবাসি
যেমন শরতের সাদা মেঘ জড়িয়ে থাকে নীল আকাশ।
আমি তোমায় ভালোবাসি
যেমন তৃষ্ণাক্লান্ত পথিক চাতকের মত চায় একচুমুক জল।
আমি তোমায় ভালোবাসি
যেমন শীতের রাতে অনাথ পথশিশুটি চায় খানিক চাদরের উষ্ণতা।
আমি তোমায় ভালোবাসি
যেমন ডাঙায় উঠে আসা মাছটা তড়পাতে থাকে জলের জন্য।
আমি তোমায় ভালোবাসি
যেমন বহুদিন অভুক্ত থাকা মানুষটি শুঁকতে চায় সানকিভরা গরম ভাত।
আমি তোমায় ভালোবাসি
যেমন জ্যোৎস্না কিশোরীর জনালা চুঁয়ে বিছানা ভেঝায় পরম মমতায়।
আমি তোমায় ভালোবাসি
যেমন কালবোশেখী ঝড় উন্মত্ততা দেখায় যা আসে তার সমুখে।
আমি তোমায় ভালোবাসি
যেমন রঙধনু তার সাতরঙা হাসিতে হাসি এনে দেয় তরুণীর ঠোঁটে।
আমি তোমায় ভালোবাসি
যেমন মাঝরাতের সুনসান নীরবতা পৃথিবীকে ঘুম পাড়ায় কোমল স্পর্শে।
আমি তোমায় ভালোবাসি
যেমন শ্রাবণের প্রথম বর্ষণে প্রকৃতি স্নান শেষে সাজে রমণীরুপে।
আমার ধমনী-শিরায়, প্রতিটি রক্তকণিকায় বহমান তুমি,
আমার পাঁজর-পেশীর প্রতিটা স্পন্দনে তোমার উপস্থিতি।
কল্পনার কিশালয়ে তোমার নিত্য বিচরণ; করি তোমাতে অবগাহন।
আমার অস্তিত্বের পরতে-পরতে জুড়ে আছো তুমি।
আমি তোমায় ভালোবাসি।
কম হয়ে গেছে,
আরো অনেকভাবে ভালোবাসা যায়………………………………হয়তো!
আসলেই কম হয়ে গেছে। আমি এই কবিতাটা এখনও লেখার চেষ্টা করি… 🙂