ইরানী পরিচালক ‘মাজিদ মাইজি’র অনবদ্য এক সৃষ্টি ।
ধরা যাক, কলম্বাস ‘আমেরিকা’ আবিষ্কার করে কাউকে জানায় নি। চুপি চুপি রোজ ‘আমেরিকা’কে দেখে মুগ্ধ হয়ে গান লিখেছে।
আবিষ্কারের এই অনুভূতিকে লুকিয়ে ফেলা সহজ কথা নয়। তারা খুঁজেও চুপ করে আছে এমন গাছের সংখ্যা অনেক। এমনই এক গাছের গল্প হল “#Baran।
আবিষ্কারের অনুভবকে অতিক্রম করে ভালোবাসার এক অপূর্ব গান। এক ছেলে আর এক মেয়ের গল্প। চারপাশে ভাতের রঙ যখন খুব প্রিয়। খিদেকে নিয়ে কবি সৌখিনতা করতে পারে মাত্র। মাথার উপরে ছাদটুকুর জন্য গুটিয়ে নিতে হয় কিশোরীর বেণী। পাথরের গায়ে কেটে যায় শৈশব-কৈশোর। অনুভবের রাজত্ব জুড়ে শুধু কষ্টের পায়ের ছাপ।
এসব অতিক্রম করার গল্প হল ‘বারান’।
ছেলেটি শুধু জানে সে মেয়ে। তার হাঁটু অব্দি চুল। সে রিফিউজি। তার বাবা পঙ্গু এবং অপরিহার্যভাবে সৎ। মেয়েটি পরিচয় লুকিয়ে ফেলে। সংসারের অভাবের হাতে তুলে দেয় সব গোপনীয়তা। সে জানে না তার সাথে মিশে গেছে এক ছেলে। তার ভবিষ্যৎ। আপ্রাণ নদী হয়ে যেতে চায় তার পাশ দিয়ে। তার সর্বস্ব দিয়ে মুছে দিতে চায় মেয়েটির ঘাম। কান্না।
মেয়েটির মেয়ে হওয়ার গল্পে নায়ক কেঁদে ফেলে আড়ালে। মেয়েটিকে ভালবেসে ফিরে যাওয়ার প্রার্থনা করে। প্রেমের সেই অদ্ভুত প্রকাশ থাকে। যেখানে পা ফেলে দিয়ে সে ক্র্যাচে ভর দিয়ে দৌড়তে চায়। সে ভিজে মাটির উপরে মেয়েটির ছাপ বুকে লুকিয়ে ফেলে। ছেলেটি থেকে মেয়েটি যেন কাছে সরে যায় দূরে সরে গিয়ে।
আরিফ আহমেদ