মুভি আমার জন্য শুধু মুভি না। প্রায় সময়ই এমন হয় যে কিছুই ভালো লাগে না, বেঁচে থাকা, ভালো থাকা অর্থহীন মনে হয়। হঠাৎ এমন মনে হয় যে মরে যাই… তখন একটা ভালোমুভি, সুন্দর গান, ঘোরলাগা গল্পের বই আমাকে মনে করিয়ে দেয় Its a Wonderful life. আবার অনেকসময় ভালোবাসার মানুষ কষ্ট দিলো, দৌড়াই সুইসাইড করতে, নেশাকরতে… ভুলে যাই ভালোবাসা শুধু প্রেমিকের জন্য প্রেমিকার না। বাবা-মা, ভাই বোন, বন্ধু, আশেপাশে এতো ভালোবাসার মানুষ তাও ভালোবাসার জন্য হাহাকার।
Life is Beautiful মুভিটার কথাই ধরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লট নিয়ে বানানো রবার্তো বেনিনির অসাধারণ একটি ইটালিয়ান ক্ল্যাসিক। মৃত্যু নিশ্চিত জেনেও নিজের ছেলেকেযুদ্ধের ভয়াবহতা থেকে আড়াল করার চেষ্টা দেখে বার বার মনে হয় আমার বাবা-মা ও আমার সুখের জন্য, মুখের হাসির জন্য এর থেকে কম করেননি কখনো। ভালো কিছুর মুখোমুখিহলেই আমার এমন হয়, বুক ভার হয়ে আসে, কান্না পায় এই ভেবে যে এই বিশাল ভালোবাসাকে বুকে ধারন করার মত ক্ষমতা আমার নেই। তবে এই বুক ভার হয়ে আসা কান্নাইআমার মনের আর সব অর্থহীন রাগ, ক্ষোভ, কষ্টকে ধুয়ে মুছে বেঁচে থাকার, ভালো থাকার রসদ দিয়ে যায়। প্রত্যেকটা মানুষকেই জীবনে কখনো না কখনো মানসিক চাপে পড়তে হয়, ভেঙ্গে যাচ্ছি তাও বেঁচে থাকার জন্য যুদ্ধে সামিল হতে হয়। ক্রিস গার্ডনারের জীবন যুদ্ধে জয়ী হওয়ার অসাধারন গল্প নিয়ে উইল স্মিথের Parsuit of Happyness এমনইএক মুভি যা আমাকে ভাবিয়েছে কী অল্পতেই না আমি হেরে যেতে চাচ্ছিলাম। স্মিথ যেদিন হোমলেস হয়ে সাবওয়ে স্টেশনে রাত কাটালো, আমি চোখ বন্ধ করলেই যেন তার নিদারুনঅসহায়ত্ব টের পেয়ে যাচ্ছিলাম। সৃষ্টিকর্তা আমাকে কতোটা ভালো রেখেছেন, মাথার উপর ছাদ আছে, ক্ষুধা পেলে খাবার আছে – তাও বোকার মতন জীবন নিয়ে হাজার কমপ্লেইন।
আবার লেজেন্ডারী টম হ্যাঙ্কস এর Cast Away এর কথাই ধরুন। প্লেন ক্র্যাশ করে নির্জন দ্বীপে ৪ বছর পার করে দেয় শুধু মাত্র মনের জোরে, প্রিয় জনকে আবার দেখতে পাবে এইআশায়। আমাদের জীবনের এই কষ্টের সময় গুলোই আমাদের শ্রেষ্ঠ সময়, এই সময়ই আমাদের বুঝতে শেখায় যে বেঁচে থাকা ঠিক কতোটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে। বেঁচে থাকার মানেতো আর তিন বেলা পেট ভরে খাওয়া, মাস শেষে ৫/১০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট না। আমি এমন অনেককে চিনি যাদের সব আছে, ভালো ভাবে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশীই আছে, তাও সারাক্ষন মন খারাপ করে ঘুরে বেড়ায়। মনকে পোষ মানিয়ে রাখতে হয়, নিয়মিত পলিশ করতে হয়, মনের সাথে কথা বলতে হয়। মনের সাথে কথা মানে তো নিজের সাথেই কথা বলা, বিবেকের সাথে কথা বলা। তারপর যদি কোনদিন হতাশায় ডুবে যাচ্ছেন মনে হয়, দেখবেন এই মনই আপনাকে শক্তহাতে টেনে তুলবে, জীবনের পথে ধাক্কা দিয়ে আবার চলতে শেখাবে। আর এই ক্ষেত্রে একটা ভালো মুভি আপনাকে খারাপ লাগার রাস্তা থেকে এক টানে ভালোলাগাররাস্তায় নিয়ে আসতে পারে। স্টিভেন স্পিলবার্গের Schindler’s List অথবা রবার্ট জেমেচিক এর Forest Gump দেখে আমার মনে হচ্ছিলো মানুষের জন্য কিছু করার মধ্যে যেই অমানসিক ধরনের মানসিক প্রশান্তি পাওয়া যায় তা আর অন্য কিছুতে পাওয়া অসম্ভব।
এমন অনেক হাজারো মুভি আছে যা শুধুমাত্র গল্প হলেও জীবন্ত মনে হয়, নিজের খুব কাছের কিছু বলে মনে হয়। জীবনটা খুব ছোট, তার উপর নেতিবাচক কথা বলে আঘাত করার, ভেঙ্গে ফেলতে চাওয়া মানুষের অভাব নেই। তাই যতদিন বেঁচে আছি, বেঁচে থাকাটা উপভোগ করা জরুরী। একজনের জন্য একটু ভালো চিন্তা করেন, তার বিপদে সাহায্য করেন, আর কিছু না হোক ভালো ভালো দুইটা কথা যে কী অদ্ভুত শান্তি এনে দিতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সবার মাঝেই একটা শিশু বাস করে। পরিচর্যা বা অবহেলায় সে এক সময় হারিয়ে যায়,আমরা তখন হয়ে যাই কাটখোট্টা, নিরামিষ মানুষ। একটা ভালো মুভি, গান, বই আপনার সেই শিশু মনকে কখনো হারাতে দেয় না বলেই আমি মনে প্রানে বিশ্বাস করি।
আমি মুভি খাই, মানে আসলে মুভিই আমাকে খায়। এতোই খারাপ অবস্থা যে পড়ার বই নিয়ে বসার সময় পাই না আর পেলেও মাথায় সারাক্ষন মুভি ঘুরে। আরো অনেক প্রিয় মুভি নিয়ে বলা হলো না। অনেক কথা না বলাই থেকে গেলো। মুভি নিয়ে আমার পাহাড়সম অর্থহীন প্রলাপ কিছুটা হলেও বকার সুযোগ করে দিয়েছে বলে সরবের জন্য ভালোবাসা। আমি বিশ্বাস করি একদিন আমাদের দেশেও অনেক ভালো মুভি হবে। এতো গর্বের ইতিহাস আমাদের, বুকভরা আবেগ আমাদের…একদিন এখান থেকেই সব দুঃখ, হতাশা শেষ হবে আমাদের। মাহমুদুজ্জামান বাবুর গানের একটা কথা দিয়ে শেষ করছি- ‘ভোর হয়নি, আজ হলোনা, কাল হবে কিনা তাও জানা নেই, পরশু ভোর ঠিকই আসবে এই আশাবাদ তুমি ভুলো না।’ হ্যাপি মুভি ওয়াচিং।
নামঃ প্রিয়তমা সুহাসিনী