একদিন ভেবেছিলাম হাঁটবো … অনেক দুরের পথে হাঁটবো; তারার আলোয় পথ দেখা খুব কষ্টের। আকাশে কোন তারা নেই, নিস্তব্ধ আঁধার। –এমন আলোয় হাঁটবো কি করে?
কি বলছ এসব আবল তাবল! খুব বেশি সিগারেট খাচ্ছ মনে হয়?
সিগারেট ছেড়েছি কতদিন !
তবে সেদিন যে সিগারেটের গন্ধ পেলাম?
আহা ! ওটা তো তেমন কিছু না । হঠাৎ দেখা বন্ধুর সাথে খুব জোর করিয়ে ধরিয়ে দিল।
প্রতিদিন এমন কটা বন্ধুর সাথে দেখা হয় তোমার?
এই ধর আট দশ জন ।
উফ! খুব হয়েছে। এখন বল , সন্ধ্যার ছাউনি তে কেমন লাগছে আমায়?
দুপুরের মেঘের মত, কখনো নীল অভ্রের মত।
তাকাও তো নি একবার ও ঠিক করে!
তাকিয়েছি তো ! জানো, কখনো এ প্রেম স্বপ্নের মত — ইন্দ্র মেঘে যখন অপরাহ্ণ নামে ঠিক তার আগে সোনালি আভা জুড়ে সেদিন তোমায় দেখেছিলাম, পুরো আকাশ জুড়ে।
আচ্ছা এত সিগারেট খাও কেন?
তোমাকে ছাড়তে পারি?
আমি আর সিগারেট কি এক?
না, তবে দুটোই প্রশান্তি দেয়—
যদি কখনো আমি চলে যাই?
তবে সিগারেট ছেড়ে দিব, আর একদিন দুপুরের রোদে বের হয়ে যাব পথে পথে আর কখনো ঘরে ফিরব না ।
তুমি একটা পাগল ! আমি কখনো যাব না ।
জানি, একে ভালোবাসা বলে।
আর তুমি পাগল একটা ।
জানি, একেও ভালোবাসা বলে।
উফ ! এসো হাত ধর, চল সবুজ মেঘ আর হলুদ মেঘের পার্থক্য খুঁজি।
নাহ ! আমি শুধু নীল অভ্রের স্পর্শ নিব । তোমার চোখের লাজুক পশ্রয় খুঁজে নেব ।
একটা কথা বলি?
হুম…
সিগারেট ছেড়ে দিবে?
সে তো কত আগেই ছেড়ে দিয়েছি । এখন শুধু তুমি আমি আর গোধূলির আলো ।
বুঝেছি… থাক সিগারেট ছাড়তে হবে না।
ভালোবাসি তো !!
অনেক?
হুম … অনেক ।