[সরব স্বর] “আমি একজন শিক্ষিত অজ্ঞ” -নাবিলা ইদ্রিস

Shorob.com, একটি তারুণ্যের প্ল্যাটফর্ম। এক পা দু পা করে তিন বছর পার করে ফেলেছে আমাদের সবার ছোট্ট এই ব্লগটি। এর মাঝে কত শত মুহূর্ত, স্মৃতি, সব কিছু সঙ্গী করেই এখনও চলছে, ‘সরব’। এই তিন বছরে ‘সরব’ ইতিবাচক মানুষ খুঁজে বের করেছে, ইতিবাচক তরুণ-তরুণীদের এক করেছে। একজন বোহেমিয়ান বা স্বপ্ন বিলাসের স্বপ্ন দেখা, ফিনিক্সের পাখা মেলে উড়ে চলা, পড়ুয়ার প্রেমের গল্প কিংবা অসংখ্য ছবি ব্লগ সব কিছুর সাথেই নিঃশব্দে ছিল ‘সরব’। কখনও মানুষকে রক্ত দানে উৎসাহিত করতে, কখনও বা বিদ্রোহ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, ‘সরব’ ছিল সবখানেই সরব। আর এর পেছনের মূল চালিকা শক্তিই এই দেশের তরুণ-তরুণীরা। এই দেশের তরুণ সমাজই একদিন দেশকে বদলে দিবে, ইতোমধ্যে দিচ্ছেও আর কীভাবে সেই বদলে যাওয়া তা নিয়ে আছে সরবের প্রথম বই তারুণ্যের ২০ কুঁড়ি। আমরা স্বপ্নে বিশ্বাসী, চিন্তায় বিশ্বাসী, ইতিবাচকতায় বিশ্বাসী আর সেই পালাক্রমে এইবার ‘সরব’ নিয়ে আসছে [সরব স্বর]।

[সরব স্বর] এর মূল উদ্দেশ্য জ্ঞানকে ছড়িয়ে দেওয়া। আমাদের চারপাশে অসংখ্য উদাহরণ, এদেশে অসংখ্য ইতিবাচক মানুষ আছে যারা জ্ঞানকে ছড়িয়ে দিতে চান। আর সেই উদ্দেশ্যেই আমাদের পথচলা যাতে করে জ্ঞানকে ছড়িয়ে দেওয়া যায় মানুষের মাঝে।

আমাদের প্রথম [সরব স্বর] এর স্পীকার নাবিলা ইদ্রিস।

নাবিলা ইদ্রিস CommunityAction এর প্রতিষ্ঠাতা সভাপতি। এটি তরুণ স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন যেটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। নাবিলা মাস্টার্স করেছেন ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে, ডিস্টিঙ্কশনসহ। চীন সরকারের বৃত্তি নিয়ে সেকেন্ড মাস্টার্স করছেন কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়নাতে, ‘ইন্টারন্যাশনাল জার্নালিজ্ম অ্যান্ড কমিউনিকেশনে’। সেই সঙ্গে কর্মরত আছেন ‘সেইভ দ্য চিল্ড্রেন’ বাংলাদেশ ডিভিশনের এর রিসার্চ, পলিসি অ্যান্ড প্র্যাক্টিস (এফএসএল) বিভাগের সিনিয়র অফিসার পদে।

[সরব স্বর] “আমি একজন শিক্ষিত অজ্ঞ” সেশনে নাবিলা ডেভেলপমেন্ট খাতের বিভিন্ন বিষয়ে করা তার গবেষণা এবং বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে নানা উদাহরণ তুলে ধরে জানাবেন, যে বিষয়গুলোকে আমরা সচরাচর সত্য বলে জানি কিভাবে সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা যায়। তার আলোচনার মূল লক্ষ্য হবে রিফ্লেক্সিভিটি (reflexivity) ধারণাটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

দিনঃ ২৮ নভেম্বর [শুক্রবার], ২০১৪।
সময়ঃ ৪টা [শার্প]
স্থানঃ ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’ [লিফটের সাত(৭) ], ১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা – ১০০০

রেজিঃ

যেহেতু আমরা মাত্র ৩০ জনকে সুযোগ দিতে পারবো তাই রেজিঃ বাধ্যতামূলক এবং রেজিঃ এর উপর ভিত্তি করে ৩০ জনকে সুযোগ দেওয়া হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যে আগে রেজিঃ করবে তার আসার সম্ভাবনা বেশি।

রেজিঃ লিঙ্কঃ http://goo.gl/forms/kKLLGDuujW

রেজিঃ ডেডলাইনঃ ২৬ নভেম্বর, ২০১৪ [বুধবার] রাত ১০ টা।

 

ফেসবুক ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/1523168144605346/?source=1

এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।