ক্যাকটাস

তৃষ্ণা আমার বাঁচার প্রতি বিতৃষ্ণ করে না,
মরুভূমির বাদশাহের কোলেও আমায় খুঁজে পাবে।
লোমকূপের কাঁটা আমার গায়ে,
অসাবধানতায় ছুঁতে যেয়ো না-
ভালো না বেসে!
ভীষণ কর্কশ আমার মাঝেও ফুল হয়!
জল না পেলে আমার মৃত্যু হয় না ঠিকই –
তবে মৃত্যু যন্ত্রণার ব্যথা বুঝতে পারি –
কালের বিবর্তনে।
আমি ইউক্যালিপ্টাস নই যে,
ঘণ্টায় ষাট লিটার পানি খেয়ে অকৃতঘ্নের ন্যায়
তোমায় মারার বিষের যোগান দিব!
আমি এক টুকরো ক্যাকটাস …
আমায় এক আঁজলা জল দিও,
সত্যি বলছি,
আমি তোমায় ফুল দেব!!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।