চাম চিকাদের এই দেশেতে
কে বানায় যে মাতাব্বর
লাল-সবুজে শরীর ঢেকে
সব শালারাই মীর জাফর
তোমার ভাই আমার ভাই
ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেই দেখা আছে
কোন ভাইয়ের বিশ্বাস নাই
টক শো মানে কথার দোকান
জনগণে বলবে কি
ইচ্ছা মতো দেশ চালাইলে
গণতন্ত্রের দরকার কি
কৃষক যদি উপাস থাকে
স্বাধীনতার মূল্য কি
পেটে যদি ভাত না থাকে
চেতনায় করবে কি
আইন আদালত সবই আছে
কিন্তু দেশে বিচার নাই
দেশে খালি ভোটার আছে
শুধু দেশ প্রেমিক নাই
যাই কিছু ঘটে তাতে
দায়ী হয় মুসলমান
তাদের লাশে হারামিরা
দেশ বানাইসে গোরস্তান
সত্যিকারের মুক্তিযোদ্ধার
এই দেশেতে মান নাই
দেশে অনেক মানুষ আছে
শুধু তাদের চোখ নাই
কি বোর্ড হাতে এই মুহূর্তে
আমার যদি মৃত্যু হয়
আমার লেখা শেষ ছড়াটা
আমার জন্য বড় জয়
মরিওকা, জাপান
১৩ ডিসেম্বর, ২০১৪
উৎসর্গ: বাংলাদেশের সকল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিবিদদের।
🙂